বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সামাজিক ঘটনাস্রোত
🟌প্রশ্ন:১
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন, তাঁদের বলা হত—
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন, তাঁদের বলা হত—
(a) অনুলােম
(b) প্রতিলােম
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: C
🟌প্রশ্ন:২
প্রাচীন ভারতের শিক্ষিত নারীদের প্রসঙ্গে বলা যায় যে—
(a) গার্গী ও মৈত্রেয়ী ছিলেন ঋবৈদিক যুগের বিদুষী নারী
(b) মমতা, লােপামুদ্রা, অপালা প্রমুখ ছিলেন পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারী
(c) পরবর্তী বৈদিক যুগে যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাঁরা ‘ব্রহ্মবাদিনী’ নামে পরিচিত ছিলেন
(d) প্রতিবাদী আন্দোলনের যুগে উচ্চশিক্ষিত নারী ছিলেন চন্দনা, জয়ন্তী প্রমুখ
উত্তর: D
🟌প্রশ্ন:৩
মৌর্য যুগে কন্যার পিতা কর্তৃক চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ করে কন্যা সম্প্রদান করার রীতিকে বলা হত—
(a) দৈব বিবাহ
(b) আর্য বিবাহ
(c) ব্রাহ্মবিবাহ
(d) প্রাজাপত্য বিবাহ
উত্তর: C
🟌প্রশ্ন:৪
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী আজীবন ধর্ম ও দর্শনচর্চা করতেন তাঁদের বলা হত—
(a) অনুলােম
(b) প্রতিলােম
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: D
🟌প্রশ্ন:৫
দেব বিবাহ নির্ধারিত ছিল কাদের জন্য ?
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: D
🟌প্রশ্ন:৫
দেব বিবাহ নির্ধারিত ছিল কাদের জন্য ?
(a) বৈশ্য
(b) শূদ্র
(c) ব্রাহ্মন
(d) ক্ষত্রিয়
উত্তর: C
🟌প্রশ্ন:৬
ঋবৈদিক যুগে বিধবা নারী বিবাহ করতে পারত—
(a) বন্ধুকে
(b) দেবরকে
(c) নিকট আত্মীয়কে
(d) ভাসুরকে
উত্তর: B
🟌প্রশ্ন:৭
প্রাচীন ভারতের নারীদের বিবাহরীতি প্রসঙ্গে বলা যায়—
(a) ঋবৈদিক যুগে নারীর বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল
(b) কৌটিল্যের অর্থশাস্ত্রে আটপ্রকার বিবাহরীতির উল্লেখ পাওয়া যায়
(c) মৌর্যযুগে বিবাহিত নারীর পুনর্বিবাহ সম্ভব ছিল না
(d) গুপ্তযুগে অনুলােম ও প্রতিলােম বিবাহরীতির প্রচলন ছিল না
উত্তর: B
🟌প্রশ্ন:৮
বিদুষী নারী অপালা ছিলেন—
(a) ঋবৈদিক যুগের
(b) পরবর্তী বৈদিক যুগের
(c) সংগীত রচয়িতা
(d) বুদ্ধের শিষ্যা
উত্তর: A
🟌প্রশ্ন:৯
প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন্ শ্রেণির বিবাহের অন্তর্ভুক্ত ?
(a) দৈব
(b) অসুর
(c) গান্ধর্ব
(d) প্রজাপত্য
উত্তর: C
🟌প্রশ্ন:১০
মৌর্য যুগে নিদ্রামগ্ন পাত্রীকে হরণ করে বিবাহ করার রীতিকে বলা হত—
(a) অসুর বিবাহ
(b) রাক্ষস বিবাহ
(c) আর্য বিবাহ
(d) পৈশাচ বিবাহ
উত্তর: D
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৬ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৮ [NEXT]

Comments
Post a Comment