নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সামাজিক ঘটনাস্রোত
🟌প্রশ্ন:১
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন, তাঁদের বলা হত—
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন, তাঁদের বলা হত—
(a) অনুলােম
(b) প্রতিলােম
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: C
🟌প্রশ্ন:২
প্রাচীন ভারতের শিক্ষিত নারীদের প্রসঙ্গে বলা যায় যে—
(a) গার্গী ও মৈত্রেয়ী ছিলেন ঋবৈদিক যুগের বিদুষী নারী
(b) মমতা, লােপামুদ্রা, অপালা প্রমুখ ছিলেন পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারী
(c) পরবর্তী বৈদিক যুগে যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাঁরা ‘ব্রহ্মবাদিনী’ নামে পরিচিত ছিলেন
(d) প্রতিবাদী আন্দোলনের যুগে উচ্চশিক্ষিত নারী ছিলেন চন্দনা, জয়ন্তী প্রমুখ
উত্তর: D
🟌প্রশ্ন:৩
মৌর্য যুগে কন্যার পিতা কর্তৃক চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ করে কন্যা সম্প্রদান করার রীতিকে বলা হত—
(a) দৈব বিবাহ
(b) আর্য বিবাহ
(c) ব্রাহ্মবিবাহ
(d) প্রাজাপত্য বিবাহ
উত্তর: C
🟌প্রশ্ন:৪
পরবর্তী বৈদিক যুগের যেসব নারী আজীবন ধর্ম ও দর্শনচর্চা করতেন তাঁদের বলা হত—
(a) অনুলােম
(b) প্রতিলােম
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: D
🟌প্রশ্ন:৫
দেব বিবাহ নির্ধারিত ছিল কাদের জন্য ?
(c) সদ্যোদ্বাহা
(d) ব্রহ্মবাদিনী
উত্তর: D
🟌প্রশ্ন:৫
দেব বিবাহ নির্ধারিত ছিল কাদের জন্য ?
(a) বৈশ্য
(b) শূদ্র
(c) ব্রাহ্মন
(d) ক্ষত্রিয়
উত্তর: C
🟌প্রশ্ন:৬
ঋবৈদিক যুগে বিধবা নারী বিবাহ করতে পারত—
(a) বন্ধুকে
(b) দেবরকে
(c) নিকট আত্মীয়কে
(d) ভাসুরকে
উত্তর: B
🟌প্রশ্ন:৭
প্রাচীন ভারতের নারীদের বিবাহরীতি প্রসঙ্গে বলা যায়—
(a) ঋবৈদিক যুগে নারীর বাল্যবিবাহের ব্যাপক প্রচলন ছিল
(b) কৌটিল্যের অর্থশাস্ত্রে আটপ্রকার বিবাহরীতির উল্লেখ পাওয়া যায়
(c) মৌর্যযুগে বিবাহিত নারীর পুনর্বিবাহ সম্ভব ছিল না
(d) গুপ্তযুগে অনুলােম ও প্রতিলােম বিবাহরীতির প্রচলন ছিল না
উত্তর: B
🟌প্রশ্ন:৮
বিদুষী নারী অপালা ছিলেন—
(a) ঋবৈদিক যুগের
(b) পরবর্তী বৈদিক যুগের
(c) সংগীত রচয়িতা
(d) বুদ্ধের শিষ্যা
উত্তর: A
🟌প্রশ্ন:৯
প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন্ শ্রেণির বিবাহের অন্তর্ভুক্ত ?
(a) দৈব
(b) অসুর
(c) গান্ধর্ব
(d) প্রজাপত্য
উত্তর: C
🟌প্রশ্ন:১০
মৌর্য যুগে নিদ্রামগ্ন পাত্রীকে হরণ করে বিবাহ করার রীতিকে বলা হত—
(a) অসুর বিবাহ
(b) রাক্ষস বিবাহ
(c) আর্য বিবাহ
(d) পৈশাচ বিবাহ
উত্তর: D
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৬ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৮ [NEXT]
Comments
Post a Comment