প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
➣প্রশ্ন:১
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
(a) আড়ম্বরতা
(b) পূজার্চনা
(c) সহিষ্ণুতা
(d) যাগযজ্ঞ
উত্তর: C
➣প্রশ্ন:২
সম্রাট অশােক—
(a) কলিঙ্গ যুদ্ধে জয়লাভের সাফল্যে উৎসাহিত হয়ে ধর্মপ্রচার শুরু করেন
(b) তাঁর প্রচারিত বৌদ্ধধর্মকে ‘ধম্ম’ বলে উল্লেখ করেছেন
(c) বৌদ্ধধর্মের মতবিরােধ দূর করার উদ্দেশ্যে চতুর্থ বৌদ্ধসংগীতির আয়ােজন করেন
(d) বুদ্ধ, ধম্ম ও সংঘ-এর অবসান ঘটিয়েছেন
উত্তর: B
➣প্রশ্ন:৩
অশােক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন—
(a) মহেন্দ্র ও সংঘমিত্রাকে
(b) শীলভদ্রকে
(c) কুমারজিবকে
(d) মহারক্ষিতকে
উত্তর: A
➣প্রশ্ন:৪
অশােক নিম্নলিখিত কোন্ লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ কথাটি ব্যবহার করেন ?
(a) সারনাথ লিপি
(b) মাস্কি লিপি
(c) সাঁচি লিপি
(d) জুনাগড় লিপি
উত্তর: B
➣প্রশ্ন:৫
প্রথম জীবনে অশােক কোন্ ধর্মের অনুগামী ছিলেন ?
(a) বৌদ্ধ
(b) জৈন
(c) ব্রাহ্মণ্য
(d) শৈব
উত্তর: C
➣প্রশ্ন:৬
কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশােক যে ধর্ম গ্রহণ করেন—
(a) হিন্দুধর্ম
(b) জৈনধর্ম
(c) পারসিকধর্ম
(d) বৌদ্ধধর্ম
উত্তর: D
➣প্রশ্ন:৭
অশােক বৌদ্ধধর্মের দীক্ষা নিয়েছিলেন—
(a) শ্যামগুপ্তের কাছে
(b) রামগুপ্তের কাছে
(c) বিষ্ণুগুপ্তের কাছে
(d) উপগুপ্তের কাছে
উত্তর: B
➣প্রশ্ন:৮
যে ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়, তা হল—
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) হিন্দি
উত্তর: B
➣প্রশ্ন:৯
অশােক স্বর্গীয় দৃশ্য দেখিয়ে প্রজাদের অন্তরে ধর্মবুদ্ধির জাগরণ ঘটান। এই স্বর্গীয় দৃশ্য ছিল—
(a) কামান দর্শন
(b) বিমান দর্শন
(c) বৃক্ষ দর্শন
(d) পর্বত দর্শন
উত্তর: B
➣প্রশ্ন:১০
অশােক ধম্মযাত্রার সূচনা করেন নিজের রাজত্বকালের—
(a) ষষ্ঠ বছরের শেষে
(b) নবম বছরের শেষে
(c) দশম বছরের শেষে
(d) একাদশ বছরের শেষে
উত্তর: C

Comments
Post a Comment