নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
➣প্রশ্ন:১
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
(a) আড়ম্বরতা
(b) পূজার্চনা
(c) সহিষ্ণুতা
(d) যাগযজ্ঞ
উত্তর: C
➣প্রশ্ন:২
সম্রাট অশােক—
(a) কলিঙ্গ যুদ্ধে জয়লাভের সাফল্যে উৎসাহিত হয়ে ধর্মপ্রচার শুরু করেন
(b) তাঁর প্রচারিত বৌদ্ধধর্মকে ‘ধম্ম’ বলে উল্লেখ করেছেন
(c) বৌদ্ধধর্মের মতবিরােধ দূর করার উদ্দেশ্যে চতুর্থ বৌদ্ধসংগীতির আয়ােজন করেন
(d) বুদ্ধ, ধম্ম ও সংঘ-এর অবসান ঘটিয়েছেন
উত্তর: B
➣প্রশ্ন:৩
অশােক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন—
(a) মহেন্দ্র ও সংঘমিত্রাকে
(b) শীলভদ্রকে
(c) কুমারজিবকে
(d) মহারক্ষিতকে
উত্তর: A
➣প্রশ্ন:৪
অশােক নিম্নলিখিত কোন্ লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ কথাটি ব্যবহার করেন ?
(a) সারনাথ লিপি
(b) মাস্কি লিপি
(c) সাঁচি লিপি
(d) জুনাগড় লিপি
উত্তর: B
➣প্রশ্ন:৫
প্রথম জীবনে অশােক কোন্ ধর্মের অনুগামী ছিলেন ?
(a) বৌদ্ধ
(b) জৈন
(c) ব্রাহ্মণ্য
(d) শৈব
উত্তর: C
➣প্রশ্ন:৬
কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশােক যে ধর্ম গ্রহণ করেন—
(a) হিন্দুধর্ম
(b) জৈনধর্ম
(c) পারসিকধর্ম
(d) বৌদ্ধধর্ম
উত্তর: D
➣প্রশ্ন:৭
অশােক বৌদ্ধধর্মের দীক্ষা নিয়েছিলেন—
(a) শ্যামগুপ্তের কাছে
(b) রামগুপ্তের কাছে
(c) বিষ্ণুগুপ্তের কাছে
(d) উপগুপ্তের কাছে
উত্তর: B
➣প্রশ্ন:৮
যে ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়, তা হল—
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) হিন্দি
উত্তর: B
➣প্রশ্ন:৯
অশােক স্বর্গীয় দৃশ্য দেখিয়ে প্রজাদের অন্তরে ধর্মবুদ্ধির জাগরণ ঘটান। এই স্বর্গীয় দৃশ্য ছিল—
(a) কামান দর্শন
(b) বিমান দর্শন
(c) বৃক্ষ দর্শন
(d) পর্বত দর্শন
উত্তর: B
➣প্রশ্ন:১০
অশােক ধম্মযাত্রার সূচনা করেন নিজের রাজত্বকালের—
(a) ষষ্ঠ বছরের শেষে
(b) নবম বছরের শেষে
(c) দশম বছরের শেষে
(d) একাদশ বছরের শেষে
উত্তর: C
Comments
Post a Comment