বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
➣প্রশ্ন:১
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল—
(a) আড়ম্বরতা
(b) পূজার্চনা
(c) সহিষ্ণুতা
(d) যাগযজ্ঞ
উত্তর: C
➣প্রশ্ন:২
সম্রাট অশােক—
(a) কলিঙ্গ যুদ্ধে জয়লাভের সাফল্যে উৎসাহিত হয়ে ধর্মপ্রচার শুরু করেন
(b) তাঁর প্রচারিত বৌদ্ধধর্মকে ‘ধম্ম’ বলে উল্লেখ করেছেন
(c) বৌদ্ধধর্মের মতবিরােধ দূর করার উদ্দেশ্যে চতুর্থ বৌদ্ধসংগীতির আয়ােজন করেন
(d) বুদ্ধ, ধম্ম ও সংঘ-এর অবসান ঘটিয়েছেন
উত্তর: B
➣প্রশ্ন:৩
অশােক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন—
(a) মহেন্দ্র ও সংঘমিত্রাকে
(b) শীলভদ্রকে
(c) কুমারজিবকে
(d) মহারক্ষিতকে
উত্তর: A
➣প্রশ্ন:৪
অশােক নিম্নলিখিত কোন্ লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ কথাটি ব্যবহার করেন ?
(a) সারনাথ লিপি
(b) মাস্কি লিপি
(c) সাঁচি লিপি
(d) জুনাগড় লিপি
উত্তর: B
➣প্রশ্ন:৫
প্রথম জীবনে অশােক কোন্ ধর্মের অনুগামী ছিলেন ?
(a) বৌদ্ধ
(b) জৈন
(c) ব্রাহ্মণ্য
(d) শৈব
উত্তর: C
➣প্রশ্ন:৬
কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশােক যে ধর্ম গ্রহণ করেন—
(a) হিন্দুধর্ম
(b) জৈনধর্ম
(c) পারসিকধর্ম
(d) বৌদ্ধধর্ম
উত্তর: D
➣প্রশ্ন:৭
অশােক বৌদ্ধধর্মের দীক্ষা নিয়েছিলেন—
(a) শ্যামগুপ্তের কাছে
(b) রামগুপ্তের কাছে
(c) বিষ্ণুগুপ্তের কাছে
(d) উপগুপ্তের কাছে
উত্তর: B
➣প্রশ্ন:৮
যে ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়, তা হল—
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) হিন্দি
উত্তর: B
➣প্রশ্ন:৯
অশােক স্বর্গীয় দৃশ্য দেখিয়ে প্রজাদের অন্তরে ধর্মবুদ্ধির জাগরণ ঘটান। এই স্বর্গীয় দৃশ্য ছিল—
(a) কামান দর্শন
(b) বিমান দর্শন
(c) বৃক্ষ দর্শন
(d) পর্বত দর্শন
উত্তর: B
➣প্রশ্ন:১০
অশােক ধম্মযাত্রার সূচনা করেন নিজের রাজত্বকালের—
(a) ষষ্ঠ বছরের শেষে
(b) নবম বছরের শেষে
(c) দশম বছরের শেষে
(d) একাদশ বছরের শেষে
উত্তর: C

Comments
Post a Comment