বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
❂প্রশ্ন:১
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন
(b) নাসিরউদ্দিন কুবাচা
(c) ইলতুৎমিস
(d) বলবন
উত্তর: C
❂প্রশ্ন:২
ইসলামি রাষ্ট্র ও ধর্ম ব্যবস্থা যাঁর আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে, তিনি হলেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওসমান গনি
(d) ইসরাফিল
উত্তর: A
❂প্রশ্ন:৩
শিশু ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওমর
(d) উসমান
উত্তর: B
❂প্রশ্ন:৪
ইসলামি প্রজাতন্ত্রের প্রথম রাজধানী ছিল—
(a) মক্কা
(b) মদিনা
(c) বাগদাদ
(d) দামাস্কাস
উত্তর: B
❂প্রশ্ন:৫
প্রথম খলিফা হলেন—
(a) ওমর
(b) আবু বকর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B
❂প্রশ্ন:৬
কোন্ শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গােষ্ঠী প্রতিষ্ঠিত হয় ?
(a) মক্কা
(b) মদিনা
(c) কৃষ্ণা
(d) বাগদাদ
উত্তর: B
❂প্রশ্ন:৭
কোরান শরিফকে বিকৃতির হাত থেকে রক্ষা করেন খলিফা—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: C
❂প্রশ্ন:৮
আরবে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন—
(a) হজরত আলি
(b) হজরত আবু বকর
(c) হজরত ওমর ফারুক
(d) হজরত ওসমান গনি
উত্তর: B
❂প্রশ্ন:৯
সিয়াসৎ হল—
(a) রাষ্ট্রশাসন
(b) রাজ্য শাসন
(c) প্রাদেশিক শাসন
(d) নগর শাসন
উত্তর: A
❂প্রশ্ন:১০
যে খলিফার আমলে আরবীয় মুসলিম খিলাফত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজশক্তিতে পরিণত হয়, তিনি হলেন—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B

Comments
Post a Comment