নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
❂প্রশ্ন:১
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন
(b) নাসিরউদ্দিন কুবাচা
(c) ইলতুৎমিস
(d) বলবন
উত্তর: C
❂প্রশ্ন:২
ইসলামি রাষ্ট্র ও ধর্ম ব্যবস্থা যাঁর আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে, তিনি হলেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওসমান গনি
(d) ইসরাফিল
উত্তর: A
❂প্রশ্ন:৩
শিশু ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওমর
(d) উসমান
উত্তর: B
❂প্রশ্ন:৪
ইসলামি প্রজাতন্ত্রের প্রথম রাজধানী ছিল—
(a) মক্কা
(b) মদিনা
(c) বাগদাদ
(d) দামাস্কাস
উত্তর: B
❂প্রশ্ন:৫
প্রথম খলিফা হলেন—
(a) ওমর
(b) আবু বকর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B
❂প্রশ্ন:৬
কোন্ শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গােষ্ঠী প্রতিষ্ঠিত হয় ?
(a) মক্কা
(b) মদিনা
(c) কৃষ্ণা
(d) বাগদাদ
উত্তর: B
❂প্রশ্ন:৭
কোরান শরিফকে বিকৃতির হাত থেকে রক্ষা করেন খলিফা—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: C
❂প্রশ্ন:৮
আরবে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন—
(a) হজরত আলি
(b) হজরত আবু বকর
(c) হজরত ওমর ফারুক
(d) হজরত ওসমান গনি
উত্তর: B
❂প্রশ্ন:৯
সিয়াসৎ হল—
(a) রাষ্ট্রশাসন
(b) রাজ্য শাসন
(c) প্রাদেশিক শাসন
(d) নগর শাসন
উত্তর: A
❂প্রশ্ন:১০
যে খলিফার আমলে আরবীয় মুসলিম খিলাফত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজশক্তিতে পরিণত হয়, তিনি হলেন—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B
Comments
Post a Comment