প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
❂প্রশ্ন:১
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন
(b) নাসিরউদ্দিন কুবাচা
(c) ইলতুৎমিস
(d) বলবন
উত্তর: C
❂প্রশ্ন:২
ইসলামি রাষ্ট্র ও ধর্ম ব্যবস্থা যাঁর আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে, তিনি হলেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওসমান গনি
(d) ইসরাফিল
উত্তর: A
❂প্রশ্ন:৩
শিশু ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেন—
(a) হজরত মহম্মদ
(b) আবু বকর
(c) ওমর
(d) উসমান
উত্তর: B
❂প্রশ্ন:৪
ইসলামি প্রজাতন্ত্রের প্রথম রাজধানী ছিল—
(a) মক্কা
(b) মদিনা
(c) বাগদাদ
(d) দামাস্কাস
উত্তর: B
❂প্রশ্ন:৫
প্রথম খলিফা হলেন—
(a) ওমর
(b) আবু বকর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B
❂প্রশ্ন:৬
কোন্ শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গােষ্ঠী প্রতিষ্ঠিত হয় ?
(a) মক্কা
(b) মদিনা
(c) কৃষ্ণা
(d) বাগদাদ
উত্তর: B
❂প্রশ্ন:৭
কোরান শরিফকে বিকৃতির হাত থেকে রক্ষা করেন খলিফা—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: C
❂প্রশ্ন:৮
আরবে খলিফাতন্ত্রের প্রতিষ্ঠা করেন—
(a) হজরত আলি
(b) হজরত আবু বকর
(c) হজরত ওমর ফারুক
(d) হজরত ওসমান গনি
উত্তর: B
❂প্রশ্ন:৯
সিয়াসৎ হল—
(a) রাষ্ট্রশাসন
(b) রাজ্য শাসন
(c) প্রাদেশিক শাসন
(d) নগর শাসন
উত্তর: A
❂প্রশ্ন:১০
যে খলিফার আমলে আরবীয় মুসলিম খিলাফত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজশক্তিতে পরিণত হয়, তিনি হলেন—
(a) আবু বকর
(b) ওমর
(c) ওসমান
(d) আলি
উত্তর: B

Comments
Post a Comment