নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
(a) হেলট
(b) পেনেসটাই
(c) মেটিক
(d) পেরিওকয়
উত্তর: A
✸প্রশ্ন:২
এথেন্সে যে ধরনের শাসন প্রচলিত ছিল, তা হল—
(a) গণতান্ত্রিক
(b) অভিজাততান্ত্রিক
(c) একনায়কতান্ত্রিক
(d) সামরিক
উত্তর: A
✸প্রশ্ন:৩
যে সংখ্যক গ্রাম নিয়ে গ্রিসের স্পার্টা নামে পলিসটি গড়ে উঠেছিল, তা হল—
(a) পাঁচটি
(b) সাতটি
(c) নয়টি
(d) এগারােটি
উত্তর: A
✸প্রশ্ন:৪
স্পার্টানরা কাদের ভূমিদাসে পরিণত করে ?
(a) পারসিক
(b) ফরাসি
(c) হেলট
(d) গ্রিক
উত্তর: C
✸প্রশ্ন:৫
প্রাচীন গ্রিসে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রগুলিকে বলা হত—
(a) এটিকা
(b) পলিস
(c) সাম্রাজ্য
(d) জনপদ
উত্তর: B
✸প্রশ্ন:৬
স্পার্টায় নাগরিকত্ব লাভের শর্ত ছিল—
(a) ভােটাধিকার
(b) জমির মালিকানা
(c) কর প্রদান
(d) ম্যাজিস্ট্রেটের সম্মতি
উত্তর: B
✸প্রশ্ন:৭
স্পার্টার উচ্চপদস্থ কর্মচারীরা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) একলেজিয়া
(b) অ্যাগারো
(c) ম্যাজিস্ট্রেট
(d) ইফর
উত্তর: D
✸প্রশ্ন:৮
থেসালির ক্রীতদাসদের বলা হত—
(a) পেনেসটাই
(b) হেলট
(c) ক্লারােটাই
(d) এগুলির কোনােটাই নয়
উত্তর: A
✸প্রশ্ন:৯
প্রাচীন গ্রিকদের ঐক্যবদ্ধ জাতীয়তাবোধে উদবুদ্ধ হওয়ার পথে প্রধান বাধা ছিল—
(a) সম্রাটদের বাধাদান
(b) বহিরাক্রমণ
(c) পারস্পারিক সন্দেহ
(d) ভৌগোলিক বিচ্ছিন্নতা
উত্তর: D
✸প্রশ্ন:১০
গ্রিসের মধ্যে সর্বপ্রথম দাস-বাজার গড়ে উঠেছিল—
(a) স্পার্টায়
(b) এথেন্সে
(c) কিওসে
(d) ইজিনায়
উত্তর: C
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৪ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৬ [NEXT]
Comments
Post a Comment