বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
(a) হেলট
(b) পেনেসটাই
(c) মেটিক
(d) পেরিওকয়
উত্তর: A
✸প্রশ্ন:২
এথেন্সে যে ধরনের শাসন প্রচলিত ছিল, তা হল—
(a) গণতান্ত্রিক
(b) অভিজাততান্ত্রিক
(c) একনায়কতান্ত্রিক
(d) সামরিক
উত্তর: A
✸প্রশ্ন:৩
যে সংখ্যক গ্রাম নিয়ে গ্রিসের স্পার্টা নামে পলিসটি গড়ে উঠেছিল, তা হল—
(a) পাঁচটি
(b) সাতটি
(c) নয়টি
(d) এগারােটি
উত্তর: A
✸প্রশ্ন:৪
স্পার্টানরা কাদের ভূমিদাসে পরিণত করে ?
(a) পারসিক
(b) ফরাসি
(c) হেলট
(d) গ্রিক
উত্তর: C
✸প্রশ্ন:৫
প্রাচীন গ্রিসে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রগুলিকে বলা হত—
(a) এটিকা
(b) পলিস
(c) সাম্রাজ্য
(d) জনপদ
উত্তর: B
✸প্রশ্ন:৬
স্পার্টায় নাগরিকত্ব লাভের শর্ত ছিল—
(a) ভােটাধিকার
(b) জমির মালিকানা
(c) কর প্রদান
(d) ম্যাজিস্ট্রেটের সম্মতি
উত্তর: B
✸প্রশ্ন:৭
স্পার্টার উচ্চপদস্থ কর্মচারীরা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) একলেজিয়া
(b) অ্যাগারো
(c) ম্যাজিস্ট্রেট
(d) ইফর
উত্তর: D
✸প্রশ্ন:৮
থেসালির ক্রীতদাসদের বলা হত—
(a) পেনেসটাই
(b) হেলট
(c) ক্লারােটাই
(d) এগুলির কোনােটাই নয়
উত্তর: A
✸প্রশ্ন:৯
প্রাচীন গ্রিকদের ঐক্যবদ্ধ জাতীয়তাবোধে উদবুদ্ধ হওয়ার পথে প্রধান বাধা ছিল—
(a) সম্রাটদের বাধাদান
(b) বহিরাক্রমণ
(c) পারস্পারিক সন্দেহ
(d) ভৌগোলিক বিচ্ছিন্নতা
উত্তর: D
✸প্রশ্ন:১০
গ্রিসের মধ্যে সর্বপ্রথম দাস-বাজার গড়ে উঠেছিল—
(a) স্পার্টায়
(b) এথেন্সে
(c) কিওসে
(d) ইজিনায়
উত্তর: C
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৪ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৬ [NEXT]

Comments
Post a Comment