প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
প্রাচীন গ্রিক পলিসগুলিতে—
প্রাচীন গ্রিক পলিসগুলিতে—
(a) সকল ক্রীতদাসই বিদেশ থেকে আমদানি করা হত
(b) ক্রীতদাসরা নাগরিকদের অর্ধেক স্বাধীনতা ভােগ করত
(c) অধিকাংশ ক্রীতদাস ছিল যুদ্ধবন্দি
(d) ক্রীতদাসরা কখনও ক্রয়বিক্রয়ের পণ্য হয়ে ওঠেনি
উত্তর: C
✸প্রশ্ন:২
প্রাচীন গ্রিসের ক্রীতদাসদের সম্পর্কে নীচের যে বক্তব্যটি সত্য নয়, তা হল—
(a) ক্রীতদাসদের ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে প্রাচীন গ্রিসে বাজার গড়ে উঠেছিল
(b) গ্রিসের ক্রীতদাসরা প্রভুর গৃহকাজে নিযুক্ত হত
(c) গ্রিসের প্রভু তার অধীনস্থ ক্রীতদাসদের ভাড়া খাটিয়ে অর্থ উপার্জন করত
(d) গ্রিসের ক্রীতদাসরা সাধারণত তার প্রভুর কন্যাকে বিবাহ করত
উত্তর: D
✸প্রশ্ন:৩
বিক্রয়যােগ্য ক্রীতদাসদের মাথায় চিহ্ন থাকত—
(a) মালা
(b) তির
(c) যাঁতা
(d) বল্লম
উত্তর: A
✸প্রশ্ন:৪
স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল—
(a) হেলট
(b) পেরিওসি
(c) স্পার্টান
(d) মেটিক
উত্তর: C
✸প্রশ্ন:৫
স্পার্টায় হেলটদের প্রকৃত মালিক ছিল—
(a) সেনারা
(b) পেরিওকয়রা
(c) রাষ্ট্র
(d) স্বাধীন নাগরিকরা
উত্তর: B
✸প্রশ্ন:৬
স্পার্টায় হেলটদের—
(a) বিক্রি করার নিয়ম ছিল না
(b) মালিক ছিল কোনো স্বাধীন নাগরিক
(c) মূল কাজ ছিল সেনাবাহিনীতে কাজ করা
(d) উচ্চপদে নিয়োগ করা হত
উত্তর: B
✸প্রশ্ন:৭
হেলটদের প্রধান কাজ ছিল—
(a) চাষবাস
(b) শিল্পোৎপাদন
(c) খনির কাজ
(d) গৃহকাজ
উত্তর: A
✸প্রশ্ন:৮
গ্রিসে দাসব্যবস্থার বিরোধিতা করেছিলেন—
(a) স্টইকরা
(b) প্লেটো
(c) অ্যারিস্টটল
(d) এঁদের কেউই নয়
উত্তর: A
✸প্রশ্ন:৯
গ্রিসের ক্রীতদাসদের বেশিরভাগ ছিল—
(a) ক্রীতদাসের সন্তান
(b) যুদ্ধবন্দি
(c) বিদেশ থেকে আমদানিকৃত
(d) খনির শ্রমিকরা
উত্তর: B
✸প্রশ্ন:১০
প্রাচীন গ্রিসের অধিকাংশ ক্রীতদাস আসত—
(a) যুদ্ধবন্দিদের মধ্য থেকে
(b) জলদস্যুদের আক্রমণে বন্দি হওয়া মানুষদের মধ্য থেকে
(c) ঋণ পরিশােধে অক্ষম ব্যক্তিদের মধ্য থেকে
(d) বিদেশে থেকে আমদানি করে
উত্তর: A
👉সামাজিক ঘটনাস্রোত সেট ১ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৩ [NEXT]

Comments
Post a Comment