প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
সামাজিক ঘটনাস্রোত
🟌প্রশ্ন:১
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
(a) দ্বিতীয় থুতমােসকে
(b) তৃতীয় থুতমোসকে
(c) প্রথম থুতমোসকে
(d) চতুর্থ থুতমােসকে
উত্তর: B
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
(a) শেকসপিয়র
(b) বার্নার্ড শ
(c) হেনরি হ্যাগার্ড
(d) ড্যানিয়েল
উত্তর: A
🟌প্রশ্ন:৩
‘মিশরের লজ্জা’ নামে পরিচিত ছিলেন—
(a) নেফারতিতি
(b) ক্লিওপেট্রা
(c) চতুর্দশ টলেমি
(d) মার্ক অ্যান্টনি
উত্তর: B
🟌প্রশ্ন:৪
রানি দুর্গাবতীর পুত্রের নাম ছিল—
(a) মাহােবা
(b) দলপৎ শাহ
(c) বীরনারায়ণ
(d) সংগ্রাম শাহ
উত্তর: C
🟌প্রশ্ন:৫
মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন—
(a) নেফারতিতি
(b) টুটেনখামেন
(c) ত্রয়ােদশ টলেমি
(d) সপ্তম ক্লিওপেট্রা
উত্তর: D
🟌প্রশ্ন:৬
রানি দুর্গাবতী ছিলেন—
(a) চালুক্য রাজকন্যা
(b) পল্লব রাজকন্যা
(c) চোল রাজকন্যা
(d) চান্দেল্ল রাজকন্যা
উত্তর: D
🟌প্রশ্ন:৭
মিশরের প্রথম কর্তৃত্বশালী মহিলা হলেন—
(a) আখেনাতেন
(b) ক্লিওপেট্রা
(c) দুর্গাবতী
(d) রাজিয়া
উত্তর: B
🟌প্রশ্ন:৮
রানি দুর্গাবতীর সময়ে মােগল সম্রাট ছিলেন—
(a) আকবর
(b) জাহাঙ্গির
(c) শাহজাহান
(d) বাবর
উত্তর: A
🟌প্রশ্ন:৯
ক্লিওপেট্রা কীভাবে আত্মহত্যা করেন ?
(a) বিষ পান করে
(b) সর্পাঘাতে
(c) তরবারির আঘাতে
(d) আগুনে ঝাঁপ দিয়ে
উত্তর: B
🟌প্রশ্ন:১০
মিশরে ধর্মবিপ্লব ঘটিয়েছিলেন—
(a) খুফু
(b) নেফারতিতি
(c) ক্লিওপেট্রা
(d) আখেনাতেন
উত্তর: D
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৫ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৭ [NEXT]

Comments
Post a Comment