বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সামাজিক ঘটনাস্রোত
🟌প্রশ্ন:১
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
(a) দ্বিতীয় থুতমােসকে
(b) তৃতীয় থুতমোসকে
(c) প্রথম থুতমোসকে
(d) চতুর্থ থুতমােসকে
উত্তর: B
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
(a) শেকসপিয়র
(b) বার্নার্ড শ
(c) হেনরি হ্যাগার্ড
(d) ড্যানিয়েল
উত্তর: A
🟌প্রশ্ন:৩
‘মিশরের লজ্জা’ নামে পরিচিত ছিলেন—
(a) নেফারতিতি
(b) ক্লিওপেট্রা
(c) চতুর্দশ টলেমি
(d) মার্ক অ্যান্টনি
উত্তর: B
🟌প্রশ্ন:৪
রানি দুর্গাবতীর পুত্রের নাম ছিল—
(a) মাহােবা
(b) দলপৎ শাহ
(c) বীরনারায়ণ
(d) সংগ্রাম শাহ
উত্তর: C
🟌প্রশ্ন:৫
মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন—
(a) নেফারতিতি
(b) টুটেনখামেন
(c) ত্রয়ােদশ টলেমি
(d) সপ্তম ক্লিওপেট্রা
উত্তর: D
🟌প্রশ্ন:৬
রানি দুর্গাবতী ছিলেন—
(a) চালুক্য রাজকন্যা
(b) পল্লব রাজকন্যা
(c) চোল রাজকন্যা
(d) চান্দেল্ল রাজকন্যা
উত্তর: D
🟌প্রশ্ন:৭
মিশরের প্রথম কর্তৃত্বশালী মহিলা হলেন—
(a) আখেনাতেন
(b) ক্লিওপেট্রা
(c) দুর্গাবতী
(d) রাজিয়া
উত্তর: B
🟌প্রশ্ন:৮
রানি দুর্গাবতীর সময়ে মােগল সম্রাট ছিলেন—
(a) আকবর
(b) জাহাঙ্গির
(c) শাহজাহান
(d) বাবর
উত্তর: A
🟌প্রশ্ন:৯
ক্লিওপেট্রা কীভাবে আত্মহত্যা করেন ?
(a) বিষ পান করে
(b) সর্পাঘাতে
(c) তরবারির আঘাতে
(d) আগুনে ঝাঁপ দিয়ে
উত্তর: B
🟌প্রশ্ন:১০
মিশরে ধর্মবিপ্লব ঘটিয়েছিলেন—
(a) খুফু
(b) নেফারতিতি
(c) ক্লিওপেট্রা
(d) আখেনাতেন
উত্তর: D
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৫ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৭ [NEXT]

Comments
Post a Comment