নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সামাজিক ঘটনাস্রোত
🟌প্রশ্ন:১
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ?
(a) দ্বিতীয় থুতমােসকে
(b) তৃতীয় থুতমোসকে
(c) প্রথম থুতমোসকে
(d) চতুর্থ থুতমােসকে
উত্তর: B
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
🟌প্রশ্ন:২
‘অ্যান্টনি ক্লিওপেট্রা’ নাটকটি রচনা করেছেন—
(a) শেকসপিয়র
(b) বার্নার্ড শ
(c) হেনরি হ্যাগার্ড
(d) ড্যানিয়েল
উত্তর: A
🟌প্রশ্ন:৩
‘মিশরের লজ্জা’ নামে পরিচিত ছিলেন—
(a) নেফারতিতি
(b) ক্লিওপেট্রা
(c) চতুর্দশ টলেমি
(d) মার্ক অ্যান্টনি
উত্তর: B
🟌প্রশ্ন:৪
রানি দুর্গাবতীর পুত্রের নাম ছিল—
(a) মাহােবা
(b) দলপৎ শাহ
(c) বীরনারায়ণ
(d) সংগ্রাম শাহ
উত্তর: C
🟌প্রশ্ন:৫
মিশরের সর্বশেষ ফ্যারাও ছিলেন—
(a) নেফারতিতি
(b) টুটেনখামেন
(c) ত্রয়ােদশ টলেমি
(d) সপ্তম ক্লিওপেট্রা
উত্তর: D
🟌প্রশ্ন:৬
রানি দুর্গাবতী ছিলেন—
(a) চালুক্য রাজকন্যা
(b) পল্লব রাজকন্যা
(c) চোল রাজকন্যা
(d) চান্দেল্ল রাজকন্যা
উত্তর: D
🟌প্রশ্ন:৭
মিশরের প্রথম কর্তৃত্বশালী মহিলা হলেন—
(a) আখেনাতেন
(b) ক্লিওপেট্রা
(c) দুর্গাবতী
(d) রাজিয়া
উত্তর: B
🟌প্রশ্ন:৮
রানি দুর্গাবতীর সময়ে মােগল সম্রাট ছিলেন—
(a) আকবর
(b) জাহাঙ্গির
(c) শাহজাহান
(d) বাবর
উত্তর: A
🟌প্রশ্ন:৯
ক্লিওপেট্রা কীভাবে আত্মহত্যা করেন ?
(a) বিষ পান করে
(b) সর্পাঘাতে
(c) তরবারির আঘাতে
(d) আগুনে ঝাঁপ দিয়ে
উত্তর: B
🟌প্রশ্ন:১০
মিশরে ধর্মবিপ্লব ঘটিয়েছিলেন—
(a) খুফু
(b) নেফারতিতি
(c) ক্লিওপেট্রা
(d) আখেনাতেন
উত্তর: D
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৫ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৭ [NEXT]
Comments
Post a Comment