প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
✵প্রশ্ন:১
সম্রাট শার্লাম্যানকে অভিষিক্ত করেন—
সম্রাট শার্লাম্যানকে অভিষিক্ত করেন—
(a) পােপ হার্ডিয়ান
(b) পােপ তৃতীয় লিও
(c) পােপ সপ্তম গ্রেগরি
(d) পােপ তৃতীয় ক্লিমেন্ট
উত্তর: B
✵প্রশ্ন:২
ইউরােপে পােপতন্ত্র ও রাজতন্ত্রের মধ্যে বিবাদের সূচনা হয় যে শতক থেকে, তা হল—
(a) সপ্তম
(b) অষ্টম
(c) নবম
(d) একাদশ
উত্তর: D
✵প্রশ্ন:৩
ক্যারােলিঞ্জীয় বংশের যে রাজার পুত্র ছিলেন শার্লামেন, তিনি হলেন—
(a) ক্লাভিস
(b) কার্লোমান
(c) পিপিন
(d) চার্লস
উত্তর: C
✵প্রশ্ন:৪
‘ক্রুসেড’ কথাটির অর্থ হল—
(a) ক্রুস চিহ্ন
(b) ধর্মযুদ্ধ
(c) খ্রিস্টান যুদ্ধ
(d) ধর্মস্থান
উত্তর: B
✵প্রশ্ন:৫
শার্লামেনের জীবনী লেখেন—
(a) পল দ্য ডিকন
(b) আইনহার্ড
(c) দান্তে
(d) চসার
উত্তর: B
✵প্রশ্ন:৬
শার্লামেনের মৃত্যু ঘটে—
(a) ৮১০ খ্রিস্টাব্দে
(b) ৮১২ খ্রিস্টাব্দে
(c) ৮১৪ খ্রিস্টাব্দে
(d) ৮১৬ খ্রিস্টাব্দে
উত্তর: C
✵প্রশ্ন:৭
সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন যে রােমান সম্রাট—
(a) কনস্টানটাইন
(b) জুলিয়াস সিজার
(c) অগাস্টাস সিজার
(d) থিওজেসিয়াস
উত্তর: A
✵প্রশ্ন:৮
শার্লামেনের নেতৃত্বে যে সাম্রাজ্যের পুনর্জন্ম হয়, তা হল—
(a) রােমান সাম্রাজ্য
(b) ক্যারােলিঞ্জীয় সাম্রাজ্য
(c) পোপের সাম্রাজ্য
(d) ম্যাসিডোনীয় সাম্রাজ্য
উত্তর: A
✵প্রশ্ন:৯
পােপ হ্যাড্রিয়ানাসের মৃত্যুর পর পােপের পদ লাভ করেন—
(a) তৃতীয় লিও
(b) প্রথম গ্রেগারি
(c) প্রথম লিও
(d) তৃতীয় ইনোসেন্ট
উত্তর: A
✵প্রশ্ন:১০
শার্লামেন জাতিতে ছিলেন—
(a) রােমান
(b) ফ্রাঙ্ক
(c) মুসলিম
(d) ইহুদি
উত্তর: B

Comments
Post a Comment