নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
✵প্রশ্ন:১
সম্রাট শার্লাম্যানকে অভিষিক্ত করেন—
সম্রাট শার্লাম্যানকে অভিষিক্ত করেন—
(a) পােপ হার্ডিয়ান
(b) পােপ তৃতীয় লিও
(c) পােপ সপ্তম গ্রেগরি
(d) পােপ তৃতীয় ক্লিমেন্ট
উত্তর: B
✵প্রশ্ন:২
ইউরােপে পােপতন্ত্র ও রাজতন্ত্রের মধ্যে বিবাদের সূচনা হয় যে শতক থেকে, তা হল—
(a) সপ্তম
(b) অষ্টম
(c) নবম
(d) একাদশ
উত্তর: D
✵প্রশ্ন:৩
ক্যারােলিঞ্জীয় বংশের যে রাজার পুত্র ছিলেন শার্লামেন, তিনি হলেন—
(a) ক্লাভিস
(b) কার্লোমান
(c) পিপিন
(d) চার্লস
উত্তর: C
✵প্রশ্ন:৪
‘ক্রুসেড’ কথাটির অর্থ হল—
(a) ক্রুস চিহ্ন
(b) ধর্মযুদ্ধ
(c) খ্রিস্টান যুদ্ধ
(d) ধর্মস্থান
উত্তর: B
✵প্রশ্ন:৫
শার্লামেনের জীবনী লেখেন—
(a) পল দ্য ডিকন
(b) আইনহার্ড
(c) দান্তে
(d) চসার
উত্তর: B
✵প্রশ্ন:৬
শার্লামেনের মৃত্যু ঘটে—
(a) ৮১০ খ্রিস্টাব্দে
(b) ৮১২ খ্রিস্টাব্দে
(c) ৮১৪ খ্রিস্টাব্দে
(d) ৮১৬ খ্রিস্টাব্দে
উত্তর: C
✵প্রশ্ন:৭
সর্বপ্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন যে রােমান সম্রাট—
(a) কনস্টানটাইন
(b) জুলিয়াস সিজার
(c) অগাস্টাস সিজার
(d) থিওজেসিয়াস
উত্তর: A
✵প্রশ্ন:৮
শার্লামেনের নেতৃত্বে যে সাম্রাজ্যের পুনর্জন্ম হয়, তা হল—
(a) রােমান সাম্রাজ্য
(b) ক্যারােলিঞ্জীয় সাম্রাজ্য
(c) পোপের সাম্রাজ্য
(d) ম্যাসিডোনীয় সাম্রাজ্য
উত্তর: A
✵প্রশ্ন:৯
পােপ হ্যাড্রিয়ানাসের মৃত্যুর পর পােপের পদ লাভ করেন—
(a) তৃতীয় লিও
(b) প্রথম গ্রেগারি
(c) প্রথম লিও
(d) তৃতীয় ইনোসেন্ট
উত্তর: A
✵প্রশ্ন:১০
শার্লামেন জাতিতে ছিলেন—
(a) রােমান
(b) ফ্রাঙ্ক
(c) মুসলিম
(d) ইহুদি
উত্তর: B
Comments
Post a Comment