Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৮

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশের কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ? উত্তর:  রাইবােজোমকে। প্রশ্ন:২ ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল থাকে ? উত্তর:  গ্রানায়। প্রশ্ন:৩ কোশে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কী বলে ? উত্তর:  হেটারােক্যারিয়ন বলে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৭

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমােজোমগুলি বেমের বিষুব অঞলে অবস্থান করে ? উত্তর:  মেটাফেজ দশায়। প্রশ্ন:২ কোন্ উপদশায় ক্রোমােজোমগুলি ‘বােকে’ আকৃতি ধারণ করে ? উত্তর:  প্রথম প্রফেজের লেপ্টোটিন উপদশায়। প্রশ্ন:৩ কোশ বিভাজনের কোন্ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং কোন্ দশায় তা ফিরে আসে ? উত্তর:  অন্তিম প্রফেজ দশায় নিউক্লিওলাস বিলুপ্ত হয় এবং টেলােফেজ দশায় নিউক্লিওলাস পুনরায় ফিরে আসে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৬

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশের কোথায় প্রােটিন সংশ্লেষ হয় ? উত্তর:  রাইবােজোমে। প্রশ্ন:২ কোন্ উদ্ভিদকোশ খালি চোখে দেখা যায় ? উত্তর:  অ্যাসিটাবুলেরিয়া (Acetabularia)। প্রশ্ন:৩ কোশপর্দার তরল মােজাইক মডেল কে আবিষ্কার করেন ? উত্তর:  সিঙ্গার ও নিকলসন।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৫

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ DNA-র আণবিক গঠনের মডেলকে কী বলে ? উত্তর:  ডাবল হেলিক্স মডেল। প্রশ্ন:২ একটি যৌগিক ফ্যাটের উদাহরণ দাও। উত্তর:  ফসফোলিপিড। প্রশ্ন:৩ DNA-র তিনটি হাইড্রোজেন বন্ড কোথায় থাকে ? উত্তর:  গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোন্ কোশে একাধিক নিউক্লিয়াস থাকে এবং কোন্ কোশে মােটেই থাকে না ? উত্তর:  ওপালিনা, রাইজোপাস-এ একাধিক নিউক্লিয়াস থাকে। মানুষের পরিণত RBC-তে নিউক্লিয়াস থাকে না। প্রশ্ন:২ সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ? উত্তর:  ক্রোমােজোমে। প্রশ্ন:৩ সাইটোপ্লাজমে দলবদ্ধ রাইবােজোম, এটিকে এক কথায় কী বলা হয় ? উত্তর:  পলিরাইবােজোম।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ স্টার্চ ও সেলুলােজের সম্পূর্ণ হাইড্রোলাইসিস হলে কী কী উৎপন্ন হয় ? উত্তর:  α-গ্লুকোজ, β-গ্লুকোজ। প্রশ্ন:২ DNA-র দ্বিতন্ত্রী মডেল কোন্ বিজ্ঞানীদ্বয়ের আবিষ্কার ? উত্তর:  বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। প্রশ্ন:৩ নন্-জেনেটিক RNA কতপ্রকারের হয় ? উত্তর:  তিন প্রকার, যথা— mRNA, tRNA, rRNA।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-২

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশপ্রাচীরের তিনটি স্তর কী কী ? উত্তর:  মধ্য ল্যামেলা, মুখ্য প্রাচীর ও গৌণ প্রাচীর। প্রশ্ন:২ কোন্ প্লাস্টিড উদ্ভিদের বর্ণগঠনে অংশ নেয় ? উত্তর:  ক্রোমােপ্লাস্টিড। প্রশ্ন:৩ মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন ? উত্তর:  বেন্ডা (1897)।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মূত্রে সুগার (গ্লুকোজ) আছে তা কোন্ পরীক্ষার দ্বারা জানা সম্ভব ? উত্তর:  বেনেডিক্ট টেস্ট। প্রশ্ন:২ সুক্রোজের হাইড্রোলিসিস ঘটালে কী কী উৎপন্ন হবে ? উত্তর:  গ্লুকোজ ও ফ্রুক্টোজ। প্রশ্ন:৩ দুটি হাইড্রক্সি অ্যামাইনাে অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর:  খ্রিওনিন, হাইড্রক্সিপ্রোলিন।

[WBCS Special MCQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ‘মিয়ােসিস’ শব্দটির প্রবক্তা কে ? (a) স্লেইডন ও সােয়ান (b) ফারমার ও মরু (c) ফ্লেমিং ও ভিরচাউ (d) কোনোটিই নয় উত্তর: B প্রশ্ন:২ বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হল— (a) মাইক্রোটিবিউলিন (b) ম্যাক্রোটিবিউলিন (c) টিবিউলিন (d) ওপরের সবকটি উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ নীচের কোনটি অসত্য ম্যাচিং ? (a) সিন্থেসিস বিক্রিয়া—অ্যানাবলিজম  (b) ডি অ্যামাইনেশন বিক্রিয়া—ক্যাটাবলিজম (c) হাইড্রোলাইসিস—অ্যানাবলিজম (d) নিরুদন বিক্রিয়া—সংশ্লেষ বিক্রিয়া উত্তর: C প্রশ্ন:২ কোলেস্টেরল নীচের কোন্ গ্রুপের অন্তর্গত ? (a) স্টেরয়েড (b) ফসফোলিপিড (c) নিউট্রাল ফ্যাট (d) মােম উত্তর: A