নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
‘মিয়ােসিস’ শব্দটির প্রবক্তা কে ?
(a) স্লেইডন ও সােয়ান
(b) ফারমার ও মরু
(c) ফ্লেমিং ও ভিরচাউ
(d) কোনোটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হল—
(a) মাইক্রোটিবিউলিন
(b) ম্যাক্রোটিবিউলিন
(c) টিবিউলিন
(d) ওপরের সবকটি
উত্তর: C
প্রশ্ন:৩
মাইটোসিসের সময় কোনটির অবলুপ্তি ঘটে ?
(a) প্লাজমাপর্দা
(b) প্লাস্টিড
(c) মাইটোকন্ড্রিয়া
(d) নিউক্লিয় পর্দা
উত্তর: D
প্রশ্ন:৪
প্রােমেটাফেজ দশায় ক্রোমােজোমগুলির সাইটোপ্লাজমীয় কেন্দ্রে সজ্জিত হওয়ার পদ্ধতিকে কী বলে ?
(a) ক্যারিওকাইনেসিস
(b) মেটাকাইনেসিস
(c) সাইটোকাইনেসিস
(d) ইন্টারকাইনেসিস
উত্তর: B
প্রশ্ন:৫
মানুষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ডিপ্লোটিন উপদশা দেখা যায় কোনটিতে ?
(a) শুক্রাণু উৎপাদনকালে
(b) ডিম্বাণু উৎপাদনকালে
(c) দেহকোশ বিভাজনকালে
(d) ওপরের সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৬
প্যাকাইটিন উপদশায় কোনটি সম্পন্ন হয় ?
(a) সাইন্যাপসিস ও ক্রসিংওভার
(b) সাইন্যাপসিস ও রিকম্বিনেশন
(c) ক্রসিংওভার ও মিউটেশন
(d) ক্রসিংওভার ও রিকম্বিনেশন
উত্তর: D
প্রশ্ন:৭
ক্রসিংওভার সম্পন্ন হয় কোনটিতে ?
(a) দুটি সমসংস্থ ক্রোমােজোমে
(b) দুটি অসমসংস্থ ক্রোমােজোমে
(c) a ও b উভয়ক্ষেত্রে
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
‘মাইটোসিস’ শব্দটির প্রবক্তা কে ?
(a) স্লেইডন
(b) সােয়ান
(c) ফ্লেমিং
(d) ভিরচাউ
উত্তর: C
প্রশ্ন:৯
কতবার মিয়ােসিস বিভাজনে 160 টি পরাগরেণুর সৃষ্টি হয় ?
(a) 20
(b) 40
(c) 60
(d) 80
উত্তর: B
প্রশ্ন:১০
কায়াজমা সৃষ্টি হয় হােমােলাগাস ক্রোমাজমদ্বয়ের—
(a) সিস্টার ক্রোমাটিডদ্বয়ে
(b) ননসিস্টার ক্রোমাটিডদ্বয়ে
(c) একটি সিস্টার ও একটি ননসিস্টার ক্রোমাটিডদ্বয়ে
(d) সবকটিই ঠিক
উত্তর: B
Comments
Post a Comment