বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
মূত্রে সুগার (গ্লুকোজ) আছে তা কোন্ পরীক্ষার দ্বারা জানা সম্ভব ?
উত্তর:
বেনেডিক্ট টেস্ট।
প্রশ্ন:২
সুক্রোজের হাইড্রোলিসিস ঘটালে কী কী উৎপন্ন হবে ?
উত্তর:
গ্লুকোজ ও ফ্রুক্টোজ।
প্রশ্ন:৩
দুটি হাইড্রক্সি অ্যামাইনাে অ্যাসিডের উদাহরণ দাও।
উত্তর:
খ্রিওনিন, হাইড্রক্সিপ্রোলিন।
প্রশ্ন:৪
সকল প্রকার অ্যামাইনাে অ্যাসিডে থাকে এমন দুটি রাসায়নিক গ্রুপ কী কী ?
উত্তর:
–NH2 গ্রুপ ও –COOH গ্রুপ।
প্রশ্ন:৫
এনার্জি কারেন্সি কাকে বলে ?
উত্তর:
ATP-কে।
প্রশ্ন:৬
β-লিংকেজযুক্ত একটি ডাইস্যাকারাইডের উদাহরণ দাও।
উত্তর:
ল্যাক্টোজ।
প্রশ্ন:৭
দুটি পেন্টোজ শর্করার উদাহরণ দাও যারা বংশগত উপাদানের অংশ।
উত্তর:
রাইবোজ ও ডিঅক্সিরাইবােজ।
প্রশ্ন:৮
নিউক্লিওটাইডের উপাদানগুলি কী কী ?
উত্তর:
নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফোরিক অ্যাসিড।
প্রশ্ন:৯
ল্যাক্টোজের একক দুটি কী কী ?
উত্তর:
গ্লুকোজ ও গ্যালাকটোজ।
প্রশ্ন:১০
নিউট্রাল ফ্যাটকে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে বিশ্লিষ্ট করার জন্য কত অণু জলের অণুর প্রয়োজন ?
উত্তর:
3 অণু।
✷✷✷
⚡কোশের গঠন এবং কাজ, সেট ২[NEXT]
✷✷✷

Comments
Post a Comment