নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
DNA-র আণবিক গঠনের মডেলকে কী বলে ?
উত্তর:
ডাবল হেলিক্স মডেল।
প্রশ্ন:২
একটি যৌগিক ফ্যাটের উদাহরণ দাও।
উত্তর:
ফসফোলিপিড।
প্রশ্ন:৩
DNA-র তিনটি হাইড্রোজেন বন্ড কোথায় থাকে ?
উত্তর:
গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে।
প্রশ্ন:৪
t-RNA-র আণবিক ওজন কত ?
উত্তর:
23,000-28,000 ডালটন।
প্রশ্ন:৫
কোন্ প্রােটিন রক্তে O2 পরিবহণ করে ?
উত্তর:
হিমােগ্লোবিন।
প্রশ্ন:৬
একটি স্টেরয়েড ফ্যাটের উদাহরণ দাও।
উত্তর:
কোলেস্টেরল।
প্রশ্ন:৭
RNA-তে ক-টি তন্ত্রী থাকে ?
উত্তর:
একটি তন্ত্রী (Single helix)।
প্রশ্ন:৮
কোশে প্রােটিন সংশ্লেষের r-RNA টি কোথায় থাকে ?
উত্তর:
রাইবােজোমে থাকে।
প্রশ্ন:৯
RNA-তে কোন্ নাইট্রোজেন বেস থাকে না, পরিবর্তে কী থাকে ?
উত্তর:
RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।
প্রশ্ন:১০
উদ্ভিদ কলায় শ্বেতসারের উপস্থিতি কোন্ টেস্ট করে জানা যায় ?
উত্তর:
আয়ােডিন টেস্ট।
Comments
Post a Comment