পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
DNA-র আণবিক গঠনের মডেলকে কী বলে ?
উত্তর:
ডাবল হেলিক্স মডেল।
প্রশ্ন:২
একটি যৌগিক ফ্যাটের উদাহরণ দাও।
উত্তর:
ফসফোলিপিড।
প্রশ্ন:৩
DNA-র তিনটি হাইড্রোজেন বন্ড কোথায় থাকে ?
উত্তর:
গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে।
প্রশ্ন:৪
t-RNA-র আণবিক ওজন কত ?
উত্তর:
23,000-28,000 ডালটন।
প্রশ্ন:৫
কোন্ প্রােটিন রক্তে O2 পরিবহণ করে ?
উত্তর:
হিমােগ্লোবিন।
প্রশ্ন:৬
একটি স্টেরয়েড ফ্যাটের উদাহরণ দাও।
উত্তর:
কোলেস্টেরল।
প্রশ্ন:৭
RNA-তে ক-টি তন্ত্রী থাকে ?
উত্তর:
একটি তন্ত্রী (Single helix)।
প্রশ্ন:৮
কোশে প্রােটিন সংশ্লেষের r-RNA টি কোথায় থাকে ?
উত্তর:
রাইবােজোমে থাকে।
প্রশ্ন:৯
RNA-তে কোন্ নাইট্রোজেন বেস থাকে না, পরিবর্তে কী থাকে ?
উত্তর:
RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।
প্রশ্ন:১০
উদ্ভিদ কলায় শ্বেতসারের উপস্থিতি কোন্ টেস্ট করে জানা যায় ?
উত্তর:
আয়ােডিন টেস্ট।

Comments
Post a Comment