পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোশের কোথায় প্রােটিন সংশ্লেষ হয় ?
উত্তর:
রাইবােজোমে।
প্রশ্ন:২
কোন্ উদ্ভিদকোশ খালি চোখে দেখা যায় ?
উত্তর:
অ্যাসিটাবুলেরিয়া (Acetabularia)।
প্রশ্ন:৩
কোশপর্দার তরল মােজাইক মডেল কে আবিষ্কার করেন ?
উত্তর:
সিঙ্গার ও নিকলসন।
প্রশ্ন:৪
কীসের সাহায্যে দুটি উদ্ভিদ কোশের মধ্যে সংযােগ সাধিত হয় ?
উত্তর:
প্লাজমােডেসমাটার সাহায্যে।
প্রশ্ন:৫
সালােকসংশ্লেষের আলােক বিক্রিয়া কোথায় সম্পন্ন হয় ?
উত্তর:
ক্লোরােপ্লাস্টের গ্রানা অঞ্চলে।
প্রশ্ন:৬
কীসের সাহায্যে দুটি প্রাণীকোশের মধ্যে সংযােগ সাধিত হয় ?
উত্তর:
ডেসমােজোম-এর সাহায্যে।
প্রশ্ন:৭
ক্লোরােপ্লাস্টের কোন্ অংশে সূর্যালােক শােষিত হয় ?
উত্তর:
কোয়ান্টাজোম অংশে।
প্রশ্ন:৮
মানবদেহের সবচেয়ে বড়াে কোশ কোনটি ?
উত্তর:
নিউরােন।
প্রশ্ন:৯
সবচেয়ে ছােটো কোশের নাম কী ?
উত্তর:
মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (Mycoplasma gallisepticum)।
প্রশ্ন:১০
এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম কে নামকরণ করেন ?
উত্তর:
পাের্টার (1945)।

Comments
Post a Comment