বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
স্টার্চ ও সেলুলােজের সম্পূর্ণ হাইড্রোলাইসিস হলে কী কী উৎপন্ন হয় ?
উত্তর:
α-গ্লুকোজ, β-গ্লুকোজ।
প্রশ্ন:২
DNA-র দ্বিতন্ত্রী মডেল কোন্ বিজ্ঞানীদ্বয়ের আবিষ্কার ?
উত্তর:
বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক।
প্রশ্ন:৩
নন্-জেনেটিক RNA কতপ্রকারের হয় ?
উত্তর:
তিন প্রকার, যথা— mRNA, tRNA, rRNA।
প্রশ্ন:৪
কোন্ উপাদান কেবল প্রােটিনে থাকে কিন্তু কার্বোহাইড্রেট ও লিপিডে থাকে ?
উত্তর:
নাইট্রোজেন।
প্রশ্ন:৫
অনেকগুলি পেপটাইড বন্ড পরস্পর যুক্ত হয়ে যে প্রােটিন গঠন হয় তাকে কী বলে ?
উত্তর:
চতুর্মাত্রিক গঠন।
প্রশ্ন:৬
প্রােটিনের α-হেলিক্স-এর বন্ড কী ?
উত্তর:
হাইড্রোজেন।
প্রশ্ন:৭
উৎসেচক প্রধানত কোন ধর্মী হয় ?
উত্তর:
প্রােটিনধর্মী।
প্রশ্ন:৮
ছত্রাকের প্রাচীরে ও সন্ধিপদ প্রাণীদের বহিঃকঙ্কালে কোন পলিস্যাকারাইড থাকে ?
উত্তর:
কাইটিন।
প্রশ্ন:৯
ক্রোমােজোমের ক্ষারীয় প্রােটিন কোনটি ?
উত্তর:
হিস্টোন।
প্রশ্ন:১০
কোশের কোন্ অংশে DNA থাকে ?
উত্তর:
ক্রোমােজোমে।

Comments
Post a Comment