পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোশের কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ?
উত্তর:
রাইবােজোমকে।
প্রশ্ন:২
ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল থাকে ?
উত্তর:
গ্রানায়।
প্রশ্ন:৩
কোশে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কী বলে ?
উত্তর:
হেটারােক্যারিয়ন বলে।
প্রশ্ন:৪
লাইসােজোম কর্তৃক কোশ-অঙ্গাণু পাচিত হওয়াকে কী বলে ?
উত্তর:
অটোলাইসিস বলে।
প্রশ্ন:৫
উদ্ভিদের কোন্ প্লাস্টিডে স্নেহদ্রব্য সঞ্চিত থাকে ?
উত্তর:
এলাইওপ্লাস্টে।
প্রশ্ন:৬
কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ?
উত্তর:
রাইবােজোমকে।
প্রশ্ন:৭
সেন্ট্রিওলে ক-টি অণুনালিকা থাকে ?
উত্তর:
9 টি ত্রয়ী অণুনালিকা থাকে।
প্রশ্ন:৮
রেচন গহুর কোথায় থাকে ?
উত্তর:
এককোশী প্রাণীদের দেহে থাকে।
প্রশ্ন:৯
ক্রোমােজোমের যে অংশ সক্রিয় জিন ধারণ করে তাকে কী বলে ?
উত্তর:
ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:১০
তারকাকার ক্লোরােপ্লাস্ট কোথায় পাওয়া যায় ?
উত্তর:
জিগনেমা নামক শৈবালে।

Comments
Post a Comment