বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোশের কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ?
উত্তর:
রাইবােজোমকে।
প্রশ্ন:২
ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল থাকে ?
উত্তর:
গ্রানায়।
প্রশ্ন:৩
কোশে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কী বলে ?
উত্তর:
হেটারােক্যারিয়ন বলে।
প্রশ্ন:৪
লাইসােজোম কর্তৃক কোশ-অঙ্গাণু পাচিত হওয়াকে কী বলে ?
উত্তর:
অটোলাইসিস বলে।
প্রশ্ন:৫
উদ্ভিদের কোন্ প্লাস্টিডে স্নেহদ্রব্য সঞ্চিত থাকে ?
উত্তর:
এলাইওপ্লাস্টে।
প্রশ্ন:৬
কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ?
উত্তর:
রাইবােজোমকে।
প্রশ্ন:৭
সেন্ট্রিওলে ক-টি অণুনালিকা থাকে ?
উত্তর:
9 টি ত্রয়ী অণুনালিকা থাকে।
প্রশ্ন:৮
রেচন গহুর কোথায় থাকে ?
উত্তর:
এককোশী প্রাণীদের দেহে থাকে।
প্রশ্ন:৯
ক্রোমােজোমের যে অংশ সক্রিয় জিন ধারণ করে তাকে কী বলে ?
উত্তর:
ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:১০
তারকাকার ক্লোরােপ্লাস্ট কোথায় পাওয়া যায় ?
উত্তর:
জিগনেমা নামক শৈবালে।

Comments
Post a Comment