ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
নীচের কোনটি অসত্য ম্যাচিং ?
(a) সিন্থেসিস বিক্রিয়া—অ্যানাবলিজম
(b) ডি অ্যামাইনেশন বিক্রিয়া—ক্যাটাবলিজম
(c) হাইড্রোলাইসিস—অ্যানাবলিজম
(d) নিরুদন বিক্রিয়া—সংশ্লেষ বিক্রিয়া
উত্তর: C
প্রশ্ন:২
কোলেস্টেরল নীচের কোন্ গ্রুপের অন্তর্গত ?
(a) স্টেরয়েড
(b) ফসফোলিপিড
(c) নিউট্রাল ফ্যাট
(d) মােম
উত্তর: A
প্রশ্ন:৩
কোন্ প্রকার মনোমার দিয়ে পলিস্যাকারাইড গঠিত ?
(a) সরল শর্করা
(b) অ্যামাইনাে অ্যাসিড
(c) নিউক্লিওটাইড
(d) ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
উত্তর: A
প্রশ্ন:৪
নীচের কোন্ উপাদানটি পতঙ্গদের বহিঃকঙ্কালে থাকে ?
(a) কাইটিন
(b) গ্লাইকোজেন
(c) সেলুলােজ
(d) স্টার্চ
উত্তর: A
প্রশ্ন:৫
প্রােটিনের চতুর্মাত্রিক গঠনের জন্য অবশ্যই দরকার—
(a) দুই বা তার বেশি পলিপেপটাইড উপএকক
(b) চারটি পলিপেপটাইড উপএকক
(c) চারটি ডােমেন
(d) অসংখ্য পর্যায়ক্রমিক কনফরমেশনাল স্টেট
উত্তর: A
প্রশ্ন:৬
শক্তি সঞ্চয়ের জন্য যকৃতে কোন কার্বোহাইড্রেট থাকে ?
(a) গ্লুকোজ
(b) গ্লাইকোজেন
(c) শ্বেতসার
(d) গ্লিসারল
উত্তর: B
প্রশ্ন:৭
লিপিডের সরল উপাদান হল—
(a) অ্যামাইনাে অ্যাসিড
(b) গ্লুকোজ
(c) ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
(d) নিউক্লিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ অণুতে শক্তি সঞ্চিত থাকে ?
(a) RNA
(b) ADP
(c) ATP
(d) DNA
উত্তর: C
প্রশ্ন:৯
উদ্ভিদের কোশপ্রাচীরে কোন্ কার্বোহাইড্রেট থাকে ?
(a) শ্বেতসার
(b) কাইটিন
(c) সেলুলােজ
(d) গ্লাইকোজেন
উত্তর: C
প্রশ্ন:১০
অ্যামাইনাে অ্যাসিড নির্মাণ করে—
(a) কার্বোহাইড্রেট
(b) প্রােটিন
(c) ফ্যাট
(d) নিউক্লিক অ্যাসিড
উত্তর: B

Comments
Post a Comment