পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
কোশপ্রাচীরের তিনটি স্তর কী কী ?
উত্তর:
মধ্য ল্যামেলা, মুখ্য প্রাচীর ও গৌণ প্রাচীর।
প্রশ্ন:২
কোন্ প্লাস্টিড উদ্ভিদের বর্ণগঠনে অংশ নেয় ?
উত্তর:
ক্রোমােপ্লাস্টিড।
প্রশ্ন:৩
মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন ?
উত্তর:
বেন্ডা (1897)।
প্রশ্ন:৪
কোন্ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে ?
উত্তর:
লাইসােজোমকে।
প্রশ্ন:৫
মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দার বৃন্তযুক্ত দানা, এটিকে এক কথায় কী বলা হয় ?
উত্তর:
অক্সিজোম।
প্রশ্ন:৬
কোন্ অঙ্গাণু অ্যাক্রোজোম গঠনে অংশ নেয় ?
উত্তর:
GB.
প্রশ্ন:৭
কোন্ অঙ্গাণুকে কোশের শক্তিঘর বলে ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়াকে।
প্রশ্ন:৮
কোন্ উদ্ভিদকোশে নিউক্লিয়াস থাকে না ?
উত্তর:
সীভনলে।
প্রশ্ন:৯
PLP বলতে কী বােঝাে ?
উত্তর:
প্রােটিন—লিপিড—প্রােটিন নির্মিত কোশপর্দার ত্রিস্তরীয় গঠন।
প্রশ্ন:১০
কোশের মধ্যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ?
উত্তর:
রবার্ট ব্রাউন।

Comments
Post a Comment