Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ খুব বেশি খাদ্য গ্রহণের পরে কী তােমার পাকস্থলীতে রুগি (প্রবর্দ্ধক) (Rugae) থাকবে ? উত্তর:  সম্ভবত নয়, কারণ পাকস্থলীতে পরিপূর্ণ হলে তারা ছড়িয়ে যায়। প্রশ্ন:২ পৌষ্টিকতন্ত্রের দুটি অঙ্গের নাম লেখাে যা বেশিরভাগ তরল ক্ষরিত করে। উত্তর:  পাকস্থলী ও অগ্ন্যাশয়। প্রশ্ন:৩ ক্ষুদ্রান্ত্রের কোন্ অংশটি দীর্ঘতম ? উত্তর:  ইলিয়াম।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে। উত্তর:  স্নায়ুপ্রান্তসমূহ। প্রশ্ন:২ মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ? উত্তর:  12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে। প্রশ্ন:৩ কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ? উত্তর:  স্নায়ুসমূহ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ? উত্তর:  সমস্ত উৎসেচকই প্রােটিন। প্রশ্ন:২ বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ? উত্তর:  যেহেতু হৃৎপিণ্ডের দুই তৃতীয়াংশ মধ্যরেখার বাম দিক বরাবর অবস্থিত, তাই হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়ার জন্য বাম ফুসফুস সামান্য খাঁজ কাটা থাকে। প্রশ্ন:৩ কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ? উত্তর:  ভ্যাসােডাইলেশন (vasodilation), হ্রাসপ্রাপ্ত বিপাকীয় হার, হ্রাসপ্রাপ্ত কঙ্কাল পেশির সংকোচন এবং ঘর্ম নিঃসরণ।

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা, সেট-৪১

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ মাঝারি ধরনের পেশি ক্রিয়া, যেমন—ভার উত্তোলন, বারংবার করলে নিম্নলিখিত ফল দেখা যেতে পারে— (a) স্নায়ুর ক্ষয় (b) খামখেয়ালিপনা (c) পেশির হাইপারট্রফি (d) দেহের অবক্ষয় উত্তর: C প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের জন্য সরাসরি শক্তির উৎস ? (a) ATP (b) ক্রিয়েটিন ফসফেট (c) ল্যাকটিক অ্যাসিড (d) a ও b উভয় উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৪০

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ বৃক্কে পাথর তৈরি হওয়ার কারণ হল— (a) প্রােটিনের অধঃক্ষেপণ (b) বালির কণার অধঃক্ষেপণ (c) ফ্যাটের অবরুদ্ধ অবস্থা (d) অক্সালেটের কেলাসন (কেলাস গঠন) উত্তর: D প্রশ্ন:২ কোনটি ভুল ? (a) গ্লাইকোসুরিয়া—মূত্রে গ্লুকোজ থাকলে (b) অ্যালবুমিনিউরিয়া—মূত্রে অ্যালবুমিন থাকলে (c) কিটোনিউরিয়া—মূত্রে কিটোন বডি থাকলে (d) ইউরেমিয়া—মূত্রে ইউরিয়া থাকলে উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৯

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি ব্যাঙাচির রূপান্তরে/মেটামরফোসিসে প্রয়ােজন— (a) অ্যাড্রিনাল (b) থাইরয়েড (c) পিটুইটারি (d) থাইমাস উত্তর: B প্রশ্ন:২ কোন্ রােগটিকে বাধা দেওয়ার জন্য কোনাে কোনাে অঞ্চলে খাবার লবণের সঙ্গে আয়ােডিন মেশানাে হয়— (a) রিকেট (b) গয়টার (c) অ্যাক্রোমেগালি (d) স্কার্ভি উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৮

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ রেনিন (Renin) উৎপন্ন হয়— (a) প্লিহা থেকে (b) যকৃৎ থেকে (c) জাক্সটাগ্লোমেরুলার কোশ থেকে (d) পাকস্থলী থেকে উত্তর: C প্রশ্ন:২ পিটুইটারির মধ্যবর্তী লােব থেকে নিঃসৃত হরমােন— (a) অক্সিটোসিন (b) ইন্টেরমেডিন (c) FSH (d) ভেসােপ্রেসিন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৭

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ গ্লুকোজের পুনঃশোষণ ঘটে— (a) সংগ্রাহকনালিকায় (b) নিকটবর্তী সংবর্তনালিকায় (c) দূরবর্তী সংবর্তনালিকায় (d) হেনলির লুপে উত্তর: B প্রশ্ন:২ শীত এবং বর্ষা ঋতুতে অধিক মূত্র নির্গত/রেচিত হয় কেন ? (a) বৃক্কের সক্রিয়তা বাড়ে (b) ADH-এর ক্ষরণ বেড়ে যায় (c) নেফ্রন দ্বারা জলের কম পুনঃশােষণ (d) কম ঘর্মক্ষরণ উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৬

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ অগ্ন্যাশয়ের α-কোশগুলিকে বিনষ্ট করলে, যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে সেটি হল— (a) গ্লাইকোজেনােলাইসিস (b) প্রােটিওলাইসিস (c) গ্লাইকোজেনেসিস (d) সাইটোলাইসিস উত্তর: A প্রশ্ন:২ রক্তশর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমােন হল— (a) কর্টিসন (b) কর্টিসল (c) H-ডিহাইড্রোক্সিকর্টিকোস্টেরন (d) কর্টিকোস্টেরন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৫

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ বৃক্কের বহির্মুখী ধমনিকার তুলনায় অন্তর্মুখী ধমনিকাটি হল— (a) ছােটো ও প্রশস্ত (b) লম্বা ও মােটা (c) ছােটো ও সরু (d) লম্বা ও সরু উত্তর: A প্রশ্ন:২ গ্লোমেরুলাসের পরিশ্রুততে প্রধানত থাকে না— (a) NaCI (b) গ্লুকোজ (c) ক্রিয়েটিনিন (d) অ্যালবুমিন উত্তর: D