নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অগ্ন্যাশয়ের α-কোশগুলিকে বিনষ্ট করলে, যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে সেটি হল—
(a) গ্লাইকোজেনােলাইসিস
(b) প্রােটিওলাইসিস
(c) গ্লাইকোজেনেসিস
(d) সাইটোলাইসিস
উত্তর: A
প্রশ্ন:২
রক্তশর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমােন হল—
(a) কর্টিসন
(b) কর্টিসল
(c) H-ডিহাইড্রোক্সিকর্টিকোস্টেরন
(d) কর্টিকোস্টেরন
প্রশ্ন:৩
অ্যাড্রিনাল গ্রন্থিটি কোনটির সঙ্গে যুক্ত ?
(a) পাকস্থলী
(b) বৃক্ক
(c) প্লিহা
(d) অগ্ন্যাশয়
উত্তর: B
প্রশ্ন:৪
যেসব পদার্থ থেকে অ্যাড্রিনাল কর্টেক্সের হরমােনগুলি সংশ্লেষিত হয় সেগুলি হল—
(a) ট্রিপটোফ্যান
(b) টাইরােসিন
(c) কোলেস্টেরল
(d) গ্লাইকোপ্রােটিন
উত্তর: C
প্রশ্ন:৫
গ্লুকাগন আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের কোন্ কোশ থেকে ক্ষরিত হয় ?
(a) α-কোশ
(b) β-কোশ
(c) α এবং β-কোশ উভয়ই
(d) γ-কোশ
উত্তর: A
প্রশ্ন:৬
একটি মিনের্যালেকর্টিকয়েড হল—
(a) প্রােজেস্টেরন
(b) অ্যালডোস্টেরন
(c) অ্যান্ড্রোজেন
(d) টেস্টোস্টেরন
উত্তর: B
প্রশ্ন:৭
অ্যাড্রিনাল কর্টেক্স উৎপন্ন করে—
(a) এপিনেফ্রিন
(b) অ্যাড্রিনালিন
(c) অ্যালডােস্টেরন
(d) ক্যালসিটোনিন
উত্তর: C
প্রশ্ন:৮
হরমােন যা দেহে গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনােলাইসিস ঘটায়—
(a) ইনসুলিন
(b) অ্যালডােস্টেরন
(c) গ্লুকাগন
(d) ACTH
উত্তর: C
প্রশ্ন:৯
পিটুইটারির যে হরমােনটি অ্যাড্রিনাল কর্টেক্সের সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করে, সেটি হল—
(a) TSH
(b) FSH
(c) ACTH
(d) ADH
উত্তর: C
প্রশ্ন:১০
অগ্ন্যাশয় গ্রন্থির কোন্ কোশ থেকে সােমাটোস্ট্যাটিন উৎপন্ন হয়—
(a) অ্যাসিনার
(b) বিটা
(c) ডেল্টা
(d) আলফা
উত্তর: C
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৫[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৭[NEXT]
✶✶✶
Comments
Post a Comment