নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
রেনিন (Renin) উৎপন্ন হয়—
(a) প্লিহা থেকে
(b) যকৃৎ থেকে
(c) জাক্সটাগ্লোমেরুলার কোশ থেকে
(d) পাকস্থলী থেকে
উত্তর: C
প্রশ্ন:২
পিটুইটারির মধ্যবর্তী লােব থেকে নিঃসৃত হরমােন—
(a) অক্সিটোসিন
(b) ইন্টেরমেডিন
(c) FSH
(d) ভেসােপ্রেসিন
প্রশ্ন:৩
পরস্পর-বিরােধী হরমােন জোড়া কোনটি ?
(a) FSH এবং LH
(b) ইনসুলিন এবং গ্লুকাগন
(c) প্রােজেস্টেরন এবং ইস্ট্রোজেন
(d) ইনসুলিন এবং সিক্রেটিন
উত্তর: B
প্রশ্ন:৪
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত সব হরমােনগুলির রাসায়নিক প্রকৃতি হল—
(a) সব স্টেরয়েড
(b) সব প্রােটিন
(c) প্রােটিন, কার্বোহাইড্রেট ও স্টেরয়েড থেকে উৎপন্ন যৌগ
(d) কিছু স্টেরয়েড কিছু প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:৫
গ্লাইকোপ্রােটিন জাতীয় হরমােনটি হল—
(a) TSH
(b) অক্সিটোসিন
(c) ইনসুলিন
(d) রিলাক্সিন
উত্তর: A
প্রশ্ন:৬
সেলটিারসিকা হল—
(a) করােটির ছিদ্র
(b) গুরুমস্তিষ্কের গােলার্ধ দুটির সংযােগকারী প্রশস্ত তন্তুগুচ্ছ
(c) পিটুইটারির অবস্থানের জন্য করােটি অস্থির প্রকোষ্ঠ
(d) হৃৎপিণ্ডের অবস্থানের জায়গা
উত্তর: C
প্রশ্ন:৭
হাইপােফাইসিসের অপর নাম হল—
(a) পিটুইটারি
(b) থাইমাস
(c) থাইরয়েড
(d) পিনিয়াল গ্রন্থি
উত্তর: A
প্রশ্ন:৮
হরমোন হল—
(a) রেচন পদার্থ
(b) উৎসেচক
(c) রাসায়নিক দূত
(d) গ্রন্থি নিঃসৃত পদার্থ
উত্তর: C
প্রশ্ন:৯
কোন্ হরমােনটি রক্তবাহের প্রসারণ ও অক্সিজেনের ব্যবহার বৃদ্ধি এবং গ্লুকোজেনেসিস-এর জন্য দায়ী ?
(a) গ্লুকাগন
(b) ইনসুলিন
(c) ACTH
(d) অ্যাড্রিনালিন
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটির ব্যবহারের পর কার্যক্ষমতা থাকে না ?
(a) খনিজ পদার্থ
(b) হরমােন
(c) উৎসেচক
(d) সবকটিই
উত্তর: B
Comments
Post a Comment