নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বৃক্কের বহির্মুখী ধমনিকার তুলনায় অন্তর্মুখী ধমনিকাটি হল—
(a) ছােটো ও প্রশস্ত
(b) লম্বা ও মােটা
(c) ছােটো ও সরু
(d) লম্বা ও সরু
উত্তর: A
প্রশ্ন:২
গ্লোমেরুলাসের পরিশ্রুততে প্রধানত থাকে না—
(a) NaCI
(b) গ্লুকোজ
(c) ক্রিয়েটিনিন
(d) অ্যালবুমিন
প্রশ্ন:৩
হেনলির লুপের প্রধান কাজ হল—
(a) জলের শােষণ
(b) পটাশিয়ামের শােষণ
(c) শর্করার শােষণ
(d) আয়রনের ক্ষরণ
উত্তর: A
প্রশ্ন:৪
মানুষের মূত্রের গড় pH—
(a) 4.0
(b) 6.0
(c) 9.0
(d) 3.0
উত্তর: B
প্রশ্ন:৫
ম্যালপিজিয়ান করপাসল (বডি) যা নিয়ে গঠিত, তা হল—
(a) গ্লোমেরুলাস, ব্যোওম্যানের ক্যাপসুল এবং বহির্মুখী ধমনিকা দিয়ে
(b) গ্লোমেরুলাস এবং ব্যোওম্যানের ক্যাপসুল দিয়ে
(c) শুধু গ্লোমেরুলাস দিয়ে
(d) গ্লোমেরুলাস এবং বহির্মুখী ধমনিকা দিয়ে
উত্তর: B
প্রশ্ন:৬
মানুষের বৃক্কের গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ প্রায়—
(a) +80 mm Hg
(b) +75 mm Hg
(c) +25 mm Hg
(d) +50 mm Hg
উত্তর: C
প্রশ্ন:৭
হেনলির লুপ থাকে—
(a) যকৃতে
(b) ফুসফুসে
(c) নেফ্রনে
(d) মস্তিষ্কে
উত্তর: C
প্রশ্ন:৮
বৃক্কে গ্লোমেরুলাসের প্রধান কাজটি হল—
(a) মূত্রের সঞ্চয়
(b) লবণের পুনঃশােষণ
(c) রক্তকে পরিস্রাবিত করে মূত্রের উৎপাদন
(d) ওপরের সবগুলি
উত্তর: C
প্রশ্ন:৯
ডাক্ট অফ বেলিনি/বেলিনির নালি থাকে—
(a) যকৃতে
(b) মেডালা অবলংগাটাতে
(c) বৃক্কে
(d) অন্ত্রে
উত্তর: C
প্রশ্ন:১০
যে রক্তবাহ দিয়ে রক্ত ব্যোওম্যানের ক্যাপসুলের মধ্যে যায় সেটি হল—
(a) অন্তর্মুখী ধমনিকা
(b) বৃক্কীয় শিরা
(c) বহির্মুখী ধমনিকা
(d) বৃক্কীয় পাের্টাল শিরা
উত্তর: A
Comments
Post a Comment