দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে।
উত্তর:
স্নায়ুপ্রান্তসমূহ।
প্রশ্ন:২
মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ?
উত্তর:
12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে।
প্রশ্ন:৩
কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ?
উত্তর:
প্রশ্ন:৪
রেটিনার কোন্ অংশ উজ্জ্বল আলােক দর্শনে সক্ষম ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:৫
কর্ণের অস্থি স্টেপিস কোন্ দুটি অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ইনকাস এবং ককলিয়ার ডিম্বাকৃতি জানালা।
প্রশ্ন:৬
মিশ্র ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ট্রাইজেমিনাল স্নায়ু (trigeminal nerve)।
প্রশ্ন:৭
মায়েলিনযুক্ত স্নায়ুতন্তুতে কী ধরনের স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয় ?
উত্তর:
স্যালটেটরি প্রবাহ (saltatory conduction)।
প্রশ্ন:৮
দ্বিমেরু স্নায়ুকোশ মানবদেহে কোথায় অবস্থিত ?
উত্তর:
চক্ষুর রেটিনায়।
প্রশ্ন:৯
'CNS'- এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Central Nervous System।
প্রশ্ন:১০
কোনটি বিষম প্রকারের—করপাস ক্যালােসাম, প্রিমােটর অঞ্চল, জাইরি (Gyri), মােটর এন্ড প্লেট, সােমাস্থেটিক অঞ্চল, অ্যাসােসিয়েশন অঞ্চল ?
উত্তর:
মােটর এন্ড প্লেট।

Comments
Post a Comment