🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে।
উত্তর:
স্নায়ুপ্রান্তসমূহ।
প্রশ্ন:২
মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ?
উত্তর:
12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে।
প্রশ্ন:৩
কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ?
উত্তর:
প্রশ্ন:৪
রেটিনার কোন্ অংশ উজ্জ্বল আলােক দর্শনে সক্ষম ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:৫
কর্ণের অস্থি স্টেপিস কোন্ দুটি অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ইনকাস এবং ককলিয়ার ডিম্বাকৃতি জানালা।
প্রশ্ন:৬
মিশ্র ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ট্রাইজেমিনাল স্নায়ু (trigeminal nerve)।
প্রশ্ন:৭
মায়েলিনযুক্ত স্নায়ুতন্তুতে কী ধরনের স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয় ?
উত্তর:
স্যালটেটরি প্রবাহ (saltatory conduction)।
প্রশ্ন:৮
দ্বিমেরু স্নায়ুকোশ মানবদেহে কোথায় অবস্থিত ?
উত্তর:
চক্ষুর রেটিনায়।
প্রশ্ন:৯
'CNS'- এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Central Nervous System।
প্রশ্ন:১০
কোনটি বিষম প্রকারের—করপাস ক্যালােসাম, প্রিমােটর অঞ্চল, জাইরি (Gyri), মােটর এন্ড প্লেট, সােমাস্থেটিক অঞ্চল, অ্যাসােসিয়েশন অঞ্চল ?
উত্তর:
মােটর এন্ড প্লেট।

Comments
Post a Comment