নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে।
উত্তর:
স্নায়ুপ্রান্তসমূহ।
প্রশ্ন:২
মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ?
উত্তর:
12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে।
প্রশ্ন:৩
কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ?
উত্তর:
প্রশ্ন:৪
রেটিনার কোন্ অংশ উজ্জ্বল আলােক দর্শনে সক্ষম ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:৫
কর্ণের অস্থি স্টেপিস কোন্ দুটি অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ইনকাস এবং ককলিয়ার ডিম্বাকৃতি জানালা।
প্রশ্ন:৬
মিশ্র ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ট্রাইজেমিনাল স্নায়ু (trigeminal nerve)।
প্রশ্ন:৭
মায়েলিনযুক্ত স্নায়ুতন্তুতে কী ধরনের স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয় ?
উত্তর:
স্যালটেটরি প্রবাহ (saltatory conduction)।
প্রশ্ন:৮
দ্বিমেরু স্নায়ুকোশ মানবদেহে কোথায় অবস্থিত ?
উত্তর:
চক্ষুর রেটিনায়।
প্রশ্ন:৯
'CNS'- এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Central Nervous System।
প্রশ্ন:১০
কোনটি বিষম প্রকারের—করপাস ক্যালােসাম, প্রিমােটর অঞ্চল, জাইরি (Gyri), মােটর এন্ড প্লেট, সােমাস্থেটিক অঞ্চল, অ্যাসােসিয়েশন অঞ্চল ?
উত্তর:
মােটর এন্ড প্লেট।
Comments
Post a Comment