ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে।
উত্তর:
স্নায়ুপ্রান্তসমূহ।
প্রশ্ন:২
মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ?
উত্তর:
12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে।
প্রশ্ন:৩
কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ?
উত্তর:
প্রশ্ন:৪
রেটিনার কোন্ অংশ উজ্জ্বল আলােক দর্শনে সক্ষম ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:৫
কর্ণের অস্থি স্টেপিস কোন্ দুটি অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ইনকাস এবং ককলিয়ার ডিম্বাকৃতি জানালা।
প্রশ্ন:৬
মিশ্র ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ট্রাইজেমিনাল স্নায়ু (trigeminal nerve)।
প্রশ্ন:৭
মায়েলিনযুক্ত স্নায়ুতন্তুতে কী ধরনের স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয় ?
উত্তর:
স্যালটেটরি প্রবাহ (saltatory conduction)।
প্রশ্ন:৮
দ্বিমেরু স্নায়ুকোশ মানবদেহে কোথায় অবস্থিত ?
উত্তর:
চক্ষুর রেটিনায়।
প্রশ্ন:৯
'CNS'- এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Central Nervous System।
প্রশ্ন:১০
কোনটি বিষম প্রকারের—করপাস ক্যালােসাম, প্রিমােটর অঞ্চল, জাইরি (Gyri), মােটর এন্ড প্লেট, সােমাস্থেটিক অঞ্চল, অ্যাসােসিয়েশন অঞ্চল ?
উত্তর:
মােটর এন্ড প্লেট।

Comments
Post a Comment