বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি ব্যাঙাচির রূপান্তরে/মেটামরফোসিসে প্রয়ােজন—
(a) অ্যাড্রিনাল
(b) থাইরয়েড
(c) পিটুইটারি
(d) থাইমাস
উত্তর: B
প্রশ্ন:২
কোন্ রােগটিকে বাধা দেওয়ার জন্য কোনাে কোনাে অঞ্চলে খাবার লবণের সঙ্গে আয়ােডিন মেশানাে হয়—
(a) রিকেট
(b) গয়টার
(c) অ্যাক্রোমেগালি
(d) স্কার্ভি
উত্তর: B
প্রশ্ন:৩
অক্সিটোসিন হরমােনের উৎপত্তিস্থল হল—
(a) পিটুইটারি
(b) হাইপােথ্যালামাস
(c) অ্যাড্রিনাল
(d) থাইরয়েড
উত্তর: A
প্রশ্ন:৪
যে গ্রন্থি ক্যালশিয়াম বিপাকের জন্য দায়ী সেটি হল—
(a) থাইরয়েড
(b) থাইমাস
(c) প্যারাথাইরয়েড
(d) অ্যাড্রিনাল
উত্তর: C
প্রশ্ন:৫
থাইরয়েড থেকে উৎপন্ন হরমােনটি হল—
(a) থাইরক্সিন
(b) থাইরােপ্রােটিন
(c) থাইরিওডিন
(d) প্যারাথাইরক্সিন
উত্তর: A
প্রশ্ন:৬
প্যারাথাইরয়েড গ্রন্থির অপজননের ফলে দেহে কোন্ সক্রিয়তাটি বিঘ্নিত হয় ?
(a) সােডিয়ামের গাঢ়ত্ব
(b) ক্যালশিয়ামের গাঢ়ত্ব
(c) পটাশিয়ামের গাঢ়ত্ব
(d) বৃদ্ধি
উত্তর: B
প্রশ্ন:৭
অক্সিটোসিন সাহায্য করে—
(a) আণবিক পরিস্ফুরণে
(b) সন্তান প্রসবে
(c) তরল মূত্র রেচনে
(d) বীর্য (সিমেন) গঠনে
উত্তর: B
প্রশ্ন:৮
কোন্ গ্রন্থির ক্ষরণ পদার্থে আয়ােডিন বর্তমান ?
(a) অ্যাড্রিনাল
(b) থাইরয়েড
(c) পিটুইটারি
(d) অগ্ন্যাশয়
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটির জন্য ব্যাঙাচির রূপান্তর দ্রুত ঘটে ?
(a) জলের লবণতা
(b) থাইরয়েড হরমােন
(c) কম pH
(d) ক্যালশিয়াম
উত্তর: B
প্রশ্ন:১০
থাইরক্সিন কী ?
(a) থাইরয়েড গ্রন্থির ফলিকল
(b) থাইরয়েড গ্রন্থিথলির কোশে সঞ্চিত বস্তু
(c) পিটুইটারি গ্রন্থির সঞ্চিত পদার্থ
(d) থাইরােনিনের সক্রিয় অবস্থা
উত্তর: B

Comments
Post a Comment