দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
খুব বেশি খাদ্য গ্রহণের পরে কী তােমার পাকস্থলীতে রুগি (প্রবর্দ্ধক) (Rugae) থাকবে ?
উত্তর:
সম্ভবত নয়, কারণ পাকস্থলীতে পরিপূর্ণ হলে তারা ছড়িয়ে যায়।
প্রশ্ন:২
পৌষ্টিকতন্ত্রের দুটি অঙ্গের নাম লেখাে যা বেশিরভাগ তরল ক্ষরিত করে।
উত্তর:
পাকস্থলী ও অগ্ন্যাশয়।
প্রশ্ন:৩
ক্ষুদ্রান্ত্রের কোন্ অংশটি দীর্ঘতম ?
উত্তর:
প্রশ্ন:৪
অবস্থান লেখাে— (i) ক্রিপ্টস অফ লিবারকুন (ii) কুফার কোশ।
উত্তর:
(i) ক্ষুদ্রান্ত্রে, (ii) যকৃতে।
প্রশ্ন:৫
দাঁতের প্রধান কলা কোনটি ?
উত্তর:
সংযােগী বা যােগ কলা, বিশেষত ডেনটিন।
প্রশ্ন:৬
অগ্ন্যাশয়ের একটি কোশ যেখানে পরিপাককারী উৎসেচক তৈরি হয়–উপচিতি না অপচিতি বিক্রিয়া ঘটে ?
উত্তর:
অপচিতি বেশি ঘটে কারণ কোশগুলি জটিল অণুর সংশ্লেষণ ঘটায়।
প্রশ্ন:৭
বৃহদন্ত্রের প্রধান কাজগুলি কী কী ?
উত্তর:
সম্পূর্ণ শোষণ, কিছু ভিটামিনের সংশ্লেষণ, মলের গঠন ও নিষ্কাশন।
প্রশ্ন:৮
কোন্ স্থায়ী দন্ত, অস্থায়ী দন্তকে অপসারণ করে না ?
উত্তর:
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মােলার দন্ত।
প্রশ্ন:৯
দীর্ঘ-শৃঙ্খলবিশিষ্ট ফ্যাটি অ্যাসিড এবং মনােগ্লিসারাইড কীভাবে শােষিত হয় ?
উত্তর:
কাইলােমাইক্রনরূপে।
প্রশ্ন:১০
প্রােটিনের অপচিতি বিপাকে কোন্ বিক্রিয়া ঘটে ?
উত্তর:
হাইড্রোলাইসিস বা আর্দ্র-বিশ্লেষণ।

Comments
Post a Comment