নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
উত্তর:
সমস্ত উৎসেচকই প্রােটিন।
প্রশ্ন:২
বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ?
প্রশ্ন:২
বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ?
উত্তর:
যেহেতু হৃৎপিণ্ডের দুই তৃতীয়াংশ মধ্যরেখার বাম দিক বরাবর অবস্থিত, তাই হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়ার জন্য বাম ফুসফুস সামান্য খাঁজ কাটা থাকে।
প্রশ্ন:৩
কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ?
প্রশ্ন:৩
কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ?
উত্তর:
ভ্যাসােডাইলেশন (vasodilation), হ্রাসপ্রাপ্ত বিপাকীয় হার, হ্রাসপ্রাপ্ত কঙ্কাল পেশির সংকোচন এবং ঘর্ম নিঃসরণ।
প্রশ্ন:৪
কোন্ ধরনের পেশি ভ্রূূকুঞ্চিত, হাসি, গাল ফোলানাে (pouting) এবং তির্যক দৃষ্টিতে তাকানাে (squinting) নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ভ্রূূকুঞ্চিতকরণ–ফ্রন্টালিস (Frontalis)।
হাসি–জাইগােম্যাটিকাস মেজর (Zygomaticus major)।
গাল ফোলানাে–প্ল্যাটিসমা (platisma)।
তির্যকদৃষ্টিতে তাকানাে–অরবিকিউলারিস অকিউলি (orbicularis oculi)।
প্রশ্ন:৫
কেন রক্ত রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না ?
হাসি–জাইগােম্যাটিকাস মেজর (Zygomaticus major)।
গাল ফোলানাে–প্ল্যাটিসমা (platisma)।
তির্যকদৃষ্টিতে তাকানাে–অরবিকিউলারিস অকিউলি (orbicularis oculi)।
প্রশ্ন:৫
কেন রক্ত রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না ?
উত্তর:
তঞ্চকবিরােধী পদার্থ হেপারিন (heparin)-এর উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না। এটি প্রোথ্রন্বিনকে সক্রিয় হতে দেয় না। রক্তে অ্যান্টিথ্রম্বিনও থাকে যা দুর্ঘটনাজনিত কারণে গঠিত থ্রম্বিনকে বাধা দেয়।
প্রশ্ন:৬
অস্থির কোন্ অংশ সন্ধির ঘর্ষণ হ্রাস করে এবং কোন্ অংশটি রক্ত কোশ উৎপাদন করে ?
প্রশ্ন:৬
অস্থির কোন্ অংশ সন্ধির ঘর্ষণ হ্রাস করে এবং কোন্ অংশটি রক্ত কোশ উৎপাদন করে ?
উত্তর:
আর্টিকুলার তরুণাস্থি, লাল অস্থিমজ্জা।
প্রশ্ন:৭
প্রশ্ন:৭
কোন্ পেশিসমূহ অক্ষিগােলকের সমান্তরাল ঘূর্ণনে সাহায্য করে ?
উত্তর:
সমান্তরাল রেকটাস (Rectus), সুপিরিয়র অবলিক (Superior oblique) এবং ইনফিরিয়র অবলিক (Inferior oblique)।
প্রশ্ন:৮
বেসাল মেটাবলিক রেট (BMR) কোন্ হরমােনের প্রভাবে হয় ?
প্রশ্ন:৮
বেসাল মেটাবলিক রেট (BMR) কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
থাইরক্সিন।
প্রশ্ন:৯
কোন্ উদর পেশিটি মূত্রত্যাগে সাহায্য করে ?
উত্তর:
রেকটাস অ্যাবডােমিনাস (Rectus abdominus)।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
উত্তর:
রক্ত সংবহন আবিষ্কার করেন।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ২[NEXT]
✸✸✸
Comments
Post a Comment