দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
উত্তর:
সমস্ত উৎসেচকই প্রােটিন।
প্রশ্ন:২
বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ?
প্রশ্ন:২
বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ?
উত্তর:
যেহেতু হৃৎপিণ্ডের দুই তৃতীয়াংশ মধ্যরেখার বাম দিক বরাবর অবস্থিত, তাই হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়ার জন্য বাম ফুসফুস সামান্য খাঁজ কাটা থাকে।
প্রশ্ন:৩
কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ?
প্রশ্ন:৩
কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ?
উত্তর:
ভ্যাসােডাইলেশন (vasodilation), হ্রাসপ্রাপ্ত বিপাকীয় হার, হ্রাসপ্রাপ্ত কঙ্কাল পেশির সংকোচন এবং ঘর্ম নিঃসরণ।
প্রশ্ন:৪
কোন্ ধরনের পেশি ভ্রূূকুঞ্চিত, হাসি, গাল ফোলানাে (pouting) এবং তির্যক দৃষ্টিতে তাকানাে (squinting) নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
ভ্রূূকুঞ্চিতকরণ–ফ্রন্টালিস (Frontalis)।
হাসি–জাইগােম্যাটিকাস মেজর (Zygomaticus major)।
গাল ফোলানাে–প্ল্যাটিসমা (platisma)।
তির্যকদৃষ্টিতে তাকানাে–অরবিকিউলারিস অকিউলি (orbicularis oculi)।
প্রশ্ন:৫
কেন রক্ত রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না ?
হাসি–জাইগােম্যাটিকাস মেজর (Zygomaticus major)।
গাল ফোলানাে–প্ল্যাটিসমা (platisma)।
তির্যকদৃষ্টিতে তাকানাে–অরবিকিউলারিস অকিউলি (orbicularis oculi)।
প্রশ্ন:৫
কেন রক্ত রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না ?
উত্তর:
তঞ্চকবিরােধী পদার্থ হেপারিন (heparin)-এর উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না। এটি প্রোথ্রন্বিনকে সক্রিয় হতে দেয় না। রক্তে অ্যান্টিথ্রম্বিনও থাকে যা দুর্ঘটনাজনিত কারণে গঠিত থ্রম্বিনকে বাধা দেয়।
প্রশ্ন:৬
অস্থির কোন্ অংশ সন্ধির ঘর্ষণ হ্রাস করে এবং কোন্ অংশটি রক্ত কোশ উৎপাদন করে ?
প্রশ্ন:৬
অস্থির কোন্ অংশ সন্ধির ঘর্ষণ হ্রাস করে এবং কোন্ অংশটি রক্ত কোশ উৎপাদন করে ?
উত্তর:
আর্টিকুলার তরুণাস্থি, লাল অস্থিমজ্জা।
প্রশ্ন:৭
প্রশ্ন:৭
কোন্ পেশিসমূহ অক্ষিগােলকের সমান্তরাল ঘূর্ণনে সাহায্য করে ?
উত্তর:
সমান্তরাল রেকটাস (Rectus), সুপিরিয়র অবলিক (Superior oblique) এবং ইনফিরিয়র অবলিক (Inferior oblique)।
প্রশ্ন:৮
বেসাল মেটাবলিক রেট (BMR) কোন্ হরমােনের প্রভাবে হয় ?
প্রশ্ন:৮
বেসাল মেটাবলিক রেট (BMR) কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
থাইরক্সিন।
প্রশ্ন:৯
কোন্ উদর পেশিটি মূত্রত্যাগে সাহায্য করে ?
উত্তর:
রেকটাস অ্যাবডােমিনাস (Rectus abdominus)।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
উত্তর:
রক্ত সংবহন আবিষ্কার করেন।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment