মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
গ্লুকোজের পুনঃশোষণ ঘটে—
(a) সংগ্রাহকনালিকায়
(b) নিকটবর্তী সংবর্তনালিকায়
(c) দূরবর্তী সংবর্তনালিকায়
(d) হেনলির লুপে
উত্তর: B
প্রশ্ন:২
শীত এবং বর্ষা ঋতুতে অধিক মূত্র নির্গত/রেচিত হয় কেন ?
(a) বৃক্কের সক্রিয়তা বাড়ে
(b) ADH-এর ক্ষরণ বেড়ে যায়
(c) নেফ্রন দ্বারা জলের কম পুনঃশােষণ
(d) কম ঘর্মক্ষরণ
উত্তর: D
প্রশ্ন:৩
নেফ্রনের কোন্ অংশ দিয়ে গৃহীত জলের সর্বাধিক পুনঃশোষণ ঘটে ?
(a) নিকটবর্তী সংবর্তনালিকা
(b) গ্লোমেরুলাস
(c) হেনলির লুপ
(d) দূরবর্তী সংবর্তনালিকা
উত্তর: A
প্রশ্ন:৪
কোন্ রেচন পদার্থটি সবচেয়ে বিষাক্ত ?
(a) অ্যামাইনাে অ্যাসিড
(b) CO2
(c) ইউরিয়া
(d) অ্যামােনিয়া
উত্তর: D
প্রশ্ন:৫
প্রতিদিন কতটা পরিমাণ গ্লোমেরুলাসের পরিস্রুত উৎপন্ন হয় ?
(a) 170-180 লিটার
(b) 220-250 লিটার
(c) 1000 লিটার
(d) 50 লিটার
উত্তর: A
প্রশ্ন:৬
ব্যোওম্যানের ক্যাপসুল থেকে সংগৃহীত তরল হল—
(a) সালফেট এবং জল
(b) রক্তপ্রােটিন বাদে রক্তরস
(c) গ্লাইকোজেন এবং জল
(d) গাঢ় মূত্র
উত্তর: B
প্রশ্ন:৭
নীচের কোন্ হরমােন বৃক্কে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে ?
(a) ACTH
(b) STH
(c) LH
(d) ADH
উত্তর: D
প্রশ্ন:৮
প্রতি মিনিটে দুটি বৃক্কের মাধ্যমে কতটা পরিমাণ রক্ত পরিবাহিত হয় ?
(a) 1500 মিলি
(b) 1200 মিলি
(c) 800 মিলি
(d) 4200 মিলি
উত্তর: B
প্রশ্ন:৯
ADH অংশগ্রহণ করে—
(a) Na আয়নের পুনঃশোষণের জন্য
(b) মূত্রে জলধারণ করে রাখার জন্য
(c) ইউরিয়ার উৎপাদন হ্রাসের জন্য
(d) মূত্র থেকে জলের শােষণ ঘটার জন্য
উত্তর: D
প্রশ্ন:১০
নীচের প্রধানত কোনটির উপস্থিতির ফলে মূত্রের রং হলুদ হয় ?
(a) ইউরােক্রোম
(b) বিলিভার্ডিন
(c) বিলিরুবিন
(d) জ্যান্থােফিল
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৬[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৮[NEXT]
✶✶✶
Comments
Post a Comment