মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বৃক্কে পাথর তৈরি হওয়ার কারণ হল—
(a) প্রােটিনের অধঃক্ষেপণ
(b) বালির কণার অধঃক্ষেপণ
(c) ফ্যাটের অবরুদ্ধ অবস্থা
(d) অক্সালেটের কেলাসন (কেলাস গঠন)
উত্তর: D
প্রশ্ন:২
কোনটি ভুল ?
(a) গ্লাইকোসুরিয়া—মূত্রে গ্লুকোজ থাকলে
(b) অ্যালবুমিনিউরিয়া—মূত্রে অ্যালবুমিন থাকলে
(c) কিটোনিউরিয়া—মূত্রে কিটোন বডি থাকলে
(d) ইউরেমিয়া—মূত্রে ইউরিয়া থাকলে
উত্তর: D
প্রশ্ন:৩
একজন ব্যক্তি বারে বারে প্রস্রাব করে, জলের তৃষ্ণা অনুভূত হয় কিন্তু মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায় না, এটির কারণ কী ?
(a) পশ্চাৎ পিটুইটারির স্বল্পক্ষরণ
(b) থাইরয়েডের অতিক্ষরণ
(c) পশ্চাৎ পিটুইটারির অতিক্ষরণ
(d) অ্যাড্রিনাল গ্রন্থির স্বল্পক্ষরণ
উত্তর: A
প্রশ্ন:৪
একজন সুস্থ ব্যক্তির মূত্রে নীচের কোনটি থাকে না ?
(a) ইউরিক অ্যাসিড
(b) ক্রিয়েটিনিন
(c) গ্লুকোজ
(d) ইউরিয়া
উত্তর: C
প্রশ্ন:৫
মূত্রে RBC পাওয়া গেলে তাকে বলে—
(a) গ্লাইকোসুরিয়া
(b) হিমাচুরিয়া
(c) অ্যানুরিয়া
(d) কিটোনিউরিয়া
উত্তর: B
প্রশ্ন:৬
মূত্রথলির মূত্র ধারণ (সঞ্চয়ের) ক্ষমতা—
(a) 150-300 ml
(b) 100-300 ml
(c) 250-750 ml
(d) 750-1000 ml
উত্তর: D
প্রশ্ন:৭
বহুমূত্র/ডায়াবেটিস ইনসিপিডাস রােগে আক্রান্ত ব্যক্তির মূত্র—
(a) মিষ্টিস্বাদযুক্ত এবং গাঢ় হয়
(b) স্বাদবিহীন এবং গাঢ় হয়
(c) স্বাদবিহীন এবং তরল হয়
(d) মিষ্টিস্বাদযুক্ত এবং তরল হয়
উত্তর: C
প্রশ্ন:৮
হিমােডায়ালাইজারকে আরও বলা হয় কৃত্রিম—
(a) ফুসফুস
(b) যকৃৎ
(c) বৃক্ক
(d) হৃৎপিণ্ড
উত্তর: C
প্রশ্ন:৯
নীচের কোনটির মাধ্যমে বিলিরুবিন এবং বিলিভারডিন রেচিত হয় ?
(a) মূত্র
(b) মল
(c) ঘর্ম
(d) ভিটামিন
উত্তর: A
প্রশ্ন:১০
একজন ব্যক্তির খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ প্রােটিন থাকলে সে কোন্ উপাদানটিকে বেশি পরিমাণ মূত্র দিয়ে নির্গত করে ?
(a) ইউরিয়া
(b) শর্করা
(c) ইউরিক অ্যাসিড
(d) লবণ ও জল
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৯[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৪১[NEXT]
✶✶✶
Comments
Post a Comment