Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২৫

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ হৃৎচক্রের ইভেন্টস বা ঘটনাগুলি কী ? উত্তর:  হৃৎচক্রের ঘটনাগুলি হল— (i) অলিন্দের সংকোচন,  (ii) অলিন্দের প্রসারণ,  (iii) নিলয়ের সংকোচন,  (iv) নিলয়ের প্রসারণ। প্রশ্ন:২ ব্রাডিকার্ডিয়া কাকে বলে ? উত্তর:  হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা কমে গেলে (প্রতি মিনিটে 60 বারের কম) তাকে ব্রাডিকার্ডিয়া বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২৪

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস-এর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।  উত্তর:  👉ডায়াবেটিস মেলিটাস– (i) এটি ইনসুলিনের অভাবে হয়। (ii) মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয়। 👉ডায়াবেটিস ইনসিপিডাস– (i) অ্যান্টিডাইইউরেটিক হরমােনের (ADH) অভাবে হয়।  (ii) মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় না। প্রশ্ন:২ দীর্ঘকালস্থায়ী ডায়াবেটিসে আর্টারিওস্ক্লেরোসিস (arteriosclerosis) হয় কেন ? উত্তর:  ডায়াবেটিস রােগীদের যকৃতে দীর্ঘকাল ধরে ফ্যাটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রবহমান রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে ধমনিগাত্রে কোলেস্টেরল জমতে শুরু করে। এটি পরিশেষে আর্টারিওস্ক্লেরোসিস সৃষ্টি করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২৩

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কো-এনজাইম কাকে বলে ? উত্তর:  উৎসেচকের প্রােটিন অংশের সঙ্গে ঝিল্লিভেদে সক্ষম যে প্রােটিনবিহীন অংশ যুক্ত থাকে। তাকে কো-এনজাইম বলে। যেমন—NAD, FAD ইত্যাদি। প্রশ্ন:২ রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ (Restriction endonuclease) কাকে বলে ? উত্তর:  যে প্রকার নিউক্লিক অ্যাসিড ভঙ্গক উৎসেচক (nuclease) DNA-কে বিশেষ বিশেষ জায়গায় ভেঙে স্টিকি প্রান্ত (sticky end) সৃষ্টি করে, তাকে রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ বলে। বিজ্ঞানী Arber, Athans এবং Smith এই উৎসেচক আবিষ্কার করার জন্য 1978 খ্রিস্টাব্দে নােবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২২

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কৃত্রিম পেসমেকার কেন বসানাে হয় ? উত্তর:  এস.এ.নােড বিকল হলে এটি স্পন্দনপ্রবাহ উৎপন্ন করতে ব্যর্থ হয় এবং তখন হৃৎস্পন্দন অনিয়মিত হয়। এই অবস্থায় রােগীর বুকে শল্যচিকিৎসার দ্বারা কৃত্রিম পেসমেকার বসানাে হয় যা হৃৎপিণ্ডকে নিয়মিত ব্যবধানে উদ্দীপিত করে। এর ফলে হৃৎপিণ্ড তার ছন্দময়তা ফিরে পায়। প্রশ্ন:২ হৃৎচক্র কাকে বলে ? তুচক্রের প্রথম ঘটনাটি কী ? উত্তর:  হৃৎপিণ্ডের একটি স্পন্দনে যেসব পর্যায়ক্রমিক পরিবর্তন সংঘটিত হয়, পরবর্তী স্পন্দনেও সেসব পরিবর্তনের অনুরূপভাবে পুনরাবৃত্তি ঘটে। হৃৎপিণ্ডের স্পন্দন থেকে স্পন্দনে এই চক্রাকার পরিবর্তনসমূহকে হৃৎচক্র বা কার্ডিয়াক সাইকেল বলে। হৎচক্রের প্রথম ঘটনাটি হল অলিন্দদ্বয়ের সংকোচন।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২১

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন ? উত্তর:  অগ্ন্যাশয় একাধারে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে গঠিত। এই কারণে অগ্ন্যাশয়কে  মিশ্রগ্রন্থি বলে। প্রশ্ন:২ জেরােস্টোমিয়া কী ? উত্তর:  লালারস ক্ষরণ কম হলে মুখবিবর, গলা ইত্যাদি শুকিয়ে যায়। একে জেরােস্টোমিয়া বলে। প্রশ্ন:৩ ক্রিপটস্ অব লিবারকুনের কোশগুলি কী কী ? তাদের কাজ উল্লেখ করো।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২০

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ উভাবতল প্রকৃতির জন্য একটি পরিণত লােহিত রক্তকণিকা কী কী সুবিধা পায় ? উত্তর:  লােহিতকণিকার উভাবতল আকৃতির জন্য তলীয় আয়তন অনেকটাই বেড়ে যায়, ফলে অল্প সময়ে O2 যুক্ত বা বিযুক্ত হতে পারে এবং গ্যাসীয় আদানপ্রদানে সুবিধা হয়। প্রশ্ন:২ কেন রক্ত রক্তবাহের মধ্যে জমাট বাঁধে না ? উত্তর:  তঞ্চকবিরােধী পদার্থ হেপারিন (heparin)-এর উপস্থিতির জন্য রক্ত জমাট বাঁধে না। এটি প্রােথ্রম্বিনকে সক্রিয় হতে দেয় না। রক্তে অ্যান্টিথ্রম্বিনও থাকে যা দুর্ঘটনাজনিত কারণে গঠিত থ্রম্বিনকে বাধা দেয়। প্রশ্ন:৩ যদি একটি পায়ের লসিকাবাহ অবরুদ্ধ হয় তাহলে কী হবে ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১৯

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠগুলি কী ? উত্তর:  হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ হল ডান নিলয় ও বাম নিলয়। এই প্রকোষ্ঠের থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে প্রেরিত হয়। প্রশ্ন:২ ট্রাবিকিউলি কারনি কী ? উত্তর:  হৃৎপিণ্ডের নিলয়ে যে বিশেষ খাঁজ থাকে তাকে কলামনি কারনি বা ট্রাবিকিউলি কারনি বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১৮

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণে সােডিয়াম সাইট্রেটের ব্যবহার অধিকতর শ্রেয় কেন ? উত্তর:  এর কারণ সােডিয়াম সাইট্রেট সহজেই দেহের কোশ বা কলাতে বিপাকিত (metabolized) হয়, ফলে কোনাে পার্শ্ব-প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। প্রশ্ন:২ প্রদাহজনিত শােথ বলতে কী বােঝায় ? উত্তর:  দেহের কোনাে অংশের প্রদাহজনিত অবস্থায় ব্যাকটেরিয়া, অধিবিষ বা অন্যান্য ক্ষতিকর পদার্থ রক্তজালকের প্রাচীরে ক্ষতি করে, এর ফলে রক্তজালকের ভেদ্যতা বৃদ্ধি পায় এবং অধিক পরিমাণে কলারস সৃষ্টি হয়। প্রশ্ন:৩ কলারসের কাজ কী ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১৭

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ পেশিতন্তুর সারকোপ্লাজমে ক-প্রকার পেশিনালিকা থাকে ? উত্তর:  সারকোপ্লাজমে দু-রকমের পেশিনালিকা থাকে,  যথা—তির্যক পেশিনালিকা এবং অনুদৈর্ঘ্য পেশিনালিকা। প্রশ্ন:২ নিঃসাড়কাল কাকে বলে ? কোন্ পেশির নিঃসাড়কাল সবচেয়ে বেশি ? উত্তর:  একবার উদ্দীপনা প্রয়ােগের পর খুব কম সময়ের জন্য পেশি দ্বিতীয়বার উদ্দীপনায় সাড়া দেয় না। এই সময়কালকে নিঃসাড়কাল বলে। হৃদপেশির নিঃসাড়কাল সবচেয়ে বেশি।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১৬

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ হেমারেজ ও হিমােলাইসিসের মধ্যে পার্থক্য কী ? উত্তর:  কেটে যাওয়া বা ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হওয়াকে হেমারেজ বলে। অপরপক্ষে, লােহিত রক্তকণিকা ভেঙে গিয়ে প্লাজমাতে হিমােগ্লোবিন ছড়িয়ে পড়াকে হিমােলাইসিস বলে। প্রশ্ন:২ ধমনি রক্ত অপেক্ষা শিরা রক্তের লােহিত রক্তকণিকা আকারে বড় হয় কেন ? উত্তর:  শিরা রক্তের ক্লোরাইড শিফটের জন্য লােহিত রক্তকণিকার অভ্যন্তরস্থ অভিস্রবণ চাপ বৃদ্ধি পায়। ফলে লােহিত রক্তকণিকার মধ্যে ক্লোরাইড ও জল প্রবেশ করায় লােহিত রক্তকণিকাগুলি আকারে বড়াে হয়ে যায়। প্রশ্ন:৩ লােহিত অস্থিমজ্জা এবং শ্বেত অস্থিমজ্জার পার্থক্য কী ? উত্তর:  (i) লােহিত অস্থিমজ্জা রক্তকোশ উৎপন্ন করতে পারে, শ্বেত অস্থিমজ্জা পারে না।  (ii) লােহিত অস্থিমজ্জায় অ্যাডিপােস কলা কম থাকে বা থাকে না, শ্বেতমজ্জায় অ্যাডিপােস কলা বেশি থাকে।  (iii) লােহিত মজা স্পঞ্জি অস্থিতে থাকে, শ্বেত মজ্জা দীর্ঘকায় অস্থিগহ্বরে থাকে।