নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কৃত্রিম পেসমেকার কেন বসানাে হয় ?
উত্তর:
এস.এ.নােড বিকল হলে এটি স্পন্দনপ্রবাহ উৎপন্ন করতে ব্যর্থ হয় এবং তখন হৃৎস্পন্দন অনিয়মিত হয়। এই অবস্থায় রােগীর বুকে শল্যচিকিৎসার দ্বারা কৃত্রিম পেসমেকার বসানাে হয় যা হৃৎপিণ্ডকে নিয়মিত ব্যবধানে উদ্দীপিত করে। এর ফলে হৃৎপিণ্ড তার ছন্দময়তা ফিরে পায়।
প্রশ্ন:২
হৃৎচক্র কাকে বলে ? তুচক্রের প্রথম ঘটনাটি কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের একটি স্পন্দনে যেসব পর্যায়ক্রমিক পরিবর্তন সংঘটিত হয়, পরবর্তী স্পন্দনেও সেসব পরিবর্তনের অনুরূপভাবে পুনরাবৃত্তি ঘটে। হৃৎপিণ্ডের স্পন্দন থেকে স্পন্দনে এই চক্রাকার পরিবর্তনসমূহকে হৃৎচক্র বা কার্ডিয়াক সাইকেল বলে। হৎচক্রের প্রথম ঘটনাটি হল অলিন্দদ্বয়ের সংকোচন।
প্রশ্ন:৩
ইলেকট্রোকার্ডিওগ্রামের তাৎপর্য কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের বিভিন্ন রােগে ECG-এর গুরুত্ব অপরিসীম। ECG-এর বিভিন্ন তরঙ্গের আকৃতি-প্রকৃতি, স্থিতিকাল এবং অনুপস্থিতি হৃৎপিণ্ড স্বাভাবিক না অস্বাভাবিক এবং অস্বাভাবিক থাকলে তার সঠিক অবস্থান কোথায় সেটি বােঝা যায়। তা ছাড়া দেহে পেসমেকার লাগানাে আছে এমন ব্যক্তির ECG পর্যবেক্ষণ করে পেসমেকার-এর স্থায়িত্ব বােঝা যায়। তা ছাড়া ECG থেকে হৃৎস্পন্দন হার (rate of heart beat) জানা যায়।
প্রশ্ন:৪
হৃদসংকেত (Cardiac index) কাকে বলে ?
উত্তর:
প্রতি মিনিটে প্রতি বর্গমিটার দেহতলে হার্দ-উৎপাদকে বলা হয় হৃদসংকেত।
প্রশ্ন:৫
হৃদ্-অবরােধ বা হার্ট ব্লক কী ?
উত্তর:
এস.এ.নােডে স্পন্দনপ্রবাহের সৃষ্টি যদি ত্রুটিপূর্ণ হয় অথবা উৎপন্ন স্পন্দনপ্রবাহের পরিবহণ সঠিক না হয় তবে হৃৎপিণ্ডের ছান্দিক সংকোচন-প্রসারণ বিঘ্নিত হয়। একে বলা হয় হৃদ্-অবরােধ বা হার্ট ব্লক।
প্রশ্ন:৬
দ্বিতীয় হৃদধ্বনি সৃষ্টির কারণ ও গুরুত্ব লেখাে।
উত্তর:
নিলয় প্রসারণে অন্তঃনিলয় চাপ হ্রাস পাওয়ায় মহাধমনি ও ফুসফুসীয় ধমনিস্থিত রক্তের বিপরীতমুখী প্রবাহে অর্ধচন্দ্রাকার কপাটিকা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে দ্বিতীয় হৃদধ্বনির সৃষ্টি হয়।
গুরুত্ব—
(i) দ্বিতীয় হৃদধ্বনি হৎপিণ্ডের সংকোচনের সমাপ্তি এবং প্রসারণের সূচনা নির্দেশ করে।
(ii) দ্বিতীয় হৃদধ্বনির স্পষ্টতা নির্দেশ করে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা সঠিকভাবে বন্ধ হচ্ছে এবং কোনাে বিপরীতমুখী রক্তপ্রবাহ নেই।
প্রশ্ন:৭
এ.ভি.নােডকে সংরক্ষী ছন্দ-নিয়ামক (Reserve Pacemaker) বলে কেন ?
উত্তর:
এ.ভি.নােড প্রতি মিনিটে 40-60টি স্পন্দনপ্রবাহ উৎপন্ন করতে পারে। এস.এ.নোড কোনাে কারণে বিনষ্ট হলে হৃৎপিণ্ড এ.ভি.নােডের ছন্দে সংকুচিত হয়। তাই এ.ভি.নােডকে সংরক্ষী ছন্দ-নিয়ামক বলে।
প্রশ্ন:৮
প্রথম হৃদধ্বনি (First heart sound) সৃষ্টির কারণ কী ? এই ধ্বনির গুরুত্ব লেখাে।
উত্তর:
নিলয়ের সংকোচনে উভয় নিলয়ের মধ্যে রক্তচাপ বাড়তে থাকে এবং প্রতি নিলয়ের রক্তচাপ সেদিকের অলিন্দের রক্তচাপের অধিক হলে উভয় অলিন্দ-নিলয় কপাটিকা সশব্দে বন্ধ হয়ে যায়। এর ফলে প্রথম হৃদধ্বনি সৃষ্টি হয়।
গুরুত্ব—প্রথম হৃদধ্বনির স্থিতিকাল ও তীব্রতা থেকে মায়ােকার্ডিয়ামের অবস্থা জানা যায়। এই ধ্বনির স্পষ্টতা থেকে বােঝা যায় যে, অলিন্দ-নিলয় কপাটিকা সঠিকভাবে বন্ধ হচ্ছে এবং এর মধ্যে কোনো অনুপযুক্ততা (incompetence) নেই।
প্রশ্ন:৯
ধমনি ও শিরার কলাস্থানিক গঠনে কী পার্থক্য লক্ষ করা যায় ?
উত্তর:
ধমনি ও শিরা উভয় রক্তবাহই বহিঃস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর এই তিনটি স্তর নিয়ে গঠিত। তবে ধমনিতে বহিঃস্তর ও মধ্যস্তর দুটি সবচেয়ে বেশি থাকে এবং বহিঃস্তরে প্রধানত সাদা তন্তুময় যােগকলা থাকে এবং এই স্তরটি তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক।
অপরপক্ষে, শিরার অন্তঃস্তর এবং মধ্যস্তর দুটি ধমনির তুলনায় পাতলা। শিরার প্রাচীরে পেশি এবং স্থিতিস্থাপক বস্তু কম থাকে। শিরার প্রাচীর পাতলা এবং অপেক্ষাকৃত কম অনৈচ্ছিক পেশি থাকে।
প্রশ্ন:১০
ইলেকট্রোকার্ডিয়ােগ্রাম বা ECG কী ?
উত্তর:
মানুষের দেহ-আয়তন পরিবাহী (volume conductor) হওয়ায় এস.এ.নােডে উৎপন্ন তড়িৎ উদ্দীপনা হৃৎপিণ্ডের চতুঃপার্শ্বস্থ কলাকোশ থেকে সমগ্র দেহে প্রবাহিত হয়। এইজন্য হৃৎপিণ্ডের বিপরীত দেহাংশে যথােপযুক্ত তড়িদ্বার (electrode) যােগ করলে হৃৎপিণ্ডের তড়িৎ বিভবের পরিবর্তন ধরা পড়ে। তড়িৎ বিভবের পরিবর্তনকে বিশেষ যান্ত্রিক ব্যবস্থার দ্বারা লিপিবদ্ধ করলে যে লেখচিত্র (graph) পাওয়া যায় তাকে ইলেকট্রোকার্ডিয়ােগ্রাম বা ECG বলে।
Comments
Post a Comment