বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
হৃৎচক্রের ইভেন্টস বা ঘটনাগুলি কী ?
উত্তর:
হৃৎচক্রের ঘটনাগুলি হল—
(i) অলিন্দের সংকোচন,
(ii) অলিন্দের প্রসারণ,
(iii) নিলয়ের সংকোচন,
(iv) নিলয়ের প্রসারণ।
প্রশ্ন:২
ব্রাডিকার্ডিয়া কাকে বলে ?
উত্তর:
হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা কমে গেলে (প্রতি মিনিটে 60 বারের কম) তাকে ব্রাডিকার্ডিয়া বলে।
প্রশ্ন:৩
নিলয়ের সিস্টোল এবং নিলয়ের ডায়াস্টোল এদের স্থিতিকাল উল্লেখ করাে।
উত্তর:
নিলয়ের সিস্টোল-এর স্থিতিকাল 0.3 সেকেন্ড।
নিলয়ের ডায়াস্টোল-এর স্থিতিকাল 0.5 সেকেন্ড।
প্রশ্ন:৪
স্টারলিং-এর সূত্র কী ?
উত্তর:
নিলয়ের সংকোচন বল হৃদপেশির প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতী। হৃদপেশির প্রাথমিক দৈর্ঘ্য বেশি হলে নিলয় পেশির সংকোচন বল বৃদ্ধি পায়। সংকোচন বল বৃদ্ধি পেলে হার্দ-উৎপাদকেরও বৃদ্ধি ঘটে।
প্রশ্ন:৫
থিবেসিয়ান কপাটিকা ও ইউস্টেচিয়ান কপাটিকা কোথায় থাকে ?
উত্তর:
থিবেসিয়ান কপাটিকা করােনারি সাইনাস ও ডান অলিন্দের সংযােগস্থলে এবং ইউস্টেচিয়ান কপাটিকা নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযােগস্থলে অবস্থিত।
প্রশ্ন:৬
পরম নিঃসাড়কাল এবং আপেক্ষিক নিঃসাড়কাল বলতে কী বােঝায় ?
উত্তর:
প্রথম উদ্দীপনা প্রয়ােগের পরবর্তী যে সময়ের মধ্যে দ্বিতীয় উদ্দীপনা হৃদপেশিতে কোনাে সাড়া জাগায় না, তাকে পরম নিঃসাড়কাল বলে।
পরম নিঃসাড়কালের পরবর্তী যে সময়ে যথেষ্ট শক্তিশালী উদ্দীপনা হৃদপেশিতে সাড়া জাগাতে পারে তাকে আপেক্ষিক নিঃসাড়কাল বলে।
প্রশ্ন:৭
হৃৎপিণ্ডের সংযােগী কলাগুলি থেকে কী পরিমাণ স্পন্দন সৃষ্টি হয় ?
উত্তর:
(i) SA নােড—মিনিটে 70-80 টি স্পন্দন সৃষ্টি হয়।
(ii) AV নােড—মিনিটে 40-60 টি স্পন্দন সৃষ্টি হয়।
(iii) হিজের বান্ডিল—মিনিটে 36 টি স্পন্দন সৃষ্টি হয়।
(iv) পারকিনজি তন্তু—মিনিটে 30-35 টি স্পন্দন সৃষ্টি হয়।
প্রশ্ন:৮
ট্যাকিকার্ডিয়া কাকে বলে ?
উত্তর:
হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে (প্রতি মিনিটে 160-এর বেশি) তাকে ট্যাকিকার্ডিয়া বলে।
প্রশ্ন:৯
হৃদপেশি অসাড় (fatigue) হয় না কেন ?
উত্তর:
হৃদপেশি দীর্ঘতম নিঃসাড়কালের অধিকারী। এ ছাড়া হৃদপেশিতে মায়ােগ্লোবিনের পরিমাণ বেশি। হৃদপেশি সরাসরি ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। কিটোন বডি থেকে শক্তি উৎপাদন করে। এই কারণে হৃদপেশি অবসন্ন বা অসাড় হয় না।
প্রশ্ন:১০
অলিন্দের সিস্টোল এবং অলিন্দের ডায়াস্টোল এদের স্থিতিকাল উল্লেখ করাে।
উত্তর:
অলিন্দের সিস্টোল-এর স্থিতিকাল 0.1 সেকেন্ড।
অলিন্দের ডায়াস্টোল-এর স্থিতিকাল 0.7 সেকেন্ড।

Comments
Post a Comment