নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
হৃৎচক্রের ইভেন্টস বা ঘটনাগুলি কী ?
উত্তর:
হৃৎচক্রের ঘটনাগুলি হল—
(i) অলিন্দের সংকোচন,
(ii) অলিন্দের প্রসারণ,
(iii) নিলয়ের সংকোচন,
(iv) নিলয়ের প্রসারণ।
প্রশ্ন:২
ব্রাডিকার্ডিয়া কাকে বলে ?
উত্তর:
হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা কমে গেলে (প্রতি মিনিটে 60 বারের কম) তাকে ব্রাডিকার্ডিয়া বলে।
প্রশ্ন:৩
নিলয়ের সিস্টোল এবং নিলয়ের ডায়াস্টোল এদের স্থিতিকাল উল্লেখ করাে।
উত্তর:
নিলয়ের সিস্টোল-এর স্থিতিকাল 0.3 সেকেন্ড।
নিলয়ের ডায়াস্টোল-এর স্থিতিকাল 0.5 সেকেন্ড।
প্রশ্ন:৪
স্টারলিং-এর সূত্র কী ?
উত্তর:
নিলয়ের সংকোচন বল হৃদপেশির প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতী। হৃদপেশির প্রাথমিক দৈর্ঘ্য বেশি হলে নিলয় পেশির সংকোচন বল বৃদ্ধি পায়। সংকোচন বল বৃদ্ধি পেলে হার্দ-উৎপাদকেরও বৃদ্ধি ঘটে।
প্রশ্ন:৫
থিবেসিয়ান কপাটিকা ও ইউস্টেচিয়ান কপাটিকা কোথায় থাকে ?
উত্তর:
থিবেসিয়ান কপাটিকা করােনারি সাইনাস ও ডান অলিন্দের সংযােগস্থলে এবং ইউস্টেচিয়ান কপাটিকা নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযােগস্থলে অবস্থিত।
প্রশ্ন:৬
পরম নিঃসাড়কাল এবং আপেক্ষিক নিঃসাড়কাল বলতে কী বােঝায় ?
উত্তর:
প্রথম উদ্দীপনা প্রয়ােগের পরবর্তী যে সময়ের মধ্যে দ্বিতীয় উদ্দীপনা হৃদপেশিতে কোনাে সাড়া জাগায় না, তাকে পরম নিঃসাড়কাল বলে।
পরম নিঃসাড়কালের পরবর্তী যে সময়ে যথেষ্ট শক্তিশালী উদ্দীপনা হৃদপেশিতে সাড়া জাগাতে পারে তাকে আপেক্ষিক নিঃসাড়কাল বলে।
প্রশ্ন:৭
হৃৎপিণ্ডের সংযােগী কলাগুলি থেকে কী পরিমাণ স্পন্দন সৃষ্টি হয় ?
উত্তর:
(i) SA নােড—মিনিটে 70-80 টি স্পন্দন সৃষ্টি হয়।
(ii) AV নােড—মিনিটে 40-60 টি স্পন্দন সৃষ্টি হয়।
(iii) হিজের বান্ডিল—মিনিটে 36 টি স্পন্দন সৃষ্টি হয়।
(iv) পারকিনজি তন্তু—মিনিটে 30-35 টি স্পন্দন সৃষ্টি হয়।
প্রশ্ন:৮
ট্যাকিকার্ডিয়া কাকে বলে ?
উত্তর:
হৃৎস্পন্দনের হার স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে (প্রতি মিনিটে 160-এর বেশি) তাকে ট্যাকিকার্ডিয়া বলে।
প্রশ্ন:৯
হৃদপেশি অসাড় (fatigue) হয় না কেন ?
উত্তর:
হৃদপেশি দীর্ঘতম নিঃসাড়কালের অধিকারী। এ ছাড়া হৃদপেশিতে মায়ােগ্লোবিনের পরিমাণ বেশি। হৃদপেশি সরাসরি ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। কিটোন বডি থেকে শক্তি উৎপাদন করে। এই কারণে হৃদপেশি অবসন্ন বা অসাড় হয় না।
প্রশ্ন:১০
অলিন্দের সিস্টোল এবং অলিন্দের ডায়াস্টোল এদের স্থিতিকাল উল্লেখ করাে।
উত্তর:
অলিন্দের সিস্টোল-এর স্থিতিকাল 0.1 সেকেন্ড।
অলিন্দের ডায়াস্টোল-এর স্থিতিকাল 0.7 সেকেন্ড।
Comments
Post a Comment