Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১৪

জীবের জনন প্রশ্ন:১ শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ? উত্তর:  শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে তিন প্রকার অ্যানড্রোজেন হরমােন ক্ষরিত হয়।  যথা– (i) টেস্টোস্টেরন,  (ii) ডাইহাইড্রোটেস্টোস্টেরন এবং  (iii) অ্যানড্রোস্ট-4 -এইন 3, 17 ডায়ােন। প্রশ্ন:২ ডিম্বাশয় থেকে প্রধানত কী কী হরমােন ক্ষরিত হয় ? উত্তর:  ডিম্বাশয় থেকে প্রধানত তিন ধরনের হরমােন ক্ষরিত হয়। যথা– (i) ইসট্রোজেন,  (ii) প্রােজেস্টেরন এবং  (iii) রিলাক্সিন।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১৩

জীবের জনন প্রশ্ন:১ ক্যামপাইলােট্রপাস ডিম্বক কী ? উত্তর:  এই ধরনের ডিম্বকটি এমনভাবে বাঁকা থাকে যাতে ডিম্বকরন্ধ্রটি ডিম্বনাভির পাশে অবস্থান করে। ডিম্বকবৃন্তের এক পাশে থাকে ডিম্বক এবং অপর পাশে থাকে ডিম্বকমূল। উদাহরণ–সরিষা (Brassica)। প্রশ্ন:২ স্ত্রীরেণুর উৎপত্তি কীভাবে ঘটে ? উত্তর:  ডিপ্লয়েড স্ত্রীরেণুমাতৃকোশটি মায়ােসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু (megaspore) অর্থাৎ রেণচতুষ্টয় (megaspore tetrad) উৎপন্ন করে। চারটি স্ত্রীরেণু এক সরলরেখায় অবস্থান করে। এদের মধ্যে ডিম্বক মূলের দিকে অবস্থিত স্ত্রীরেণুটি সক্রিয় ভূমিকা নেয়, বাকি তিনটি বিলুপ্ত হয়ে যায়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১২

জীবের জনন প্রশ্ন:১ মৌখিক গর্ভনিরােধক বড়ি কীভাবে গর্ভরােধ করে ? উত্তর:  ওভিউলেশনে বাধা দেয়, জরায়ুর এন্ডােমেট্রিয়াম স্তরে ভ্রূণের রােপণে বাধা সৃষ্টি করে, শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে এবং ডিম্বনালির সক্রিয়তা ও ক্ষরণ কার্যকারিতায় বাধা সৃষ্টি করে। প্রশ্ন:২ ভাসেকটোমি বলতে কী বােঝাে ? উত্তর:  ভাসেকটোমি হল পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এক্ষেত্রে শুক্রথলির চামড়ার দু-পাশ চিরে নিয়ে শুক্রনালি বার করে কেটে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১১

জীবের জনন প্রশ্ন:১ কিউমুলাস ঊফোরাস কাকে বলে ? উত্তর:  প্রাইমারি ঊসাইটকে আবৃত করে যে গ্র্যানুলােসা কোশস্তর থাকে তাকে কিউমুলাস ঊফোরাস বলে। প্রশ্ন:২ এক্টোপিক ডিম্বাশয় কী ? উত্তর:  ডিম্বাশয় যখন সঠিক অবস্থানে না থেকে ইনগুইনাল ক্যানাল অঞ্চলে অবস্থান করে তখন ডিম্বাশয়ের ওই অস্বাভাবিক অবস্থাকে এক্টোপিক ডিম্বাশয় বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১০

জীবের জনন প্রশ্ন:১ করপাস লিউটিয়াম কী ? এর কাজ কী ? উত্তর:  পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হয়ে গেলে ডিম্বথলিটি পীতাভ কোশ দিয়ে পূর্ণ হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে করপাস লিউটিয়াম বলে। করপাস লিউটিয়াম প্রােজেস্টেরন ও রিলাক্সিন হরমােন নিঃসরণ। প্রশ্ন:২ করােনা রেডিয়েটা কী ? উত্তর:  করােনা রেডিয়েটা–গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্র্যানুলােসা কোশ যুক্ত থাকে তাকে করােনা রেডিয়েটা বলে, যা জোনা পেলিউসিডার বাইরের স্তর। প্রশ্ন:৩ ওভিউলেশন কাকে বলে ? কোন্ হরমােনের প্রভাবে এই প্রক্রিয়াটি ঘটে ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৯

জীবের জনন প্রশ্ন:১ এক্সোজেনাস বাডিং কাকে বলে ? উত্তর:  হাইড্রার (Hydra) কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হয়, এই প্রকার বাডিং কে এক্সোজেনাস বাডিং বলে। হাইড্রার দেহের পরিধির দিকে কোরক গঠিত হয়। প্রশ্ন:২ সিনগ্যামি কী ? উত্তর: 

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৮

জীবের জনন প্রশ্ন:১ অটোগ্যামি ও গেইটোনােগ্যামি কাকে বলে ? উত্তর:  অটোগ্যামি–পরাগমিলন যখন একই ফুলের মধ্যে ঘটে, অর্থাৎ একটি ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হয়। গেইটোনােগ্যামি–এইরকম পরাগযােগ একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে থাকে। প্রশ্ন:২ প্রকৃত ফল কাকে বলে ? উত্তর:  প্রকৃত ফল—যখন কেবল ডিম্বাশয় ফলে পরিণত হয়, ফুলের অন্যান্য অংশ ফল গঠনে অংশগ্রহণ করে না, তখন সেই প্রকার ফলকে প্রকৃত ফল (true fruit) বলে।  যেমন—আম, জাম। প্রশ্ন:৩ ইতর পরাগযােগ কাকে বলে ? উদাহরণ দাও।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৭

জীবের জনন প্রশ্ন:১ সেমিনিফেরাস নালিকার স্তরগুলির নাম লেখাে। উত্তর:  সেমিনিফেরাস নালিকার স্তরগুলি হল– (i) স্পার্মাটোগােনিয়া বা আদি শুক্রকোশ,  (ii) প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাথমিক পরশুক্রাণু,  (iii) সেকেন্ডারি স্পার্মাটোসাইট বা গৌণ পরশুক্রাণু,  (iv) স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু,  (v) স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু। প্রশ্ন:২ স্পার্মাটোজেনেসিস, স্পর্মিওজেনেসিস ও স্পার্মিয়েশন কাকে বলে ? উত্তর:  যে প্রক্রিয়ায় শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোশ থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে। যে প্রক্রিয়ায় গৌণ পরশুক্রাণু পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয় তাকে স্পর্মিওজেনেসিস বলে। অপরপক্ষে, সারাটোলির কোশ থেকে শুক্রাণুর অপসারণকে স্পার্মিয়েশন বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৬

জীবের জনন প্রশ্ন:১ জননের দুটি গুরুত্ব লেখাে। উত্তর: গুরুত্ব— (i) জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস পূরণ হয়, যার ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।  (ii) জনন জীবের মধ্যে ভেদ বা প্রকরণের সূচনা করে। প্রয়ােজনীয় প্রকরণ জীবের অভিযােজন ও অভিব্যক্তির জন্য আবশ্যক। প্রশ্ন:২ অযৌন জননের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করাে। উত্তর: বৈশিষ্ট্য— (i) একটি মাত্র জনিতৃ জীব জননে অংশগ্রহণ করে;  (ii) গ্যামেট সৃষ্টি হয় না; নিষেক সম্পন্ন হয় না;  (iii) কেবলমাত্র মাইটোসিস কোশ বিভাজন ঘটে সেক্ষেত্রে অপত্য জীব মাতৃজীবের সদৃশ হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৫

জীবের জনন প্রশ্ন:১ স্ত্রীলােকদের গৌণ জনন অঙ্গগুলি কী কী ? উত্তর:  ফ্যালােপিয়ান নালি, জরায়ু, বার্থোলিন গ্রন্থি, যােনিপথ, যােনিদ্বার, হাইমেন ও স্তনগ্রন্থি। প্রশ্ন:২ নারীদের গৌণ যৌনলক্ষণগুলি কী কী ? উত্তর:  স্তনগ্রন্থি ও নিতম্বের বৃদ্ধি, তলপেটে ভালভার চারপাশে, যৌনকেশের বৃদ্ধি, রজঃচক্রের সূত্রপাত, কোমল মসৃণ ত্বক, কোমল কণ্ঠস্বর, নারীসুলভ মানসিকতার বিকাশ ইত্যাদি। প্রশ্ন:৩ গৌণ যৌনলক্ষণ কাকে বলে ?