প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর
১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন?
উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন।
২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে?
উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে।
৩। 'নাডিক' নামে কারা পরিচিত?
উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত।
৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি?
উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
৫। কে. কবে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
উঃ। স্যার জেমস প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন।
৬। কোন প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনি বর্ণিত হয়েছে?
উঃ। 'নাসিক প্রশস্তি'তে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনি বর্ণিত হয়েছে।
৭। 'এলাহাবাদ প্রশস্তি'তে কার কীর্তি বর্ণিত হয়েছে?
উঃ। 'এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত হয়েছে।
৮। 'আইহোল প্রশস্তিটি কে খোদাই করেন?
উঃ। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তিটি খোদাই করেন।
৯। মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ। মেগাস্থিনিস হলেন 'ইন্ডিকা' গ্রন্থের রচয়িতা।
১০। 'মৃচ্ছকটিকম্' কে লিখেছেন?
উঃ। 'শূদ্রক' মৃচ্ছকটিকম্ লিখেছেন।
১১। ফা-হিয়েনের বিবরণীটির নাম কী?
উঃ। ফা-হিয়েনের বিবরণীটির নাম 'ফো-কিয়ো-কি'।
১২। 'হর্ষচরিত' কার লেখা?
উঃ। 'হর্ষচরিত' বাণভট্টের লেখা।
১৩। 'রামচরিত' কার লেখা?
উঃ। 'রামচরিত' সন্ধ্যাকর নন্দী-র লেখা।
১৪। 'গৌড়বাহ' কার রচনা?
উঃ। বাকপতিরাজ 'গৌড়বাহ' রচনা করেন।
১৫। 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা?
উঃ। সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ 'এলাহাবাদ প্রশস্তি' রচনা করেন।
১৬। 'রাজতরঙ্গিণী' গ্রন্থের রচয়িতা কে? তাতে কোথাকার ইতিহাস পাওয়া যায়?
উঃ। কলহন রাজতরঙ্গিণী গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ থেকে কাশ্মীরের রাজবংশের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়।
১৭। 'নাসিক প্রশস্তিতে' কোন্ রাজার কীর্তি বর্ণিত হয়েছে এবং কে রচনা করেন?
উঃ। 'নাসিক প্রশস্তিতে' গৌতমীপুত্র সাতকণীর কীর্তি বর্ণিত হয়েছে। এটি তাঁর মা গৌতমী বলশ্রী রচনা করেন।
১৮। 'বিক্রমাঙ্কদেবচরিত' কে রচনা করেন?
উঃ। বিলহন 'বিক্রমাঙ্কদেবচরিত' রচনা করেন।
১৯। 'অর্থশাস্ত্র' কে রচনা করেন?
উঃ। কৌটিল্য 'অর্থশাস্ত্র' রচনা করেন।।
২০। 'বুদ্ধচরিত' কার রচনা?
উঃ। অশ্বঘোষ 'বুদ্ধচরিত' রচনা করেন।
২১। 'তহকি-ই-হিন্দ' কে রচনা করেন?
উঃ। অলবেরুনি 'তহকিক্-ই-হিন্দ' রচনা করেন। এটি তাঁর ভারতভ্রমণের বিবরণীবিশেষ।
২২। 'মুদ্রারাক্ষস' কার লেখা?
উঃ। বিশাখদত্ত 'মুদ্রারাক্ষস' লিখেছেন।
২৩। 'দায়ভাগ' কার লেখা?
উঃ। জীমূতবাহন 'দায়ভাগ' লিখেছেন।
২৪। 'গীতগোবিন্দ' কার লেখা?
উঃ। জয়দেব 'গীতগোবিন্দ' লিখেছেন।
২৫। 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' কার লেখা?
উঃ। বল্লাল সেন 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' রচনা করেছেন।
২৬। 'কথাসরিৎসাগর কথামালা' কার লেখা?
উঃ। সোমদেব ভট্ট 'কথাসরিৎসাগর কথামালা' রচনা করেছেন।
২৭। 'কুমারপালচরিত' কার লেখা?
উঃ। হেমচন্দ্র 'কুমারপালচরিত' রচনা করেছেন।
২৮। 'গৌড়বহ' কে রচনা করেন?
উঃ। বাষ্পতিরাজ 'গৌড়বহ' রচনা করেন।
২৯। 'পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি' কার রচনা?
উঃ। জনৈক অজ্ঞাতনামা গ্রিক লেখক এটি রচনা করেন।
৩০। হিউয়েন সাঙ-এর লেখা গ্রন্থের নাম কী?
উঃ। হিউয়েন সাঙ্-এর লেখা গ্রন্থের নাম সিইউ-কি।
৩১। মহাভাষ্য কে রচনা করেন?
উঃ। পতঞ্জলি 'মহাভাষ্য' রচনা করেন।
৩২। 'নানঘাট শিলালিপি' কে রচনা করেন?
উঃ। প্রথম সাতকর্ণীর মা নয়নিকা বা নাগনিকা 'নানঘাট শিলালিপি' রচনা করেন।
৩৩। 'গোয়ালিয়র লিপি' কে খোদাই করেন?
উঃ। প্রতিহাররাজ প্রথম ভোজরাজ 'গোয়ালিয়র লিপি' খোদাই করেন।
৩৪। 'কলিঙ্গলিপি' কে খোদাই করেন?
উঃ। সম্রাট অশোক 'কলিঙ্গলিপি' খোদাই করেন।
৩৫। 'অষ্টাধ্যায়ী' কে রচনা করেন?
উঃ। পাণিনি 'অষ্টাধ্যায়ী' রচনা করেন।
৩৬। 'খালিমপুর তাম্রলিপি' কে রচনা করেন?
উঃ। পালরাজা ধর্মপাল 'খালিমপুর তাম্রলিপি' রচনা করেন।
৩৭। 'গঞ্চামলিপি' কে খোদাই করেন?
উঃ। গৌড়রাজ শশাঙ্ক 'গঞ্জামলিপি' খোদাই করেন।
৩৮। 'এরাণ শিলালিপি' কে খোদাই করেন?
উঃ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'এরাণ শিলালিপি' খোদাই করেন।
৩৯। 'দেওপাড়া প্রশস্তি' কে খোদাই করেন?
উঃ। বিজয় সেনের সভাকবি উমাপতি ধর 'দেওপাড়া প্রশস্তি' রচনা করেন।
৪০। 'হাতিগুম্ফালিপি' কোন্ সময়ের?
উঃ। কলিঙ্গরাজ খারবেল-এর সময়কার।
৪১। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ পর্যটক ভারতে আসেন?
উঃ। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাঙ ভারতে আসেন।
৪২। অলবেরুণি কখন ভারতে আসেন?
উঃ। সুলতান মামুদের ভারত আক্রমণকালে অলবেরুণি ভারতে আসেন।
৪৩। 'ইতিহাসের জনক' কাকে বলা হয়?
উঃ। হেরোডোটাস-কে 'ইতিহাসের জনক' বলা হয়।
৪৪। কোন্ পর্বত ভারতবর্ষকে দুটি খণ্ডে বিভক্ত করেছে?
উঃ। বিন্ধ্যপর্বত ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করেছে।
৪৫। পুরাণের সংখ্যা কয়টি?
উঃ। পুরাণের সংখ্যা ১৮টি।
৪৬। সিংহলের দুটি বৌদ্ধগ্রন্থের নাম লেখো।
উঃ। সিংহলের দুটি বৌদ্ধগ্রন্থের নাম হল- (ক) দীপবংশ, (খ) মহাবংশ।
৪৭। প্রাচীনকালের দু-জন রোমান লেখকের নাম লেখো।
উঃ। প্রাচীনকালের দু-জন রোমান লেখক হলেন- (ক) প্লুটার্ক, (খ) প্লিনি।
৪৮। 'জিওগ্রাফি' কে রচনা করেন?
উঃ। টলেমি (Ptolemy) 'জিওগ্রাফি' রচনা করেন।
৪৯। 'ন্যাচারালিস হিস্টোরিয়া' কে রচনা করেন?
উঃ। রোমান ঐতিহাসিক প্লিনি 'ন্যাচারালিস হিস্টোরিয়া' রচনা করেন।
৫০। 'দশকুমার চরিত' কার রচনা?
উঃ। দন্ডিন 'দশকুমার চরিত' রচনা করেন।
৫১। 'ন্যায়কন্দলী' গ্রন্থের রচয়িতা কে?
উঃ। শ্রীধর ভট্ট 'ন্যায়কন্দলী' রচনা করেন।
৫২। 'তাবাকাৎ-ই-নাসিরি' কার রচনা?
উঃ। মিনহাজ-উস-সিরাজ 'তাবাকাৎ-ই-নাসিরি' রচনা করেছেন।
৫৩। 'সিয়েন-হান-সু' কার রচনা?
উঃ। প্যান-কু 'সিয়েন-হান-সু' রচনা করেছেন।
৫৪। 'হৌ-হান-সু' গ্রন্থটি থেকে কোন্ রাজবংশের ইতিহাস জানা যায়? গ্রন্থটি কে রচনা করেন?
উঃ। 'হৌ-হান-সু' গ্রন্থটি থেকে কুষাণদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। ফ্যান-ই এই গ্রন্থটি রচনা করেন।
৫৫। 'মুন্তাখাব-উল-লুবাব' কে লিখেছিলেন?
উঃ। কাফি খাঁ 'মুন্তাখাব-উল-লুবাব' রচনা করেন।
৫৬। জুনাগড় স্তম্ভলিপি কে খোদাই করেন?
উঃ। শক রাজা রুদ্রদামন এই স্তম্ভলিপিটি খোদাই করেন।
৫৭। 'আকবরনামা' কে রচনা করেন?
উঃ। 'আকবরনামা'-আবুল ফজল রচনা করেন।
৫৮। 'আইন-ই-আকবরি' গ্রন্থটি কার লেখা?
উঃ। আবুল ফজল-আইন-ই-আকবরি গ্রন্থটি লিখেছেন।
৫৯। 'হুমায়ূননামা' কার রচনা?
উঃ। সম্রাট হুমায়ুনের ভগ্নী গুলবদন বেগম এই গ্রন্থটি রচনা করেন।

Comments
Post a Comment