দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবের জনন
প্রশ্ন:১
কিউমুলাস ঊফোরাস কাকে বলে ?
কিউমুলাস ঊফোরাস কাকে বলে ?
উত্তর:
প্রাইমারি ঊসাইটকে আবৃত করে যে গ্র্যানুলােসা কোশস্তর থাকে তাকে কিউমুলাস ঊফোরাস বলে।
প্রশ্ন:২
এক্টোপিক ডিম্বাশয় কী ?
উত্তর:
ডিম্বাশয় যখন সঠিক অবস্থানে না থেকে ইনগুইনাল ক্যানাল অঞ্চলে অবস্থান করে তখন ডিম্বাশয়ের ওই অস্বাভাবিক অবস্থাকে এক্টোপিক ডিম্বাশয় বলে।
প্রশ্ন:৩
অ্যাম্ফিমিক্সিস কাকে বলে ?
প্রশ্ন:৩
অ্যাম্ফিমিক্সিস কাকে বলে ?
উত্তর:
শুক্রাণু ও ডিম্বাণুর যথাক্রমে পুং ও স্ত্রী নিউক্লিয়াসের ক্রোমােজোমের মিলনকে অ্যাম্ফিমিক্সিস বলে।
প্রশ্ন:৪
গােনাড কাকে বলে ? মানুষের গােনাডগুলির নাম কী ?
প্রশ্ন:৪
গােনাড কাকে বলে ? মানুষের গােনাডগুলির নাম কী ?
উত্তর:
যে গ্রন্থিতে জনন একক বা গ্যামেট উৎপন্ন হয় তাকে গােনাড বা জননগ্রন্থি বলে। মানুষের গােনাডগুলি হল শুক্রাশয় ও ডিম্বাশয়।
প্রশ্ন:৫
ব্লাস্টুলা কাকে বলে ?
প্রশ্ন:৫
ব্লাস্টুলা কাকে বলে ?
উত্তর:
মরুলার পরবর্তী যে দশা একস্তরী কোশবিশিষ্ট ফাঁপা বলের মত আকৃতি ধারণ করে তাকে ব্লাস্টুলা বলে।
প্রশ্ন:৬
এক্টোপিক ইমপ্ল্যান্টেশন কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ যখন জরায়ু ছাড়া ডিম্বাশয়, উদরগহ্বর বা ফ্যালােপিয়ান নালিতে রােপিত হয়, তখন ভ্রূণের ওই প্রকার রােপণকে এক্টোপিক ইমপ্ল্যান্টেশন বলে।
প্রশ্ন:৭
সারটোলি কোশ ক্ষরিত হরমােনগুলি কী ?
প্রশ্ন:৭
সারটোলি কোশ ক্ষরিত হরমােনগুলি কী ?
উত্তর:
ইনহিবিন, অ্যাক্টিভিন, ইসট্রোজেন।
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলা কাকে বলে ?
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলা কাকে বলে ?
উত্তর:
ব্লাস্টুলার পরবর্তী যে দশাটি ত্রিস্তরবিশিষ্ট (এক্টোডার্ম, মেসােডার্ম ও এন্ডােডার্ম) হয়, যা ভ্রূণ গঠন করে তাকে গ্যাস্ট্রুলা বলে।
প্রশ্ন:৯
প্রশ্ন:৯
এগ নেস্ট কী ?
উত্তর:
ডিম্বাশয়ের আদি ডিম্বাণুর ফ্লুুজারের এগ টিউব ডিম্বাশয়ের স্ট্রোমার কর্টেক্স অঞ্চলে স্ফীত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে এগ নেস্ট বলে।
প্রশ্ন:১০
অ্যাক্টিভিনের কাজ কী ?
প্রশ্ন:১০
অ্যাক্টিভিনের কাজ কী ?
উত্তর:
FSH নিঃসরণ করা।

Comments
Post a Comment