নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের জনন
প্রশ্ন:১
কিউমুলাস ঊফোরাস কাকে বলে ?
কিউমুলাস ঊফোরাস কাকে বলে ?
উত্তর:
প্রাইমারি ঊসাইটকে আবৃত করে যে গ্র্যানুলােসা কোশস্তর থাকে তাকে কিউমুলাস ঊফোরাস বলে।
প্রশ্ন:২
এক্টোপিক ডিম্বাশয় কী ?
উত্তর:
ডিম্বাশয় যখন সঠিক অবস্থানে না থেকে ইনগুইনাল ক্যানাল অঞ্চলে অবস্থান করে তখন ডিম্বাশয়ের ওই অস্বাভাবিক অবস্থাকে এক্টোপিক ডিম্বাশয় বলে।
প্রশ্ন:৩
অ্যাম্ফিমিক্সিস কাকে বলে ?
প্রশ্ন:৩
অ্যাম্ফিমিক্সিস কাকে বলে ?
উত্তর:
শুক্রাণু ও ডিম্বাণুর যথাক্রমে পুং ও স্ত্রী নিউক্লিয়াসের ক্রোমােজোমের মিলনকে অ্যাম্ফিমিক্সিস বলে।
প্রশ্ন:৪
গােনাড কাকে বলে ? মানুষের গােনাডগুলির নাম কী ?
প্রশ্ন:৪
গােনাড কাকে বলে ? মানুষের গােনাডগুলির নাম কী ?
উত্তর:
যে গ্রন্থিতে জনন একক বা গ্যামেট উৎপন্ন হয় তাকে গােনাড বা জননগ্রন্থি বলে। মানুষের গােনাডগুলি হল শুক্রাশয় ও ডিম্বাশয়।
প্রশ্ন:৫
ব্লাস্টুলা কাকে বলে ?
প্রশ্ন:৫
ব্লাস্টুলা কাকে বলে ?
উত্তর:
মরুলার পরবর্তী যে দশা একস্তরী কোশবিশিষ্ট ফাঁপা বলের মত আকৃতি ধারণ করে তাকে ব্লাস্টুলা বলে।
প্রশ্ন:৬
এক্টোপিক ইমপ্ল্যান্টেশন কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ যখন জরায়ু ছাড়া ডিম্বাশয়, উদরগহ্বর বা ফ্যালােপিয়ান নালিতে রােপিত হয়, তখন ভ্রূণের ওই প্রকার রােপণকে এক্টোপিক ইমপ্ল্যান্টেশন বলে।
প্রশ্ন:৭
সারটোলি কোশ ক্ষরিত হরমােনগুলি কী ?
প্রশ্ন:৭
সারটোলি কোশ ক্ষরিত হরমােনগুলি কী ?
উত্তর:
ইনহিবিন, অ্যাক্টিভিন, ইসট্রোজেন।
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলা কাকে বলে ?
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলা কাকে বলে ?
উত্তর:
ব্লাস্টুলার পরবর্তী যে দশাটি ত্রিস্তরবিশিষ্ট (এক্টোডার্ম, মেসােডার্ম ও এন্ডােডার্ম) হয়, যা ভ্রূণ গঠন করে তাকে গ্যাস্ট্রুলা বলে।
প্রশ্ন:৯
প্রশ্ন:৯
এগ নেস্ট কী ?
উত্তর:
ডিম্বাশয়ের আদি ডিম্বাণুর ফ্লুুজারের এগ টিউব ডিম্বাশয়ের স্ট্রোমার কর্টেক্স অঞ্চলে স্ফীত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে এগ নেস্ট বলে।
প্রশ্ন:১০
অ্যাক্টিভিনের কাজ কী ?
প্রশ্ন:১০
অ্যাক্টিভিনের কাজ কী ?
উত্তর:
FSH নিঃসরণ করা।
Comments
Post a Comment