ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
জীবের জনন
প্রশ্ন:১
মৌখিক গর্ভনিরােধক বড়ি কীভাবে গর্ভরােধ করে ?
উত্তর:
ওভিউলেশনে বাধা দেয়, জরায়ুর এন্ডােমেট্রিয়াম স্তরে ভ্রূণের রােপণে বাধা সৃষ্টি করে, শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে এবং ডিম্বনালির সক্রিয়তা ও ক্ষরণ কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।
প্রশ্ন:২
ভাসেকটোমি বলতে কী বােঝাে ?
উত্তর:
ভাসেকটোমি হল পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এক্ষেত্রে শুক্রথলির চামড়ার দু-পাশ চিরে নিয়ে শুক্রনালি বার করে কেটে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়।
প্রশ্ন:৩
অ্যামনিওসেনটেসিসের অপব্যবহার বলতে কী বােঝো ?
উত্তর:
অ্যামনিওসেনটেসিসের মাধ্যমে যেহেতু ভ্ৰূণ-লিঙ্গ নির্ণয় করা যায়, কন্যাভ্ৰূণ নির্ধারিত হলে তার গর্ভপাত করানাে হয়, যার ফলে বিশ্বে কন্যা সন্তানের সংখ্যা হ্রাস পাচ্ছে। এটি একটি আইনত অপরাধযােগ্য কাজ।
প্রশ্ন:৪
ফেম সিল্ড কী ? এটি কীভাবে কাজ করে ?
উত্তর:
ফেম সিল্ড হল স্ত্রীলােকদের কনডােম। এটি একধরনের পলিইউরেথেন পাউচ বিশেষ যার দু-পাশে দুটি রিং বা বলয় থাকে। এর ছােটো রিংটি যােনির ভিতরে এবং বড়ােটি যােনির বাইরে আটকে থাকে।
এটি একদিকে বীর্য ও অন্যদিকে STD প্রতিরােধক হিসাবে কাজ করে।
প্রশ্ন:৫
AIDS রােগের দুটি প্রতিকার লেখাে৷
উত্তর:
(i) রােগীর ব্যবহৃত ব্লেড, ক্ষুর, সিরিঞ্জ ব্যবহার করা যাবে না, সবসময় Disposal সিরিঞ্জ ব্যবহার করতে হয়।
(ii) রক্ত সঞ্চালনকালে HIV মুক্ত রক্ত গ্রহণ বা দান করতে হবে।
প্রশ্ন:৬
এমারজেন্সি গর্ভনিরােধ বলতে কী বােঝো ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
হঠাৎ অসুরক্ষিত অবস্থায় যৌন মিলন ঘটলে 12 ঘণ্টার মধ্যে Ovral দুটি বড়ি খেয়ে নিলে গর্ভরােধ হয়। এই ব্যবস্থাকে এমারজেন্সি গর্ভরােধ বলে। উদাহরণ–Oviclon, ipil।
প্রশ্ন:৭
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস (IUD) বলতে কী বােঝাে ?
উত্তর:
IUD হল প্লাস্টিক বা ধাতুর তৈরি S বা T আকৃতির গঠন বিশেষ, যা যােনিপথ মাধ্যমে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়।
প্রশ্ন:৮
জননগত স্বাস্থ্যের দুটি তাৎপর্য লেখাে।
উত্তর:
জনন অঙ্গগুলিকে যৌন রােগ বিস্তার (Sexually transmitted diseas) থেকে মুক্ত রাখা।
প্রশ্ন:৯
জননগত স্বাস্থ্য বলতে কী বােঝাে ?
উত্তর:
নারী ও পুরুষের যৌবনকালে স্বাস্থ্যকর জনন অঙ্গ এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, জনন অঙ্গের রােগ প্রতিরােধ করা ইত্যাদিকে সামগ্রিকভাবে জননগত স্বাস্থ্য বলে।
প্রশ্ন:১০
স্ত্রী বন্ধ্যাত্বতার দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
(i) গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম বা ডিম্বাণুর মুক্তি না পাওয়া।
(ii) জরায়ুর এন্ডােমেট্রিয়াম স্তরের গঠনগত ত্রুটি ইত্যাদি।

Comments
Post a Comment