প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
জীবের জনন
প্রশ্ন:১
মৌখিক গর্ভনিরােধক বড়ি কীভাবে গর্ভরােধ করে ?
উত্তর:
ওভিউলেশনে বাধা দেয়, জরায়ুর এন্ডােমেট্রিয়াম স্তরে ভ্রূণের রােপণে বাধা সৃষ্টি করে, শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে এবং ডিম্বনালির সক্রিয়তা ও ক্ষরণ কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।
প্রশ্ন:২
ভাসেকটোমি বলতে কী বােঝাে ?
উত্তর:
ভাসেকটোমি হল পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। এক্ষেত্রে শুক্রথলির চামড়ার দু-পাশ চিরে নিয়ে শুক্রনালি বার করে কেটে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়।
প্রশ্ন:৩
অ্যামনিওসেনটেসিসের অপব্যবহার বলতে কী বােঝো ?
উত্তর:
অ্যামনিওসেনটেসিসের মাধ্যমে যেহেতু ভ্ৰূণ-লিঙ্গ নির্ণয় করা যায়, কন্যাভ্ৰূণ নির্ধারিত হলে তার গর্ভপাত করানাে হয়, যার ফলে বিশ্বে কন্যা সন্তানের সংখ্যা হ্রাস পাচ্ছে। এটি একটি আইনত অপরাধযােগ্য কাজ।
প্রশ্ন:৪
ফেম সিল্ড কী ? এটি কীভাবে কাজ করে ?
উত্তর:
ফেম সিল্ড হল স্ত্রীলােকদের কনডােম। এটি একধরনের পলিইউরেথেন পাউচ বিশেষ যার দু-পাশে দুটি রিং বা বলয় থাকে। এর ছােটো রিংটি যােনির ভিতরে এবং বড়ােটি যােনির বাইরে আটকে থাকে।
এটি একদিকে বীর্য ও অন্যদিকে STD প্রতিরােধক হিসাবে কাজ করে।
প্রশ্ন:৫
AIDS রােগের দুটি প্রতিকার লেখাে৷
উত্তর:
(i) রােগীর ব্যবহৃত ব্লেড, ক্ষুর, সিরিঞ্জ ব্যবহার করা যাবে না, সবসময় Disposal সিরিঞ্জ ব্যবহার করতে হয়।
(ii) রক্ত সঞ্চালনকালে HIV মুক্ত রক্ত গ্রহণ বা দান করতে হবে।
প্রশ্ন:৬
এমারজেন্সি গর্ভনিরােধ বলতে কী বােঝো ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
হঠাৎ অসুরক্ষিত অবস্থায় যৌন মিলন ঘটলে 12 ঘণ্টার মধ্যে Ovral দুটি বড়ি খেয়ে নিলে গর্ভরােধ হয়। এই ব্যবস্থাকে এমারজেন্সি গর্ভরােধ বলে। উদাহরণ–Oviclon, ipil।
প্রশ্ন:৭
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস (IUD) বলতে কী বােঝাে ?
উত্তর:
IUD হল প্লাস্টিক বা ধাতুর তৈরি S বা T আকৃতির গঠন বিশেষ, যা যােনিপথ মাধ্যমে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়।
প্রশ্ন:৮
জননগত স্বাস্থ্যের দুটি তাৎপর্য লেখাে।
উত্তর:
জনন অঙ্গগুলিকে যৌন রােগ বিস্তার (Sexually transmitted diseas) থেকে মুক্ত রাখা।
প্রশ্ন:৯
জননগত স্বাস্থ্য বলতে কী বােঝাে ?
উত্তর:
নারী ও পুরুষের যৌবনকালে স্বাস্থ্যকর জনন অঙ্গ এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, জনন অঙ্গের রােগ প্রতিরােধ করা ইত্যাদিকে সামগ্রিকভাবে জননগত স্বাস্থ্য বলে।
প্রশ্ন:১০
স্ত্রী বন্ধ্যাত্বতার দুটি কারণ উল্লেখ করাে।
উত্তর:
(i) গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম বা ডিম্বাণুর মুক্তি না পাওয়া।
(ii) জরায়ুর এন্ডােমেট্রিয়াম স্তরের গঠনগত ত্রুটি ইত্যাদি।

Comments
Post a Comment