ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
জীবের জনন
প্রশ্ন:১
করপাস লিউটিয়াম কী ? এর কাজ কী ?
করপাস লিউটিয়াম কী ? এর কাজ কী ?
উত্তর:
পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হয়ে গেলে ডিম্বথলিটি পীতাভ কোশ দিয়ে পূর্ণ হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে করপাস লিউটিয়াম বলে।
করপাস লিউটিয়াম প্রােজেস্টেরন ও রিলাক্সিন হরমােন নিঃসরণ।
প্রশ্ন:২
করােনা রেডিয়েটা কী ?
করপাস লিউটিয়াম প্রােজেস্টেরন ও রিলাক্সিন হরমােন নিঃসরণ।
প্রশ্ন:২
করােনা রেডিয়েটা কী ?
উত্তর:
করােনা রেডিয়েটা–গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্র্যানুলােসা কোশ যুক্ত থাকে তাকে করােনা রেডিয়েটা বলে, যা জোনা পেলিউসিডার বাইরের স্তর।
প্রশ্ন:৩
ওভিউলেশন কাকে বলে ? কোন্ হরমােনের প্রভাবে এই প্রক্রিয়াটি ঘটে ?
উত্তর:
প্রশ্ন:৩
ওভিউলেশন কাকে বলে ? কোন্ হরমােনের প্রভাবে এই প্রক্রিয়াটি ঘটে ?
উত্তর:
পরিণত গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণুর বের হওয়াকে ডিম্বক নিঃসরণ বা ওভিউলেশন বলে।
LH হরমােন এই প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৪
নিষেক কী ? মানুষের নিষেক কোথায় ও কখন হয়?
LH হরমােন এই প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৪
নিষেক কী ? মানুষের নিষেক কোথায় ও কখন হয়?
উত্তর:
পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলে। মানুষের নিষেক স্ত্রীদেহে ফ্যালােপিয়ান নালির ঊর্ধ্বাংশে অর্থাৎ অ্যম্পুলাতে সম্পন্ন হয়।
প্রশ্ন:৫
গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি কাকে বলে ?
প্রশ্ন:৫
গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি কাকে বলে ?
উত্তর:
ডিম্বাশয়ে প্রজনন কলা থেকে উৎপন্ন হয়ে স্ট্রোমার মধ্যে অবস্থানকারী যে থলির মতাে অংশে ডিম্বাণু সৃষ্টি হয় এবং ডিম্বাণু অবস্থান করে তাদের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি বলে।
প্রশ্ন:৬
প্রােনিউক্লিয়াস কী ?
প্রশ্ন:৬
প্রােনিউক্লিয়াস কী ?
উত্তর:
নিষেকের পূর্বে ডিম্বাণুর ঊপ্লাজমে প্রবেশের পর শুক্রাণুর স্ফীত মস্তক এবং দ্বিতীয় মেরুডিম্ব নিক্ষেপের পর পরিণত ডিম্বাণু যে দুটি নিউক্লিয়দেহে পরিণত হয় তাদের প্রত্যেকটিকে প্রােনিউক্লিয়াস বলে। প্রানিউক্লিয়াস দু-রকমের। যথা–পুংপ্রােনিউক্লিয়াস ও স্ত্রীপ্রােনিউক্লিয়াস।
প্রশ্ন:৭
প্রশ্ন:৭
ভাইটেলাইন পর্দা, জোনা পেলুসিডা কী ?
উত্তর:
ভাইটেলাইন পর্দা–ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বেষ্টন করে থাকা পর্দা।
জোনা পেলুসিডা–পরিণত ডিম্বাণুর ভাইটেলাইন পর্দাকে বেষ্টন করে অবস্থিত অপেক্ষাকৃত পুরু আবরণ।
প্রশ্ন:৮
ডিম্বথলি কত প্রকারের ও কী কী?
জোনা পেলুসিডা–পরিণত ডিম্বাণুর ভাইটেলাইন পর্দাকে বেষ্টন করে অবস্থিত অপেক্ষাকৃত পুরু আবরণ।
প্রশ্ন:৮
ডিম্বথলি কত প্রকারের ও কী কী?
উত্তর:
ডিম্বথলি দু-প্রকারের, যথা—
(i) আদি ডিম্বথলি এবং
(ii) পরিণত ডিম্বথলি বা বিদীর্ণ ডিম্বথলি।
উল্লেখ্য, আদি ডিম্বথলি ডিম্বাণুবিহীন এবং পরিণত ডিম্বথলি ডিম্বাণুযুক্ত।
প্রশ্ন:৯
গাইনিকোমাসটিয়া কাকে বলে ?
প্রশ্ন:৯
গাইনিকোমাসটিয়া কাকে বলে ?
উত্তর:
পুরুষদের বুকের স্তনগ্রন্থির বৃদ্ধিকে গাইনিকোমাসটিয়া বলে। ইসট্রোজেন ক্ষরণকারী টিউমারের উপস্থিতির জন্য এই অবস্থার সৃষ্টি হয়।
প্রশ্ন:১০
ঊজেনেসিস কাকে বলে ? কোন্ হরমােন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ?
প্রশ্ন:১০
ঊজেনেসিস কাকে বলে ? কোন্ হরমােন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ডিম্বাণু-মাতৃকোশ থেকে ডিম্বাণু সৃষ্টি হয় তাকে ঊজেনেসিস বলে।
GTH, FSH এবং LH হরমােন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
GTH, FSH এবং LH হরমােন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

Comments
Post a Comment