নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের জনন
প্রশ্ন:১
এক্সোজেনাস বাডিং কাকে বলে ?
এক্সোজেনাস বাডিং কাকে বলে ?
উত্তর:
হাইড্রার (Hydra) কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হয়, এই প্রকার বাডিং কে এক্সোজেনাস বাডিং বলে। হাইড্রার দেহের পরিধির দিকে কোরক গঠিত হয়।
প্রশ্ন:২
সিনগ্যামি কী ?
প্রশ্ন:২
সিনগ্যামি কী ?
যে যৌন জননে দুটি ভিন্নধর্মী জননকোশ অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে এবং নতুন অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে সিনগ্যামি বলে।
প্রশ্ন:৩
অঙ্গজ জনন কাকে বলে ?
প্রশ্ন:৩
অঙ্গজ জনন কাকে বলে ?
উত্তর:
যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদদেহের কোনাে অঙ্গ বা অঙ্গংশ জনিতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, তাকেই অঙ্গজ জনন বলে।
প্রশ্ন:৪
যৌন জনন কাকে বলে ?
প্রশ্ন:৪
যৌন জনন কাকে বলে ?
উত্তর:
যে জনন পদ্ধতিতে দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোশ অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে।
প্রশ্ন:৫
সিউডােপোডিওরেণু কী ?
প্রশ্ন:৫
সিউডােপোডিওরেণু কী ?
উত্তর:
অ্যামিবার বহুবিভাজনে সিস্টের মধ্যে অ্যামিবা বার বার বিভাজিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামিবা সৃষ্টি করে, যাদের সিউডােপােডিওরেণু বলে। অনুকূল পরিবেশে সিস্টের প্রাচীর বিদীর্ণ হয়ে সিউডােপোডিওরেণুগুলি মুক্ত হয়ে অপত্য অ্যামিবা সৃষ্টি করে।
প্রশ্ন:৬
যৌন জননের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে।
প্রশ্ন:৬
যৌন জননের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে।
উত্তর:
বৈশিষ্ট্য–
(i) জনন কোশ বা গ্যামেট সৃষ্টি হয়, নিষেক ঘটে।
(ii) এক্ষেত্রে মাইটোসিস ও মিয়ােসিস উভয় প্রকার কোশবিভাজন ঘটে।
(iii) অপত্য জীব জিনগতভাবে পিতা মাতার থেকে ভিন্ন হয়।
প্রশ্ন:৭
স্টক এবং সিয়ন কী ?
প্রশ্ন:৭
স্টক এবং সিয়ন কী ?
উত্তর:
জোড় কলম পদ্ধতিতে, মূলসহ যে গাছটিতে গুটি বাঁধা হয় তাকে স্টক এবং পাশের যে গাছটির শাখা স্টকের সঙ্গে জোড়া লাগানাে হয় তাকে সিয়ন বলে।
প্রশ্ন:৮
ওইডিয়া কী ?
প্রশ্ন:৮
ওইডিয়া কী ?
উত্তর:
অ্যাগারিকাসের (Agaricus) অণুসূত্রে ছােটো ছােটো খণ্ডক গঠন হয়। যাদের ওইডিয়া বলে। এই গুলি পাতলা প্রাচীর বিশিষ্ট এক ধরনের রেণু, যাদের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু থাকে, সাধারণত জলে অতিরিক্ত লবণের উপস্থিতিতে এই ধরণের রেণুর সৃষ্টি করে।
প্রশ্ন:৯
জোড়কলম কাকে বলে ?
প্রশ্ন:৯
জোড়কলম কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানাে হয়, তাকে জোড়কলম বলে। এই ধরনের কলম উদ্যান-পালন বিদ্যায় ঘটানাে হয়।
প্রশ্ন:১০
প্ল্যাসমােটোমি কাকে বলে ?
প্রশ্ন:১০
প্ল্যাসমােটোমি কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় বহু নিউক্লিয়াস যুক্ত জনিতৃ প্রাণী বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য প্রাণী সৃষ্টি করে, যাকে প্ল্যাসমােটোমি বলে। উদাহরণ–ওপালিনা (Opalina)।
Comments
Post a Comment