পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জীবের জনন
প্রশ্ন:১
এক্সোজেনাস বাডিং কাকে বলে ?
এক্সোজেনাস বাডিং কাকে বলে ?
উত্তর:
হাইড্রার (Hydra) কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হয়, এই প্রকার বাডিং কে এক্সোজেনাস বাডিং বলে। হাইড্রার দেহের পরিধির দিকে কোরক গঠিত হয়।
প্রশ্ন:২
সিনগ্যামি কী ?
প্রশ্ন:২
সিনগ্যামি কী ?
যে যৌন জননে দুটি ভিন্নধর্মী জননকোশ অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে এবং নতুন অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে সিনগ্যামি বলে।
প্রশ্ন:৩
অঙ্গজ জনন কাকে বলে ?
প্রশ্ন:৩
অঙ্গজ জনন কাকে বলে ?
উত্তর:
যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদদেহের কোনাে অঙ্গ বা অঙ্গংশ জনিতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, তাকেই অঙ্গজ জনন বলে।
প্রশ্ন:৪
যৌন জনন কাকে বলে ?
প্রশ্ন:৪
যৌন জনন কাকে বলে ?
উত্তর:
যে জনন পদ্ধতিতে দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোশ অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে।
প্রশ্ন:৫
সিউডােপোডিওরেণু কী ?
প্রশ্ন:৫
সিউডােপোডিওরেণু কী ?
উত্তর:
অ্যামিবার বহুবিভাজনে সিস্টের মধ্যে অ্যামিবা বার বার বিভাজিত হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামিবা সৃষ্টি করে, যাদের সিউডােপােডিওরেণু বলে। অনুকূল পরিবেশে সিস্টের প্রাচীর বিদীর্ণ হয়ে সিউডােপোডিওরেণুগুলি মুক্ত হয়ে অপত্য অ্যামিবা সৃষ্টি করে।
প্রশ্ন:৬
যৌন জননের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে।
প্রশ্ন:৬
যৌন জননের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে।
উত্তর:
বৈশিষ্ট্য–
(i) জনন কোশ বা গ্যামেট সৃষ্টি হয়, নিষেক ঘটে।
(ii) এক্ষেত্রে মাইটোসিস ও মিয়ােসিস উভয় প্রকার কোশবিভাজন ঘটে।
(iii) অপত্য জীব জিনগতভাবে পিতা মাতার থেকে ভিন্ন হয়।
প্রশ্ন:৭
স্টক এবং সিয়ন কী ?
প্রশ্ন:৭
স্টক এবং সিয়ন কী ?
উত্তর:
জোড় কলম পদ্ধতিতে, মূলসহ যে গাছটিতে গুটি বাঁধা হয় তাকে স্টক এবং পাশের যে গাছটির শাখা স্টকের সঙ্গে জোড়া লাগানাে হয় তাকে সিয়ন বলে।
প্রশ্ন:৮
ওইডিয়া কী ?
প্রশ্ন:৮
ওইডিয়া কী ?
উত্তর:
অ্যাগারিকাসের (Agaricus) অণুসূত্রে ছােটো ছােটো খণ্ডক গঠন হয়। যাদের ওইডিয়া বলে। এই গুলি পাতলা প্রাচীর বিশিষ্ট এক ধরনের রেণু, যাদের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু থাকে, সাধারণত জলে অতিরিক্ত লবণের উপস্থিতিতে এই ধরণের রেণুর সৃষ্টি করে।
প্রশ্ন:৯
জোড়কলম কাকে বলে ?
প্রশ্ন:৯
জোড়কলম কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানাে হয়, তাকে জোড়কলম বলে। এই ধরনের কলম উদ্যান-পালন বিদ্যায় ঘটানাে হয়।
প্রশ্ন:১০
প্ল্যাসমােটোমি কাকে বলে ?
প্রশ্ন:১০
প্ল্যাসমােটোমি কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় বহু নিউক্লিয়াস যুক্ত জনিতৃ প্রাণী বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য প্রাণী সৃষ্টি করে, যাকে প্ল্যাসমােটোমি বলে। উদাহরণ–ওপালিনা (Opalina)।

Comments
Post a Comment