নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবের জনন
প্রশ্ন:১
ক্যামপাইলােট্রপাস ডিম্বক কী ?
ক্যামপাইলােট্রপাস ডিম্বক কী ?
উত্তর:
এই ধরনের ডিম্বকটি এমনভাবে বাঁকা থাকে যাতে ডিম্বকরন্ধ্রটি ডিম্বনাভির পাশে অবস্থান করে। ডিম্বকবৃন্তের এক পাশে থাকে ডিম্বক এবং অপর পাশে থাকে ডিম্বকমূল। উদাহরণ–সরিষা (Brassica)।
প্রশ্ন:২
স্ত্রীরেণুর উৎপত্তি কীভাবে ঘটে ?
প্রশ্ন:২
স্ত্রীরেণুর উৎপত্তি কীভাবে ঘটে ?
উত্তর:
ডিপ্লয়েড স্ত্রীরেণুমাতৃকোশটি মায়ােসিস প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু (megaspore) অর্থাৎ রেণচতুষ্টয় (megaspore tetrad) উৎপন্ন করে। চারটি স্ত্রীরেণু এক সরলরেখায় অবস্থান করে। এদের মধ্যে ডিম্বক মূলের দিকে অবস্থিত স্ত্রীরেণুটি সক্রিয় ভূমিকা নেয়, বাকি তিনটি বিলুপ্ত হয়ে যায়।
প্রশ্ন:৩
মাইক্রোস্পােরােজেনেসিস কাকে বলে ?
প্রশ্ন:৩
মাইক্রোস্পােরােজেনেসিস কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় রেণুধর কলায় অবস্থিত রেণুমাতৃকোশ থেকে পরাগরেণু সৃষ্টি হয়, তাকে মাইক্রোস্পােরােজেনেসিস বলে।
প্রশ্ন:৪
স্বপরাগী উদ্ভিদের যে-কোনাে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
প্রশ্ন:৪
স্বপরাগী উদ্ভিদের যে-কোনাে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
বৈশিষ্ট্য—
(i) ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয়।
(ii) একই ফুলে অথবা একই উদ্ভিদের দুটি ফুলে পরাগযােগ ঘটে।
(iii) ফুলগুলি আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অনুন্মীলিত হয়।
(iv) এই ধরনের ফুল সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়।
প্রশ্ন:৫
ভ্রূণস্থলী কী ?
(ii) একই ফুলে অথবা একই উদ্ভিদের দুটি ফুলে পরাগযােগ ঘটে।
(iii) ফুলগুলি আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অনুন্মীলিত হয়।
(iv) এই ধরনের ফুল সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়।
প্রশ্ন:৫
ভ্রূণস্থলী কী ?
উত্তর:
ভ্রূণপােষক কলার মধ্যে যে বৃহৎ থলির মতাে অংশ থাকে, যার মধ্যে বিভিন্ন নিউক্লিয়াসগুলি অবস্থান করে, তাকে ভ্রূণস্থলী বলে। এর মধ্যে একটি নিউক্লিয়াস থাকে।
প্রশ্ন:৬
স্বপরাগযােগ কাকে বলে ? উদাহরণ দাও।
প্রশ্ন:৬
স্বপরাগযােগ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যখন কোনাে ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয়, তখন তাকে স্বপরাগযােগ বলে।
উদাহরণ—উভলিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযােগ দেখা যায়। শিম (Dolichos lablab), টম্যাটো (Lycopersicum esculentum), সন্ধ্যামালতী (Mirabilis jalapa) ইত্যাদি।
প্রশ্ন:৭
রেণুরন্ধ্র কী ?
উদাহরণ—উভলিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযােগ দেখা যায়। শিম (Dolichos lablab), টম্যাটো (Lycopersicum esculentum), সন্ধ্যামালতী (Mirabilis jalapa) ইত্যাদি।
প্রশ্ন:৭
রেণুরন্ধ্র কী ?
উত্তর:
পরাগরেণুর বহিঃপ্রাচীরে এক বা একাধিক রন্ধ্র থাকে, যার মধ্য দিয়ে পরাগনালির নির্গমন ঘটে, তাকে রেণুরন্ধ্র বলে।
প্রশ্ন:৮
পরাগযােগ বা পরাগায়ন কাকে বলে ?
প্রশ্ন:৮
পরাগযােগ বা পরাগায়ন কাকে বলে ?
উত্তর:
ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলের বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে পরাগযােগ বা পরাগায়ন বলে। ব্যক্তবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি অনাবৃত ডিম্বকের ওপর পতিত হয়ে পরাগযােগ ঘটায়।
প্রশ্ন:৯
অ্যাম্ফিট্রপাস ডিম্বক কী ?
প্রশ্ন:৯
অ্যাম্ফিট্রপাস ডিম্বক কী ?
উত্তর:
এই ধরনের ডিম্বকটি ডিম্বক বৃন্তের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, ডিম্বকর ও ডিম্বকমূল ডিম্বকবৃন্তের দুই বিপরীত পাশে একই সরলরেখায় অবস্থান করে। উদাহরণ–আফিং (Papaver somniferum)।
প্রশ্ন:১০
নির্ণীত নিউক্লিয়াস কাকে বলে ?
প্রশ্ন:১০
নির্ণীত নিউক্লিয়াস কাকে বলে ?
উত্তর:
ভ্রূণস্থলীর মধ্যবর্তী স্থানে দুটি নিউক্লিয়াস থাকে যারা পরস্পর মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) নিউক্লিয়াস গঠন করে থাকে, এদের নির্ণীত বা ডেফিনিটিভ নিউক্লিয়াস বলে।
Comments
Post a Comment