Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

Miscellaneous Q&A for WBCS Exam, Set 02

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি ছিলেন - অ্যানি বেসান্ত।  🧿নব্যবঙ্গের প্রধান উদ্যোক্তা ছিলেন - ডিরোজিও।  🧿মেন্ডেলিও দ্বিশঙ্কর জননের বহিরাঙ্গের অনুপাত - ৯ : ৩ : ৩ : ১।  🧿যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় - রেগুর। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 01

Miscellaneous Q&A for WBCS Exam 🧿আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল - ১ লা সেপ্টেম্বরে।   🧿জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল - ১৩ই এপ্রিল ১৯১৯। 🧿প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা - চার্লস ডারউইন।  🧿ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল - গঙ্গার নিন্ম প্রবাহের মাত্রা বৃদ্ধি।  🧿DNA এর একটি প্যাঁচের মাপ -  ৩৪ A 

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 03

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি   ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 02

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. যকৃৎ (Liver) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের উদরগহ্বরে। কাজ— পিত্তরস ক্ষরণ করা, বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা, লোহিতকণিকা উৎপন্ন করা। ২. স্তনগ্রন্থি (Mammary glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ ও উদরে। কাজ— দুগ্ধ নিঃসরণ করা। ৩. সিবেসিয়াস গ্রন্থি (Sebacious glands) অবস্থান— স্তন্যপায়ীদের ত্বকে। কাজ— সিবাম ক্ষরণ করা। ৪. প্যারোটিড গ্রন্থি (Parotid glands) অবস্থান— মানুষ, গিনিপিগ, খরগোশের কর্ণমূলে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি। কুনোব্যাঙের কর্ণপটহের পাশে অবস্থিত বিষাক্ত থলি বিশেষ। কাজ— লালা ক্ষরণ করা। ব্যাঙের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ ক্ষরণ করা। ৫. পেরিনিয়াল গ্রন্থি (Perineal glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের পেরিনিয়াল অঞ্চলে। কাজ— ক্ষরণ বিশেষ গন্ধ সৃষ্টি করে যৌন আকর্ষণ সৃষ্টি করে। ৬. অলফ্যাক্টরি গ্রন্থি (Olfactory glands) অবস্থান— স্তন্যপায়ীদের নাসিকা এপিথিলিয়ামে। কাজ— মিউকাস ক্ষরণ করা, নাসাপথকে সিক্ত ও পিচ্ছিল রাখা। ৭. লিম্ফ গ্ল্যান্ড বা লসিকাগ্রন্থি (Lymph glands) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের দেহের বিভিন্ন অংশে (প্লিহা ও টনসিল এই প্রকারের গ্...

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 01

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. ঘর্মগ্রন্থি (Sweat glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের, প্রধানত মানুষের ত্বকে অবস্থিত। কাজ— ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা। ২. থাইমাস গ্রন্থি (Thymus gland) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষগহ্বরে ট্রাকিয়ার নীচে অবস্থিত। কাজ— থাইমোসিন হরমোন নিঃসরণ করা। ৩. প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত। কাজ— প্যারাথরমোন ক্ষরণ করা।

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৮ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা  (b) মুম্বাই  (c) চেন্নাই  (d) শ্রীনগর  উত্তর :  কলকাতা  প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন  (b) মানস  (c) কাজিরাঙা  (d) নন্দাদেবী  উত্তর : কাজিরাঙা  প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর  (b) রাউরকেল্লা  (c) জামশেদপুর  (d) ভিলাই  উত্তর : দুর্গাপুর 

জোয়ারভাটার ফলাফল

জোয়ারভাটার ফলাফল জোয়ারভাটার সুবিধা— (১) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী-বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়। (২) জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। (৩) উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে  কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে ‘ভারতীয় শেকসপিয়ার’ বলা হয়ে থাকে ? উত্তর: কালিদাস। প্রশ্ন:২ কার রাজত্বকালে তুলসীদাস ‘রামচরিতমানস’ লিখেছিলেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? উত্তর: মুদ্রারাক্ষস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১88

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘রুপিয়া’ মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?  উত্তর: আকবর। প্রশ্ন:২ ‘রত্নাবলী’ কার রচনা ? উত্তর: হর্ষবর্ধনের রচনা। প্রশ্ন:৩ মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ? উত্তর: ইলতুৎমিস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ‘নিগুণ’ সংস্কারক হিসাবে পরিচিত ? উত্তর: কবীর। প্রশ্ন:২ সম্রাট হুমায়ুন দিল্লিতে ‘দিনপানাহ’ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ? উত্তর: পুরানা কেল্লা। প্রশ্ন:৩ সাতবাহনদের রাজধানী কোথায় ছিল ? উত্তর: পৈথান।