বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান>>চলন ও গমন
👉প্রশ্ন ১
তারামাছের গমন অঙ্গ হল —
( a ) ক্ষণপদ
( b ) নালিপদ
( c ) মাংসল পদ
( d ) সংযুক্ত পদ
উত্তর।।
তারামাছের গমন অঙ্গ হল নালিপদ ।
👉প্রশ্ন ২
কেচোর গমনে সাহায্যকারী পেশি হল -
( a ) ঐচ্ছিক পেশি
( b ) অনৈচ্ছিক পেশি
( c ) অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি
উত্তর।।
কেঁচোর গমনে সাহায্যকারী পেশি হল অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি ।
👉প্রশ্ন ৩
আরশােলার পায়ের সংখ্যা -
( a ) তিনজোড়া
( b ) তিনটি
( c ) চারজোড়া
( d ) চারটি
উত্তর।।
আরশােলার পায়ের সংখ্যা তিনজোড়া ।
👉প্রশ্ন ৪
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা-
( a ) 350 টি
( b ) 206 টি
( c ) 400 টি
( d ) 100 টি
উত্তর।।
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা 206 টি ।
👉প্রশ্ন ৫
একটি শিশুর দেহে মােট অস্থির সংখ্যা -
( a ) 206টি
( b ) 350 টি
( c ) 305টি
( d ) 530টি
উত্তর।।
একটি শিশুর দেহে মােট অস্থির সংখ্যা 305 টি ।
👉প্রশ্ন ৬
দ্বিপদ গমন দেখা যায় -
( a ) ভাল্লুকে
( b ) শিম্পাঞ্জীতে
( c ) মানুষে
( d ) বানরে
উত্তর।।
দ্বিপদ গমন দেখা যায় মানুষে ।
👉প্রশ্ন ৭
কোন পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে ?
( a ) অনৈচ্ছিক পেশি
( b ) ঐচ্ছিক পেশি
( c ) আন্তরযন্ত্ৰীয় পেশি
( d ) হৃদপেশি
উত্তর।।
ঐচ্ছিক পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে ।
👉প্রশ্ন ৮
লিপ্তপদযুক্ত একটি প্রাণী হল -
( a ) হাঁস
( b ) সাপ
( c ) তিমি
( d ) সীল
উত্তর।।
লিপ্তপদযুক্ত একটি প্রাণী ইল হাঁস ।
👉প্রশ্ন ৯
মাছের উদস্থিতি বা প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো -
( a ) ফুলকা
( b ) হৎপিণ্ড
( c ) পটকা
( d ) পুচ্ছ পাখনা
উত্তর।।
মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গটি হল পটকা ।
👉প্রশ্ন ১০
বহিঃকঙ্কাল গমনে সাহায্য করে -
( a ) আরশােলার
( b ) মাছের
( c ) বাদুড়ের
( d ) মানুষের
উত্তর।।
বহিঃকঙ্কাল গমনে সাহায্য করে আরশােলার ।
👉প্রশ্ন ১১
মানবদেহে অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় —
( a ) ইওসিনােফিলে
( b ) নিউট্রোফিলে
( c ) লিম্ফোসাইটে
( d ) বেসােফিলে
উত্তর।।
মানবদেহে অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় নিউট্রোফিলে ।
👉প্রশ্ন ১২
শৈবালের গমন নীচের কোনটির উদাহরণ ?
( a ) কেমােন্যাস্টিক
( b ) ফটোন্যাস্টিক
( c ) ফটোট্যাকটিক
( d ) থার্মোন্যাস্টি
উত্তর।।
শৈবালের গমন ফটোট্যাকটিকের উদাহরণ ।

Comments
Post a Comment