বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
প্রশ্ন ১
মেন্ডেল মটর গাছের ক'জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা - নিরীক্ষা করেন ?
( a ) চারজোড়া
( b ) পাঁচজোড়া
( c ) ছয়জোড়া
( d ) সাতজোড়া
উত্তর:
মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা - নিরীক্ষা করেন
প্রশ্ন ২
মটর ফুল হল—
( a ) একলিঙ্গ
( b ) উভলিঙ্গ
( c ) ভিন্নবাসী
( d ) মিশ্রবাসী
উত্তর:
মটর ফুল হল উভলিঙ্গ ।
প্রশ্ন ৩
মেণ্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের ব্যাতিক্রমী ঘটনাটি হল -
( a ) লিঙ্কেজ
( b ) অসম্পূর্ণ প্রকটতা
( c ) সহপ্রকটতা
( d ) সম্পূর্ণ প্রকটতা
উত্তর:
মেণ্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের ব্যাতিক্রমী ঘটনাটি হল লিঙ্কেজ ।
প্রশ্ন ৪
একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে কীরকম উদ্ভিদ পাওয়া যাবে ?
( a ) বিশুদ্ধ লম্বা
( b ) বিশুদ্ধ বেটে
( c ) সংকর লম্বা
( d ) সংকর বেঁটে
উত্তর:
একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে ।
প্রশ্ন ৫
বেশি ডিমপ্রদানকারী একটি হাঁস হল—
( a ) রাজ হাঁস
( b ) ডাকবিল
( c ) খাকি ক্যাম্পবেল
( d ) রােড - আইল্যাণ্ড
উত্তর:
বেশি ডিমপ্রদানকারী একটি হাঁস হল খাকি ক্যাম্পবেল ।
প্রশ্ন ৬
বংশগতির একক হল—
( a ) DNA
( b ) RNA
( c ) ক্রোমােজোম
( d ) জিন
উত্তর:
বংশগতির একক হল জিন ।
প্রশ্ন ৭
একটি বংশগত রােগ হল—
( a ) হাঁফানি
( b ) হিমােফিলিয়া
( c ) ক্রেটিনিজম
( d ) রাতকানা
উত্তর:
একটি বংশগত রােগ হল হিমােফিলিয়া
প্রশ্ন ৮
টেস্ট ক্রসের সাহায্যে জানা যায়
( a ) জীবের ফিনােটাইপ
( b ) জীবের জিনােটাইপ
( c ) জীবের ফিনােটাইপ ও জিনােটাইপ
( d ) জীবে অ্যালীল
উত্তর:
টেস্ট ক্রসের সাহায্যে জানা যায় জীবের জিনােটাইপ ।
প্রশ্ন ৯
মানুষের অটোজোমের সংখ্যা হল—
( a ) 22 - টি
( b ) 22 জোড়া
( c ) 23 টি
( d ) 23 জোড়া
উত্তর:
মানুষের অটোজোমের সংখ্যা হল 23 জোড়া ।
প্রশ্ন ১০
মানুষের শুক্রানুতে অটোজোমের সংখ্যা হল
( a ) 22 জোড়া
( b ) 22 টি
( c ) 23 জোড়া
( d ) 23 টি
উত্তর:
মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা 22 টি ।

Comments
Post a Comment