নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
প্রশ্ন ১
মেন্ডেল মটর গাছের ক'জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা - নিরীক্ষা করেন ?
( a ) চারজোড়া
( b ) পাঁচজোড়া
( c ) ছয়জোড়া
( d ) সাতজোড়া
উত্তর:
মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা - নিরীক্ষা করেন
প্রশ্ন ২
মটর ফুল হল—
( a ) একলিঙ্গ
( b ) উভলিঙ্গ
( c ) ভিন্নবাসী
( d ) মিশ্রবাসী
উত্তর:
মটর ফুল হল উভলিঙ্গ ।
প্রশ্ন ৩
মেণ্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের ব্যাতিক্রমী ঘটনাটি হল -
( a ) লিঙ্কেজ
( b ) অসম্পূর্ণ প্রকটতা
( c ) সহপ্রকটতা
( d ) সম্পূর্ণ প্রকটতা
উত্তর:
মেণ্ডেলের স্বাধীনবিন্যাস সূত্রের ব্যাতিক্রমী ঘটনাটি হল লিঙ্কেজ ।
প্রশ্ন ৪
একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে কীরকম উদ্ভিদ পাওয়া যাবে ?
( a ) বিশুদ্ধ লম্বা
( b ) বিশুদ্ধ বেটে
( c ) সংকর লম্বা
( d ) সংকর বেঁটে
উত্তর:
একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে ।
প্রশ্ন ৫
বেশি ডিমপ্রদানকারী একটি হাঁস হল—
( a ) রাজ হাঁস
( b ) ডাকবিল
( c ) খাকি ক্যাম্পবেল
( d ) রােড - আইল্যাণ্ড
উত্তর:
বেশি ডিমপ্রদানকারী একটি হাঁস হল খাকি ক্যাম্পবেল ।
প্রশ্ন ৬
বংশগতির একক হল—
( a ) DNA
( b ) RNA
( c ) ক্রোমােজোম
( d ) জিন
উত্তর:
বংশগতির একক হল জিন ।
প্রশ্ন ৭
একটি বংশগত রােগ হল—
( a ) হাঁফানি
( b ) হিমােফিলিয়া
( c ) ক্রেটিনিজম
( d ) রাতকানা
উত্তর:
একটি বংশগত রােগ হল হিমােফিলিয়া
প্রশ্ন ৮
টেস্ট ক্রসের সাহায্যে জানা যায়
( a ) জীবের ফিনােটাইপ
( b ) জীবের জিনােটাইপ
( c ) জীবের ফিনােটাইপ ও জিনােটাইপ
( d ) জীবে অ্যালীল
উত্তর:
টেস্ট ক্রসের সাহায্যে জানা যায় জীবের জিনােটাইপ ।
প্রশ্ন ৯
মানুষের অটোজোমের সংখ্যা হল—
( a ) 22 - টি
( b ) 22 জোড়া
( c ) 23 টি
( d ) 23 জোড়া
উত্তর:
মানুষের অটোজোমের সংখ্যা হল 23 জোড়া ।
প্রশ্ন ১০
মানুষের শুক্রানুতে অটোজোমের সংখ্যা হল
( a ) 22 জোড়া
( b ) 22 টি
( c ) 23 জোড়া
( d ) 23 টি
উত্তর:
মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা 22 টি ।
Comments
Post a Comment