নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
![]() |
www.solve.org.in |
দিন ৮ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন...
প্রশ্ন ১
রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেইন লাইনে এই দূরত্ব 5% বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত ?
প্রশ্ন ২
কোনো দ্রব্যের মূল্য ছিলো x টাকা, এখন দ্রব্যটির মূল্য y% বাড়লে দ্রব্যটির বর্তমান মূল্য কত ?
প্রশ্ন ৩
সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময়মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমান কত ছিলো?
প্রশ্ন ৪
জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনগত অনুপাত 1 : 8, ওজন হিসাবে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা হার নির্ণয় করো।
প্রশ্ন ৫
ক এর আয়ের 30%, খ এর আয়ের 22% এর সমান। যদি ক এর আয় 660 টাকা হয়, তবে খ এর আয় কত?
প্রশ্ন ৬
হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি। মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কত কম ?
প্রশ্ন ৭
কোনো বর্গাকার ক্ষেত্রের বাহুর পরিমান দ্বিগুণ করলে, তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
প্রশ্ন ৮
(WBCS ১৯৯২)
একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বাড়ানো হলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে ?
প্রশ্ন ৯
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে?
প্রশ্ন ১০
বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির মূলধন 3 বৎসরের শেষে 784 টাকা হল। তার মূলধন কত ছিল ?
দিন ১০ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment