বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিন ৯ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
একজন বিজ্ঞানী জানেন যে মাপ করতে তার সর্বোচ্চ ৪% ভুল হয়। যদি কোনো দণ্ডের সঠিক দৈর্ঘ্য 5 ফুট হয়, তাহলে লব্ধ মাপের সীমা নর্ণয় করো।
উত্তর
26/5 ফুট থেকে 24/5 ফুট।
প্রশ্ন ২
কোনো সংখ্যাকে 10% কমালে 30 হয়, তাকে শতকরা কত বাড়ালে 40 হবে ?
উত্তর
20%
প্রশ্ন ৩
পূর্বে যে মূল্যে 25 টি আম পাওয়া যেত, এখন সেই মূল্যে 20 টি আম পাওয়া যায়। আমের মূল্য কত বৃদ্ধি পেল ?
উত্তর
25%
প্রশ্ন ৪
একখন্ড কাপড় মেপে দেখা গেলো 12 মিটার, কিন্তু তার সঠিক দৈর্ঘ্য 12.5 মিটার। এক্ষেত্রে শতকরা ত্রুটির মান কত হবে?
উত্তর
4%
প্রশ্ন ৫
A একটি কাজ 24 দিনে করতে পারে। B এর কর্মদক্ষতা A অপেক্ষা 60% বেশি হলে, B কাজটি করতে পারে -
(i) 9.6 দিনে
(ii) 12 দিনে
(iii) 15 দিনে
(iv) 19 দিনে
উত্তর।
15 দিন
প্রশ্ন ৬
একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর
800 টাকা
প্রশ্ন ৭
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর অনুপাত 5 : 6 হলে, লাভের শতকরা হার কত ?
উত্তর
20%
প্রশ্ন ৮
15টি বল 540 টাকায় বিক্রি করায় 3 টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত?
উত্তর
45 টাকা
প্রশ্ন ৯
বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, ক্রয় মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে ?
উত্তর
25%
প্রশ্ন ১০
টাকায় 6 টি কলা বিক্রয় করলে 20% ক্ষতি হয়। টাকায় 4 টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
উত্তর
20%
*****************************************************************
*****************************************************************

Comments
Post a Comment