নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিন ৯ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
একজন বিজ্ঞানী জানেন যে মাপ করতে তার সর্বোচ্চ ৪% ভুল হয়। যদি কোনো দণ্ডের সঠিক দৈর্ঘ্য 5 ফুট হয়, তাহলে লব্ধ মাপের সীমা নর্ণয় করো।
উত্তর
26/5 ফুট থেকে 24/5 ফুট।
প্রশ্ন ২
কোনো সংখ্যাকে 10% কমালে 30 হয়, তাকে শতকরা কত বাড়ালে 40 হবে ?
উত্তর
20%
প্রশ্ন ৩
পূর্বে যে মূল্যে 25 টি আম পাওয়া যেত, এখন সেই মূল্যে 20 টি আম পাওয়া যায়। আমের মূল্য কত বৃদ্ধি পেল ?
উত্তর
25%
প্রশ্ন ৪
একখন্ড কাপড় মেপে দেখা গেলো 12 মিটার, কিন্তু তার সঠিক দৈর্ঘ্য 12.5 মিটার। এক্ষেত্রে শতকরা ত্রুটির মান কত হবে?
উত্তর
4%
প্রশ্ন ৫
A একটি কাজ 24 দিনে করতে পারে। B এর কর্মদক্ষতা A অপেক্ষা 60% বেশি হলে, B কাজটি করতে পারে -
(i) 9.6 দিনে
(ii) 12 দিনে
(iii) 15 দিনে
(iv) 19 দিনে
উত্তর।
15 দিন
প্রশ্ন ৬
একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর
800 টাকা
প্রশ্ন ৭
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর অনুপাত 5 : 6 হলে, লাভের শতকরা হার কত ?
উত্তর
20%
প্রশ্ন ৮
15টি বল 540 টাকায় বিক্রি করায় 3 টি বলের ক্রয়মূল্য ক্ষতি হলো। একটি বলের ক্রয়মূল্য কত?
উত্তর
45 টাকা
প্রশ্ন ৯
বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, ক্রয় মূল্যের উপর হিসাব করলে শতকরা কত লাভ হবে ?
উত্তর
25%
প্রশ্ন ১০
টাকায় 6 টি কলা বিক্রয় করলে 20% ক্ষতি হয়। টাকায় 4 টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
উত্তর
20%
*****************************************************************
*****************************************************************
Comments
Post a Comment