বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
প্রশ্ন ১
'অস্তিত্বের জন্য সংগ্রাম ' - কার মতবাদ ?
( a ) ডারউইন
( b ) ল্যামার্ক
( c ) ডি - ভ্রিস
( d ) মেণ্ডেল
উত্তর:
অস্তিত্বের জন্য সংগ্রাম ’ ডারউইনের মতবাদ ।
প্রশ্ন ২
প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন
( a ) জেনােফেন
( b ) ল্যামার্ক
( c ) ডারউইন
( d ) ডি - ভ্রিস
উত্তর:
প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনােফেন ।
প্রশ্ন ৩
ল্যামাকের তত্ত্বকে ভুল বলে কে প্রমাণ করেন ?
( a ) ডারউইন
( b ) ভাইসম্যান
( c ) ডি - ভ্রিস
( d ) মেণ্ডেল
উত্তর:
ল্যামাকের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ভাইসম্যান ।
প্রশ্ন ৪
বিবর্তনের ইতিহাসে মৎসের পরবর্তী শ্রেণিটি হল—
( a ) উভচর
( b ) পক্ষী
( c ) সরীসৃপ
( d ) স্তন্যপায়ী
উত্তর:
বিবর্তনের ইতিহাসে মৎসের পরবর্তী শ্রেণিটি হল উভচর ।
প্রশ্ন ৫
সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম --
( a ) পেরিপেটাস
( b ) ডিপনই
( c ) হংসচঞ্চু
( d ) আর্কিওপটেরক্সি
উত্তর:
সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম হংসচঞ্চু ।
প্রশ্ন ৬
উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে -
( a ) সমসংস্থ অঙ্গ
( b ) সমবৃত্তীয় অঙ্গ
( c ) লুপ্তপ্রায় অঙ্গ
( d ) নিষ্ক্রিয় অঙ্গ
উত্তর:
উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে সমসংস্থ অঙ্গ।
প্রশ্ন ৭
ড্রসােফিলা নামে পতঙ্গের উপর পরীক্ষা করে কে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ?
( a ) ম্যাকডুগাল
( b ) পেইন
( c ) গিয়ার্ড
( d ) ভাইসম্যান
উত্তর:
ড্রসােফিলা নামক পতঙ্গের উপর পরীক্ষা করে পেইন, ল্যামার্কের তত্ত্বাকে ভুল বলে প্রমাণ করেন ।
প্রশ্ন ৮
আদি ঘােড়া ইওহিপ্পাসের পিছনের পায়ে আঙুলের সংখ্যা
( a ) একটি
( b ) দুটি
( c ) তিনটি
( d ) চারটি
উত্তর:
আদি ঘােড়া ইওহিপ্পাসের পিছনের পায়ে আঙুলের সংখ্যা তিনটি ।
প্রশ্ন ৯
ভাইসম্যান কোন প্রাণীর উপর পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ?
( a ) ড্রসােফিলা
( b ) ইদুর
( c ) ব্যাঙ
( d ) বানর
উত্তর:
ভাইসম্যান ইদুরের উপর পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ।
প্রশ্ন ১০
জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা ও অগ্রপদ সমন্বিত জিরাফ ছিল — এই ধারণাটি—
( a ) ভাইসম্যানের
( b ) ডারউইনের
( C ) ল্যামার্কের
( d ) ডি - ভ্রিসের
উত্তর:
জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা ও অগ্রপদ সমন্বিত জিরাফ ছিল — এই ধারণাটি ডারউইনের ।

Comments
Post a Comment