নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
প্রশ্ন ১
'অস্তিত্বের জন্য সংগ্রাম ' - কার মতবাদ ?
( a ) ডারউইন
( b ) ল্যামার্ক
( c ) ডি - ভ্রিস
( d ) মেণ্ডেল
উত্তর:
অস্তিত্বের জন্য সংগ্রাম ’ ডারউইনের মতবাদ ।
প্রশ্ন ২
প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন
( a ) জেনােফেন
( b ) ল্যামার্ক
( c ) ডারউইন
( d ) ডি - ভ্রিস
উত্তর:
প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনােফেন ।
প্রশ্ন ৩
ল্যামাকের তত্ত্বকে ভুল বলে কে প্রমাণ করেন ?
( a ) ডারউইন
( b ) ভাইসম্যান
( c ) ডি - ভ্রিস
( d ) মেণ্ডেল
উত্তর:
ল্যামাকের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ভাইসম্যান ।
প্রশ্ন ৪
বিবর্তনের ইতিহাসে মৎসের পরবর্তী শ্রেণিটি হল—
( a ) উভচর
( b ) পক্ষী
( c ) সরীসৃপ
( d ) স্তন্যপায়ী
উত্তর:
বিবর্তনের ইতিহাসে মৎসের পরবর্তী শ্রেণিটি হল উভচর ।
প্রশ্ন ৫
সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম --
( a ) পেরিপেটাস
( b ) ডিপনই
( c ) হংসচঞ্চু
( d ) আর্কিওপটেরক্সি
উত্তর:
সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযােগরক্ষাকারী প্রাণীটির নাম হংসচঞ্চু ।
প্রশ্ন ৬
উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে -
( a ) সমসংস্থ অঙ্গ
( b ) সমবৃত্তীয় অঙ্গ
( c ) লুপ্তপ্রায় অঙ্গ
( d ) নিষ্ক্রিয় অঙ্গ
উত্তর:
উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে সমসংস্থ অঙ্গ।
প্রশ্ন ৭
ড্রসােফিলা নামে পতঙ্গের উপর পরীক্ষা করে কে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ?
( a ) ম্যাকডুগাল
( b ) পেইন
( c ) গিয়ার্ড
( d ) ভাইসম্যান
উত্তর:
ড্রসােফিলা নামক পতঙ্গের উপর পরীক্ষা করে পেইন, ল্যামার্কের তত্ত্বাকে ভুল বলে প্রমাণ করেন ।
প্রশ্ন ৮
আদি ঘােড়া ইওহিপ্পাসের পিছনের পায়ে আঙুলের সংখ্যা
( a ) একটি
( b ) দুটি
( c ) তিনটি
( d ) চারটি
উত্তর:
আদি ঘােড়া ইওহিপ্পাসের পিছনের পায়ে আঙুলের সংখ্যা তিনটি ।
প্রশ্ন ৯
ভাইসম্যান কোন প্রাণীর উপর পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ?
( a ) ড্রসােফিলা
( b ) ইদুর
( c ) ব্যাঙ
( d ) বানর
উত্তর:
ভাইসম্যান ইদুরের উপর পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল বলে প্রমাণ করেন ।
প্রশ্ন ১০
জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা ও অগ্রপদ সমন্বিত জিরাফ ছিল — এই ধারণাটি—
( a ) ভাইসম্যানের
( b ) ডারউইনের
( C ) ল্যামার্কের
( d ) ডি - ভ্রিসের
উত্তর:
জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা ও অগ্রপদ সমন্বিত জিরাফ ছিল — এই ধারণাটি ডারউইনের ।
Comments
Post a Comment