নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
প্রশ্ন ১
সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরূপ একটি উদ্ভিদ হল
( a ) ইস্ট
( b ) মিউকর
( c ) স্পাইরােগাইরা
( d ) টেরিস
উত্তর:
সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরূপ একটি উদ্ভিদ হল স্পাইরােগাইরা ।
প্রশ্ন ২
নিষেকের পর ফুলের ডিম্বাশয় কীসে পরিণত হয় ?
( a ) ফলে
( b ) বাজে
( c ) সস্যে
( d ) জাইগােটে
উত্তর:
নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়
প্রশ্ন ৩
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গকে বলে—
( a ) ফল
( b ) ফুল
( c ) বীজ
( d ) ভ্রূণ
উত্তর:
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গকে বলে ফুল ।
প্রশ্ন ৪
নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে—
( a ) পার্থেনােজেনেসিস
( b ) পিডােজেনেসিস
( c ) পার্থেনােকাৰ্পি
( d )। অ্যাপোকার্পি
উত্তর:
নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে পার্থেনােকাৰ্পি।
প্রশ্ন ৫
কলমের সাহায্যে উদ্ভিদের জনন একপ্রকার
( a ) অঙ্গজ জনন
( b ) কৃত্রিম অঙ্গজ জনন
( e ) প্রাকৃতিক অঙ্গজ জনন
( d ) অযৌন জনন
উত্তর:
কলমের সাহায্যে উদ্ভিদের জনন একপ্রকার কৃত্রিম অঙ্গজ জনন ।
প্রশ্ন ৬
নিষিক্ত ডিম্বানুটিকে বলে—
( a ) জাইগােম্পাের
( b ) জাইগােট
( c ) অ্যাজাইগােস্পাের
( d ) স্পাের
উত্তর:
নিষিক্ত ডিম্বানুটিকে বলে জাইগােট ।
প্রশ্ন ৭
অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে—
( a ) পার্থেনােকাৰ্পি
( b ) পার্থেনােজেনেসিস
( c ) পিডােজেনেসিস
( d ) পিডােগ্যামী
উত্তর:
অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে পার্থেনােজেনেসিস ।
প্রশ্ন ৮
অপুংজনি ঘটে এই রকমের একটি উদ্ভিদ হল—
( a ) গােলাপ
( b ) জবা
( c ) স্পাইরােগাইরা
( d ) আম
উত্তর:
অপুংজনি ঘটে এই রকমের একটি উদ্ভিদ হল স্পাইরােগাইরা ।
প্রশ্ন ৯
জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে—
( a ) জনুক্রম
( b ) অনুক্রম
( c ) সহকৃতি
( d ) পর্যায়ক্রম
উত্তর:
জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে জনুক্রম ।
প্রশ্ন ১০
জনন মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যাকে বলে
( a ) ডিপ্লয়েড সেট
( b ) জিনােম
( c ) হ্যাপ্লয়েড সেট
( d ) জাইগােট
উত্তর:
জনন মাতৃকোশের ক্লোমােজোম সংখ্যাকে বলে ডিপ্লয়েড সেট ।
Comments
Post a Comment