বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
প্রশ্ন ১
সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরূপ একটি উদ্ভিদ হল
( a ) ইস্ট
( b ) মিউকর
( c ) স্পাইরােগাইরা
( d ) টেরিস
উত্তর:
সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরূপ একটি উদ্ভিদ হল স্পাইরােগাইরা ।
প্রশ্ন ২
নিষেকের পর ফুলের ডিম্বাশয় কীসে পরিণত হয় ?
( a ) ফলে
( b ) বাজে
( c ) সস্যে
( d ) জাইগােটে
উত্তর:
নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়
প্রশ্ন ৩
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গকে বলে—
( a ) ফল
( b ) ফুল
( c ) বীজ
( d ) ভ্রূণ
উত্তর:
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গকে বলে ফুল ।
প্রশ্ন ৪
নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে—
( a ) পার্থেনােজেনেসিস
( b ) পিডােজেনেসিস
( c ) পার্থেনােকাৰ্পি
( d )। অ্যাপোকার্পি
উত্তর:
নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে পার্থেনােকাৰ্পি।
প্রশ্ন ৫
কলমের সাহায্যে উদ্ভিদের জনন একপ্রকার
( a ) অঙ্গজ জনন
( b ) কৃত্রিম অঙ্গজ জনন
( e ) প্রাকৃতিক অঙ্গজ জনন
( d ) অযৌন জনন
উত্তর:
কলমের সাহায্যে উদ্ভিদের জনন একপ্রকার কৃত্রিম অঙ্গজ জনন ।
প্রশ্ন ৬
নিষিক্ত ডিম্বানুটিকে বলে—
( a ) জাইগােম্পাের
( b ) জাইগােট
( c ) অ্যাজাইগােস্পাের
( d ) স্পাের
উত্তর:
নিষিক্ত ডিম্বানুটিকে বলে জাইগােট ।
প্রশ্ন ৭
অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে—
( a ) পার্থেনােকাৰ্পি
( b ) পার্থেনােজেনেসিস
( c ) পিডােজেনেসিস
( d ) পিডােগ্যামী
উত্তর:
অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে পার্থেনােজেনেসিস ।
প্রশ্ন ৮
অপুংজনি ঘটে এই রকমের একটি উদ্ভিদ হল—
( a ) গােলাপ
( b ) জবা
( c ) স্পাইরােগাইরা
( d ) আম
উত্তর:
অপুংজনি ঘটে এই রকমের একটি উদ্ভিদ হল স্পাইরােগাইরা ।
প্রশ্ন ৯
জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে—
( a ) জনুক্রম
( b ) অনুক্রম
( c ) সহকৃতি
( d ) পর্যায়ক্রম
উত্তর:
জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে জনুক্রম ।
প্রশ্ন ১০
জনন মাতৃকোশের ক্রোমােজোম সংখ্যাকে বলে
( a ) ডিপ্লয়েড সেট
( b ) জিনােম
( c ) হ্যাপ্লয়েড সেট
( d ) জাইগােট
উত্তর:
জনন মাতৃকোশের ক্লোমােজোম সংখ্যাকে বলে ডিপ্লয়েড সেট ।

Comments
Post a Comment