নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
হেটেরোস্ফিয়ার
‘হেটেরো’ শব্দের অর্থ ‘ বিষমবৈশিষ্ট্যপূর্ণ। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার স্তরের ওপরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বায়ুমণ্ডলের স্তরগুলো একই রকম থাকে না বলে ভূপৃষ্ঠের ওপরে ৯০ কিলোমিটার থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়।
হোমোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসের মিশ্রণ যেমন একটি গ্যাসরূপে থাকে, এই স্তরে তা থাকে না। এই স্তরে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন গ্যাসের প্রাধান্য লক্ষ করা যায়। গ্যাসের প্রাধান্য ও রাসায়নিক গঠন অনুযায়ী এই স্তরকে চারটি উপস্তরে ভাগ করা হয়, যথা—
আণবিক নাইট্রোজেন স্তর (ভূপৃষ্ঠের ৯০ থেকে ২০০ কিমির মধ্যে),
পারমাণবিক অক্সিজেন স্তর (২০০-১১০০ কিমি পর্যন্ত),
হিলিয়াম স্তর (১১০০-৩৫০০ কিমি পর্যন্ত) এবং
হাইড্রোজেন স্তর (৩৫০০-১০,০০০ কিমি পর্যন্ত)।
আয়নিত মাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে বিষমমণ্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা—
আয়নমণ্ডল (১০০-৩০০ কিমি),
বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার (৩০০-১০০০ কিমি) এবং
ম্যাগনেটোস্ফিয়ার (১০০০-প্রায় ১০,০০০ কিমি)।
আরও পড়ুন::
Comments
Post a Comment