বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
হেটেরোস্ফিয়ার
‘হেটেরো’ শব্দের অর্থ ‘ বিষমবৈশিষ্ট্যপূর্ণ। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার স্তরের ওপরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বায়ুমণ্ডলের স্তরগুলো একই রকম থাকে না বলে ভূপৃষ্ঠের ওপরে ৯০ কিলোমিটার থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়।
হোমোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসের মিশ্রণ যেমন একটি গ্যাসরূপে থাকে, এই স্তরে তা থাকে না। এই স্তরে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন গ্যাসের প্রাধান্য লক্ষ করা যায়। গ্যাসের প্রাধান্য ও রাসায়নিক গঠন অনুযায়ী এই স্তরকে চারটি উপস্তরে ভাগ করা হয়, যথা—
আণবিক নাইট্রোজেন স্তর (ভূপৃষ্ঠের ৯০ থেকে ২০০ কিমির মধ্যে),
পারমাণবিক অক্সিজেন স্তর (২০০-১১০০ কিমি পর্যন্ত),
হিলিয়াম স্তর (১১০০-৩৫০০ কিমি পর্যন্ত) এবং
হাইড্রোজেন স্তর (৩৫০০-১০,০০০ কিমি পর্যন্ত)।
আয়নিত মাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে বিষমমণ্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা—
আয়নমণ্ডল (১০০-৩০০ কিমি),
বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার (৩০০-১০০০ কিমি) এবং
ম্যাগনেটোস্ফিয়ার (১০০০-প্রায় ১০,০০০ কিমি)।
আরও পড়ুন::
Comments
Post a Comment