প্রশ্ন:১
‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘ডান্স অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন শোভনা গুপ্ত।
প্রশ্ন:২
উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন?
উত্তর:
উদয়শঙ্কর প্রাচ্যের বিষয়কে কেন্দ্র করে পাশ্চাত্য রীতিতে নৃত্য পরিবেশন করতেন।
প্রশ্ন:৩
‘ক্লোদিং ম্যাটারস : ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া’ বইটি কে রচনা করেন ?
উত্তর:
‘ক্লোদিং ম্যাটারস : ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া’ বইটি রচনা করেন এম্মা টারলো।
প্রশ্ন:৪
‘ভারতের নৃত্যকলা’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘ভারতের নৃত্যকলা’ গ্রন্থটি রচনা করেন গায়ত্রী চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৫
‘দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘দ্য একজোটিক ইন ওয়েস্টার্ন মিউজিক’ গ্রন্থটি রচনা করেন জোনাথান বেলম্যান।
প্রশ্ন:৬
‘শিল্প-ইতিহাসবিদ’ বা ‘Art Historian’ কাদের বলা হয় ?
উত্তর:
যেসব ইতিহাসবিদ শিল্পচর্চা করেন, তাঁদের বলা হয় ‘শিল্প-ইতিহাসবিদ’ বা ‘Art Historian’।
প্রশ্ন:৭
মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী ?
উত্তর:
মান্না দে-র লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘জীবনের জলসাঘরে’।
প্রশ্ন:৮
‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:
‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি আশুতোষ ভট্টাচার্যের লেখা।
প্রশ্ন:৯
ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য কারা উপভোগ করত ?
উত্তর:
ভারতের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য ব্রাক্ষ্মণ ও সমাজের উচ্চবর্গের মানুষ উপভোগ করত।
প্রশ্ন:১০
‘দ্য ডন অব ইণ্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘দ্য ডন অব ইণ্ডিয়ান মিউজিক ইন দ্য ওয়েস্ট’ গ্রন্থটি রচনা করেন পিটার লাভেজোলি।
Comments
Post a Comment