প্রশ্ন:১
‘হুগলি জেলার ইতিহাস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘হুগলি জেলার ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন সুধীরকুমার মিত্র।
প্রশ্ন:২
‘আমেরিকান মিলিটারি লিডার্স’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:
‘আমেরিকান মিলিটারি লিডার্স’ গ্রন্থটি কে রচনা করেন রজার স্পিলার।
প্রশ্ন:৩
‘শহর বহরমপুর’ গ্রন্থটি কার লেখা?
উত্তর:
‘শহর বহরমপুর’ গ্রন্থটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা।
প্রশ্ন:৪
শহরের ইতিহাসচর্চার ধারাটি কবে, কার উদ্যোগে শুরু হয় ?
উত্তর:
শহরের ইতিহাসচর্চার ধারাটি ১৯৭০-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন থার্নস্টর্মের উদ্যোগে শুরু হয়।
প্রশ্ন:৫
‘নদীয়া কাহিনি’ কার লেখা?
উত্তর:
‘নদীয়া কাহিনি’ কুমুদনাথ মল্লিকের লেখা।
প্রশ্ন:৬
‘কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘কলকাতা সংক্রান্ত’ গ্রন্থটি কে রচনা করেন পূর্ণেন্দু পত্রী।
প্রশ্ন:৭
‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:
‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি রচনা করেন রাধারমণ মিত্র।
প্রশ্ন:৮
‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:
‘পোর্ট, টাউনস অ্যান্ড সিটিজ’ গ্রন্থটির রচয়িতা লক্ষ্মী সুব্রহ্মনিয়ম।
প্রশ্ন:৯
বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ কোনটি?
উত্তর:
বাংলার স্থানীয় ইতিহাসচর্চার প্রথম সার্থক গ্রন্থ হল কালীকমল সার্বভৌম রচিত ‘সেতিহাস বগুড়ার বৃত্তান্ত’।
প্রশ্ন:১০
ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
উত্তর:
ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ হল কলহন রচিত ‘রাজতরঙ্গিনী’।
Comments
Post a Comment