সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?
উত্তর:
নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস।
প্রশ্ন:২
নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:
নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিক হলেন ইউজিন জেনোভিস ও হারবার্ট গুটম্যান।
প্রশ্ন:৩
কোন ইতিহাসে নীচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত ?
উত্তর:
নতুন সামাজিক ইতিহাসে নীচ থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত।
প্রশ্ন:৪
গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:
গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল—‘বাপি বাড়ি যা’, ‘পঙ্কজ’, ‘কাপমহলা’ ও ‘সচ্’।
প্রশ্ন:৫
নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক কে ?
উত্তর:
নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক হলেন রণজিৎ গুহ।
প্রশ্ন:৬
‘সাবলটার্ন স্টাডিজ রিডার ১৯৮৮-১৯৯৫’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘সাবলটার্ন স্টাডিজ রিডার ১৯৮৮-১৯৯৫’ গ্রন্থটি রচনা করেন রণজিৎ গুহ।
প্রশ্ন:৭
ভারতে কে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন ?
উত্তর:
ভারতে ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত করেন।
প্রশ্ন:৮
ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা কী?
উত্তর:
ভারতীয় খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা হল—এই বছর ব্রিটিশ দলকে হারিয়ে ভারতের মোহনবাগান দল আই এফ এ শিল্ড জয়লাভ করে।
প্রশ্ন:৯
অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:
অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিক ছিলেন মার্ক ব্ল, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ।
প্রশ্ন:১০
প্রথম কোন্ ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন ?
উত্তর:
ইতিহাসবিদ নীহাররঞ্জন রায় প্রথম সমাজের সকলশ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন।
Comments
Post a Comment