প্রশ্ন:১
প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন ?
উত্তর:
কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
প্রশ্ন:২
সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী?
উত্তর:
সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম ‘প্লেয়িং ইট মাই ওয়ে’।
প্রশ্ন:৩
পাল ও সেনযুগে বাংলায় কী ধরনের খাদ্যাভ্যাস চালু ছিল ?
উত্তর:
পাল ও সেনযুগে বাংলায় ভাত ও নিরামিষ ভোজনের খাদ্যাভ্যাস চালু ছিল।
প্রশ্ন:৪
ফ্রাঙ্ক ওরেল কে ছিলেন?
উত্তর:
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক ছিলেন ফ্রাঙ্ক ওরেল।
প্রশ্ন:৫
‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর:
‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক হলেন ক্রীড়া ইতিহাসবিদ বোরিয়া মজুমদার।
প্রশ্ন:৬
‘দ্য তাও অব ক্রিকেট; অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনি অব গেম্স’ গ্রন্থটি কে লেখেন?
উত্তর:
‘দ্য তাও অব ক্রিকেট; অন গেম্স অফ ডেসটিনি অ্যান্ড দ্য ডেসটিনি অব গেম্স’ গ্রন্থটি লিখেছেন আশিষ নন্দী।
প্রশ্ন:৭
‘বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:
‘বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি রচনা করেন মলয় রায়।
প্রশ্ন:৮
‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান।
প্রশ্ন:৯
‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা’ বইটি কে রচনা করেন ?
উত্তর:
‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইটিং ইন মডার্ন আমেরিকা’ বইটি রচনা করেন হারভে লেভেনস্টেইন।
প্রশ্ন:১০
‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর’ গ্রন্থটি কে বা কারা রচনা করেন ?
উত্তর:
‘এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ফুটবল : স্ট্রাইভিং টু স্কোর’ গ্রন্থটি রচনা করেন বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়।
Comments
Post a Comment