দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ক্ষয়জাত পর্বত
ভূপৃষ্ঠের উপরিভাগ বৃষ্টিপাত, নদীপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় কাজের ফলে সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এইভাবে অনেক সময় শক্ত শিলায় গঠিত জায়গা কম ক্ষয় পেয়ে যখন আশপাশের বেশি ক্ষয়প্রাপ্ত হওয়া নরম শিলায় গঠিত জায়গা থেকে আলাদা হয়ে উঁচুতে থেকে যায়, তখন তাকে ক্ষয়জাত পর্বত বলে। কম ক্ষয় হওয়া অবশিষ্ট অংশ পর্বতে পরিণত হয় বলে একে অবশিষ্ট পর্বত-ও বলা হয়।
ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য—
(১) বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তির ঘাতপ্রতিঘাতে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়।
(২) ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে ক্ষয়জাত পর্বতের মাথা চ্যাপ্টা হয়।
(৩) ভঙ্গিল, স্তূপ, আগ্নেয় সবরকম পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়।
(৪) ক্ষয়জাত পর্বতের ঢাল খুব বেশি নয়।
(৫) ক্ষয়জাত পর্বতগুলির উচ্চতা ক্রমহ্রাসমান।
(৬) ক্ষয়জাত পর্বতগুলির বন্ধুরতা কম হয়।
(৭) ক্ষয়জাত পর্বতের উচ্চতা অন্যান্য পর্বত অপেক্ষা কম হয়।
(৮) এই পর্বতের উপরিভাগ খুব বেশি উঁচু-নীচু বা অসমতল হয় না।
(৯) ভূপৃষ্ঠের অতি প্রাচীন অংশে ক্ষয়জাত পর্বত দেখা যায়।
(১০) মূলত ক্ষয়জাত পর্বতগুলি কঠিন ও কোমল শিলার সমন্বয়ে গঠিত।
উদাহরণ—
ভারতের আরাবল্লী, নীলগিরি, পশ্চিমঘাট, রাজমহল প্রভৃতি পর্বতগুলো ক্ষয়জাত পর্বতের নিদর্শন।
Comments
Post a Comment