Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১২

  [WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ HIV কথাটির পুরাে অর্থ কী ? উত্তর:  Human Immuno deficiency Virus. প্রশ্ন:২ ওয়াইডাল পরীক্ষাটি কোন্ রােগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ? উত্তর:  টাইফয়েডের জ্বর নির্ণয়ে। প্রশ্ন:৩ একটি মর্নিং আফটার পিলস-এর নাম করাে। উত্তর:  পিল-72

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১১

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো। উত্তর:  অক্সিটোসিন এবং রিলাক্সিন। প্রশ্ন:২ অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ? উত্তর:  ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে। প্রশ্ন:৩ রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও। উত্তর:  যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে। উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১০

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ যদি কোনাে কারণে শুক্রাশয় উদরগহ্বর থেকে স্ক্রোটামে না নেমে উদরগহ্বরেই থেকে যায়, তবে ওই অবস্থাকে কী বলে ? উত্তর:  ক্রিপটোক্রিডিজম। প্রশ্ন:২ লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনােরার সংযােগস্থলে যে ক্ষুদ্র ও দণ্ডকার পেশিময় অংশ থাকে তাকে কী বলে ? উত্তর:  ক্লিটোরিস। প্রশ্ন:৩ কোন্ অংশের মাধ্যমে শুক্রাণু এপিডিডাইমিস থেকে নিক্ষেপণ নালিতে আসে ? উত্তর:  ভাসা ডিফারেনসিয়ার মাধ্যমে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৯

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ শুক্রাণুর অ্যাক্রোজোমের পর্দায় অবস্থিত একটি প্রােটিওলাইটিক উৎসেচকের নাম লেখাে। উত্তর:  অ্যাক্রোসিন। প্রশ্ন:২ ABP-এর পুরাে নাম লেখাে। উত্তর:  অ্যানড্রোজেন বাইন্ডিং প্রোটিন (Androgen Binding Protein)। প্রশ্ন:৩ করপাস স্পঞ্জিওসাম পেশি কোথায় দেখা যায় ? উত্তর:  শিশ্নে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৮

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ কাকে বলে ? উত্তর:  যে প্রক্রিয়ায় পরিণত গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গত হয়, সেই প্রক্রিয়াকে ওভিউলেশন বলে। প্রশ্ন:২ করােনা রেডিয়েটা কী ? উত্তর:  গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্রানুলােসা কোশসমূহ অবস্থান করে তাকে করােনা রেডিয়েটা বলে। প্রশ্ন:৩ মেনার্কি কী ? উত্তর:  স্ত্রীদের যৌনজীবনচক্রে প্রথম রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৭

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ ডিম্বাণুর প্রাচীরে শুক্রাণু কী নিক্ষেপ করে প্রাচীরকে গলিয়ে ফেলে ? উত্তর:  হায়ালুরােনিডেজ। প্রশ্ন:২ যৌনমিলনকালে শিশ্ন থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় রস নিঃসৃত হয় তাকে কী বলে ? উত্তর:  বীর্য বা সিমেন। প্রশ্ন:৩ প্রাক্-রজঃস্রাবীয় দশা কতদিন স্থায়ী হয় ? উত্তর:  13-14 দিন।

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৫

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ মানবদেহে শুক্রাণুর পরিণতি ঘটে— (a) শুক্ৰসঞ্চয়ী সংবর্ত নালিকায় (b) শুক্রনালিতে (c) শুক্ৰসঞ্চয়ী থলিতে (d) জালক শুক্রাশয়ে উত্তর: A প্রশ্ন:২ প্রস্টেট গ্রন্থি থাকে— (a) গবিনীর ওপর (b) বৃক্কের ওপর (c) শুক্রাশয়ের ওপর (d) মূত্রনালির চারপাশে উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৪

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ নিষেক প্রক্রিয়ার সময় ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিন-এর বিক্রিয়াকে বলে— (a) অ্যাগ্লুটিনেশন (b) সক্রিয়করণ (c) ক্যাভিটেশন (d) ক্যাপাসিটেশন উত্তর: A প্রশ্ন:২ ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতাে যেটি তৈরি হয়, সেটি হল— (a) ব্লাস্টুলা (b) মরুলা (c) গ্যাস্ট্রুলা (d) নিউরাল চাকতি উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৩

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ শুক্রাণু এবং ডিম্বাণুর একীকরণকে বলে— (a) অ্যাম্ফিমিক্সিস (b) পুনঃজনন (c) নিষিক্তকরণ (d) ওপরের কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে— (a) হায়ালুরােনিডেজ এবং অ্যাক্রোসিন (b) হায়ালুরােনিক অ্যাসিড এবং অ্যাক্রোসিন (c) হিপপিউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড (d) ক্রিয়েটিনিন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪২

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ ভ্রূণের পরিস্ফুরণের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম ? (a) ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন (b) ক্লিভেজ, ব্লাস্টুলেশন , গ্যাস্ট্রুলেশন (c) ব্লাস্টুলেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন (d) গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন, ক্লিভেজ উত্তর: B প্রশ্ন:২ মানবদেহে রজঃচক্রের যে চক্র 7-8 দিন স্থায়ী হয়, সেটি হল— (a) ডিম্বথলীয় দশা (b) নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা (c) লিউটিয়াম দশা (d) রজঃস্রাবীয় দশা উত্তর: A